৬০০ টি বুথ স্পর্শ কাতর! তৃতীয় দফায় 'নজরে মুর্শিদাবাদ', বিশেষ পদক্ষেপ নির্বাচন কমিশনের

Lok Sabha Election 2024: ৬০০ বুথ স্পর্শকাতর! তৃতীয় দফার সব নজর যে জেলায়, সেখানেই বিশেষ পদক্ষেপ কমিশনের

মুর্শিদাবাদ: রাত পোহালেই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের নির্বাচন। এবছর এই নির্বাচনে ত্রিমুখী লড়াই। একদিকে বাম ও কংগ্রেস প্রার্থী মহম্মদ সেলিম, ঘাস ফুলের হয়ে লড়াই করছেন বিদায়ী সাংসদ আবু তাহের খান।

LIVE : লোকসভা নির্বাচন ২০২৪ তৃতীয় দফা ভোটগ্রহণ

অন্যদিকে, পদ্ম শিবির আস্থা রেখেছে বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ তার ওপরেই। তবে কলকাতা থেকে সোজা মুর্শিদাবাদ এসে পথে প্রচারে নামলেন মহম্মদ সেলিম। তবে জমি ছাড়তে নারাজ গেরুয়া শিবির এমনকি ঘাস ফুলও।

মুর্শিদাবাদ লোকসভাতে মোট বুথের সংখ্যা ১৯৩৮ । পুরুষ ভোটার সংখ্যা ৮, ৬২, ১৭৭ । মহিলা ভোটার সংখ্যা ৯, ২৫, ৮৮৬ । তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ২৮জন। মোট ভোটার সংখ্যা ১৮ লক্ষ ৮৮ হাজার ০৯১ জন। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে ১১৪ কোম্পানি মোতায়েন করা হয়েছে। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে মোট ১৯৩৮ টি বুথে ভোটগ্রহণ হবে।

আরও পড়ুন: অভিনেত্রী থেকে দাপুটে নেত্রী! কত সম্পত্তির মালিক বিজেপির লকেট চট্টোপাধ‍্যায়? রচনার প্রতিদ্বন্দ্বীর আয় জানলে অবাক হবেন

যার মধ্যে চারটি অক্সিলারি বুথ রয়েছে। মুর্শিদাবাদ লোকসভাতে ৬০০ টি বুথকে স্পর্শকাতর হিসেবে ঘোষণা করা হয়েছে। মুর্শিদাবাদ লোকসভা মুলত সাতটি লোকসভা নিয়ে গঠিত। একদা নবাবের শহর মুর্শিদাবাদ। ঐতিহাসিক পর্যটন কেন্দ্র ও ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বিধানসভা নিয়ে গঠিত এই লোকসভা।

যার মধ্যে মুর্শিদাবাদ, ভগবানগোলা, হরিহরপাড়া, রানীনগর, জলঙ্গি, ডোমকল ও নদীয়া জেলার করিমপুর নিয়ে গঠিত এই লোকসভা কেন্দ্র। মুর্শিদাবাদ বিধানসভা একমাত্র গেরুয়া শিবির বিজেপির দখলে থাকলেও বাকি ছ’টা আসন রয়েছে ঘাস ফুল শাসক দলের। তবে পদ্মা নদীর তীরে অবস্থিত জলঙ্গি হলেও এখনও চর এলাকায় বসবাস করেন এখানের ভোটাররা।

তবে আগে যতবার নির্বাচন হয়েছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে উত্তপ্ত হয়েছে একাধিকবার নির্বাচনে। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ডোমকল মহকুমা জুড়ে একদিনে বিভিন্ন জায়গায় উদ্ধার হয়েছে বোমা, এমনকি বোমা তৈরির মশলা। তবে নির্বাচনের দিনে অশান্তির আশঙ্কা থেকেই একাধিক জায়গায় বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে নির্বাচন কমিশন।

একদা কংগ্রেসের গড় হিসেবে পরিচিত থাকলেও ২০১৪ সালে বামেদের দখলে আসে এই লোকসভা কেন্দ্র। পরে ২০১৯ সালে তৃণমূলের আবু তাহের খান হন বিধায়ক। তবে এবছর ত্রিমুখী লড়াইয়ে জমে উঠেছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র। ইতিমধ্যেই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত রানীতলা থানার ওসিকে বদল করা হয়েছে। নতুন ওসি নিয়োগ করে নির্বাচন কমিশন। যদিও শান্তিপূর্ণ নির্বিঘ্নে নির্বাচন হোক চাইছেন সকল রাজনৈতিক দলের প্রার্থীরা।

কৌশিক অধিকারী