শৈচালয়েই বাসস্থান

Lok Sabha Election 2024: ফের এল ভোট, তবু জুটল না ঘর! কে দেবে মাথার ছাদ? প্রশ্ন শৌচালয়ে দিন কাটানো বৃদ্ধার

পুরুলিয়া: যৌবনকালে যে কোনও সংগ্রাম ও লড়াই করা যতখানি সহজ থাকে, বয়সের ভার বাড়তেই সেই লড়াই যেন আরও দুর্বিসহ হয়ে ওঠে। পশ্চিমবঙ্গে দরিদ্র মানুষের মাথায় আশ্রয় দেওয়ার জন্য সরকারি ভাবে রয়েছে নানান প্রকল্প। সেই প্রকল্পগুলি মধ্যে যেমন রয়েছে কেন্দ্রীয় সরকারের প্রকল্প তেমনই রয়েছে রাজ্য সরকারের প্রকল্পও। কিন্তু তা সত্ত্বেও শৌচালয় বাসস্থান হয়েছে পুরুলিয়ার এক বৃদ্ধার।

আবাস যোজনা নিয়ে কেন্দ্র-রাজ্য জটিলতা দীর্ঘদিনের। আর এই জটিলতার ফল ভুগতে হচ্ছে অসহায় বৃদ্ধাকে। পঞ্চায়েতে বারবার জানিয়েও মেলেনি আবাস যোজনা ঘর। বাধ্য হয়ে প্রায় বছর খানেক ধরে ছোট্ট ঘুপচি শৌচালয়ে থাকতে হচ্ছে বৃদ্ধাকে। ভাঙাচোরা মাটির বাড়িতে কালো ত্রিপল দেওয়া ছাউনি থাকলেও তাও থাকার অযোগ্য। সামান্য ঝড় বৃষ্টিতে এর বাড়ি ওর বাড়ি করে কাটলেও অনেক সময় তাও পাওয়া যায় না।

আরও পড়ুন: ‘ভোট দিতে পারবেন না, আপনি মৃত!’, ধূপগুড়িতে বাসন্তী দাসের ঘটনা জানলে চোখে জল আসবে

তাই বাধ্য হয়ে বাক্স প্যাটরা-সহ নিজের জরুরি জিনিস নিয়ে ছোট্ট একটি শৌচালয়কে বাসস্থান বানিয়েছেন পুরুলিয়া এক নম্বর ব্লকের ডুড়কু পঞ্চায়েতের সুন্দ্রাডি গ্রামের বৃদ্ধা মিথিলা মাহাতো। এ বিষয়ে এলাকার বাসিন্দারা বলেন, বারবার পঞ্চায়েতে আবেদন করেও মেলেনি সরকারি আবাস। যারা ন্যায্য প্রাপক তারা বঞ্চিত।

আরও পড়ুন: টি২০ বিশ্বকাপে ১০ জনের জায়গা পাকা, ৫ স্লটে চলছে জোর লড়াই, টিম কেমন হতে পারে দেখুন

অথচ অবস্থাপন্নরা পেয়েছে সরকারি আবাসের বাড়ি। তারাও বিশেষ কিছু করে উঠতে পারছে না এই বৃদ্ধার জন্য। ‌সরকারিভাবে যাতে বৃদ্ধাকে সাহায্য করা যায় তার আবেদন রেখেছেন তিনি। কবে এই বৃদ্ধা মাথা গোঁজার যথাযথ ঠাঁই পাবেন সেই সুদিনের আশায় রয়েছেন বৃদ্ধা মিথিলা মাহাতো-সহ গোটা গ্রামের মানুষ।

শর্মিষ্ঠা ব্যানার্জি