গরমে বারবার মুখে জল দিচ্ছেন পুলিশ কর্মী।

West Burdwan News: তাপমাত্রা আরও কত ডিগ্রি বাড়বে? আগামী সপ্তাহে আরও পুড়বে রাজ্য, দেখলে বিশ্বাসই হবে না

বৈশাখের শুরুতেই দহনজ্বালা যে পর্যায়ে উঠেছে, তা দেখে অনেকেই আশঙ্কিত। জ্বালা ধরানো গরমে পুড়ছে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন জায়গা। তাপমাত্রা প্রতিদিন নতুন নতুন রেকর্ড করছে। এ দিন দুপুর একটা নাগাদ পানাগড়ে তাপমাত্রা ৪৪ ডিগ্রির কোঠা পার করেছে।
বৈশাখের শুরুতেই দহনজ্বালা যে পর্যায়ে উঠেছে, তা দেখে অনেকেই আশঙ্কিত। জ্বালা ধরানো গরমে পুড়ছে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন জায়গা। তাপমাত্রা প্রতিদিন নতুন নতুন রেকর্ড করছে। এদিন দুপুর একটা নাগাদ পানাগড়ে তাপমাত্রা ৪৪ ডিগ্রির কোঠা পার করেছে।
হাওয়া অফিসের পূর্বাভাস, সপ্তাহান্তে স্বস্তির কোনও আশা এখনও নেই। সুপার হট সানডে কাটাতে হবে জেলার মানুষকে। ছুটির দিন কার্যত ঘরবন্দী হয়ে থাকতে হবে। কারণ তাপমাত্রার পারদ ৪৫° ছুঁয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
হাওয়া অফিসের পূর্বাভাস, সপ্তাহান্তে স্বস্তির কোনও আশা এখনও নেই। সুপার হট সানডে কাটাতে হবে জেলার মানুষকে। ছুটির দিন কার্যত ঘরবন্দী হয়ে থাকতে হবে। কারণ তাপমাত্রার পারদ ৪৫° ছুঁয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
শেষ নয় এখানেই। আগামী বৃহস্পতিবার তাপমাত্রা ৪৬ থেকে ৪৭ ডিগ্রি পর্যন্ত পৌঁছতে পারে বলে পূর্বভাস দিচ্ছে আবহাওয়ার সূচক। ফলে গরম যে আরও অসহনীয় হয়ে উঠবে জেলার কাছে তা আর বলার অপেক্ষা রাখে না।
শেষ নয় এখানেই। আগামী বৃহস্পতিবার তাপমাত্রা ৪৬ থেকে ৪৭ ডিগ্রি পর্যন্ত পৌঁছতে পারে বলে পূর্বভাস দিচ্ছে আবহাওয়ার সূচক। ফলে গরম যে আরও অসহনীয় হয়ে উঠবে জেলার কাছে তা আর বলার অপেক্ষা রাখে না।
অন্য দিকে, তীব্র এই গরমে লু বইছে হু-হু করে। তাপপ্রবাহের কারণে রাজ্যের একাধিক জেলায় জারি করা হয়েছে সতর্কতা। তাপমাত্রার পারদ যে জায়গায় উঠেছে, সেখান থেকে কমলা সতর্কতার জোনের আওতায় পড়ছে পশ্চিম বর্ধমান জেলার পানাগড়। বলছেন পরিবেশ বিজ্ঞানীরা।
অন্য দিকে, তীব্র এই গরমে লু বইছে হু-হু করে। তাপপ্রবাহের কারণে রাজ্যের একাধিক জেলায় জারি করা হয়েছে সতর্কতা। তাপমাত্রার পারদ যে জায়গায় উঠেছে, সেখান থেকে কমলা সতর্কতার জোনের আওতায় পড়ছে পশ্চিম বর্ধমান জেলার পানাগড়। বলছেন পরিবেশ বিজ্ঞানীরা।
তাপপ্রবাহের জন্য সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। বাইরে বেরোলে সমস্ত রকম প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী শুক্রবার পর্যন্ত স্বস্তির কোন আশা নেই। উল্টে তীব্র শুষ্ক গরমে নাজেহাল হবে শিল্প জেলার মানুষ।
তাপপ্রবাহের জন্য সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। বাইরে বেরোলে সমস্ত রকম প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী শুক্রবার পর্যন্ত স্বস্তির কোন আশা নেই। উল্টে তীব্র শুষ্ক গরমে নাজেহাল হবে শিল্প জেলার মানুষ।