Yusuf Pathan: ‘কংগ্রেস কোনও জায়গাই পাবে না…,’ উন্নয়নকে হাতিয়ার করে বহরমপুরে জোর প্রচারে তৃণমূলের পাঠান

মুর্শিদাবাদ: বহরমপুরে আমি উন্নয়ন করার জন্য এসেছি। উন্নয়ন আমার লক্ষ্য। শনিবার বহরমপুর জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। ভোটযুদ্ধে কর্মীদের চাঙ্গা করতে নিজের লোকসভা কেন্দ্রে জোরকদমে প্রচার চালাচ্ছেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান।

এদিন ইউসুফ পাঠান বলেন, ‘‘মুর্শিদাবাদ জেলায় পেঁয়াজ, আলু খুব ভাল চাষ হয়। কৃষি ক্ষেত্রে ও খেলাধুলায় অনেক উন্নয়নমূলক কাজ করা বাকি আছে। জেলার বেকার ছেলেমেয়েদের জন্য কর্মসংস্থান তৈরি করা আমার লক্ষ্য। বিশ্বকাপ জয়ের টিমের মতোই আমার সঙ্গে খুব ভাল টিম কাজ করছে। উন্নয়নের লক্ষ্যে আমরাও জয়ী হব।’’

আরও পড়ুন: গার্ডেনরিচের পরে বিরাটি! ফের নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ে শহরে মৃত্যু মহিলার, গ্রেফতার প্রোমোটার সহ ৬

অন্যদিকে, বড়ঞাঁর কুলিতে নির্বাচনী কর্মিসভা করলেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। শনিবার জেলা সভাপতি অপূর্ব সরকার ও ব্লক সভাপতি গোলাম মুর্শেদের নেতৃত্বে এই কর্মিসভা করা হয়। বড়ঞাঁয় শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, খেলাধূলায় একাধিক উন্নয়নমূলক কাজের আশ্বাস দেন ইউসুফ পাঠান।

আরও পড়ুন: এক মুহূর্তের মধ্যেই সব শেষ! মাঝ আকাশে অনর্গল বমি, হাসপাতালে নিয়ে যেতেই মৃত্যু…

তিনি বলেন, ‘‘এই মুর্শিদাবাদ জেলায় কৃষি শিল্প, খেলাধুলায় অনেক কাজ বাকি আছে। আমি সেইসব কাজ করতে চাই। যুবক যুবতীদের জন্য কর্মসংস্থান বাড়াতে চাই। যাতে ছেলেমেয়েরা নিজেদের বাড়িতে থেকেই কাজ করতে পারে। এদিন জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার বলেন, বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের সঙ্গে বিজেপির প্রতিদ্বন্দ্বিতা হবে। কংগ্রেস কোনও জায়গাই পাবে না। বহরমপুরে আমি উন্নয়ন করার জন্য এসেছি। উন্নয়ন আমার লক্ষ্য।’’ শনিবার বহরমপুর জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান।