Lok Sabha Election Results 2024 Live: তৃতীয়বারের জন্য এনডিএ-এর উপর ভরসা রাখার জন্য দেশবাসীকে ধন্যবাদ, ট্যুইট মোদির

নয়াদিল্লি: পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের উৎসব৷ ভোটদাতার বিচারে পৃথিবীতে লোকতন্ত্রের বৃহত্তম ভোটদান প্রক্রিয়া চলে এই ভারতবর্ষে৷ এর আগে ১৭টি লোকসভা নির্বাচন হয়ে গিয়েছে৷ এ বার দেশে ১৮ তম লোকসভা নির্বাচন সংগঠিত হয়েছে৷ সাত দফার ভোটে মোটের উপর শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন প্রক্রিয়া চলেছে গোটা দেশজুড়েই৷ গত ১ জুন ছিল শেষ দফার নির্বাচন৷ আর তারই ফলাফল প্রকাশিত হতে চলেছে আজ, অর্থাৎ ৪ জুন (লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট)৷

দেশের পরবর্তী সরকার কারা গড়তে চলেছে তা নিয়ে জল্পনার শেষ নেই৷ তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হয়ে রেকর্ড গড়বেন নরেন্দ্র মোদি নাকি পালের হাওয়া উল্টো দিকে বইয়ে দিতে পারবে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট, তা নিয়ে নানা জল্পনা রয়েছে৷ কংগ্রেসের সভাপতি শেষ দফার ভোটগ্রহণের দিন তো সাংবাদিকদের বলেই দিয়েছেন, দেশজুড়ে ২৯৫-এর বেশি আসন পেতে চলেছে ইন্ডিয়া জোট৷

যদিও, বুথ ফেরত সমীক্ষার বেশিরভাগ অংশ কিন্তু এনডিএ জোটের দিকেই পাল্লা ভারী বলে জানিয়েছে৷ প্রায় সমস্ত বুথ ফেরত সমীক্ষাতেই বলা হয়েছে, এ বারেও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ৷ ৩৫০-এর কাছাকাছি বা তার বেশি আসন দিয়েছে অধিকাংশ সমীক্ষক সংস্থা৷ এখন দেখার, চূড়ান্ত ফলে (নির্বাচন রেজাল্ট ২০২৪) সেই পরিসংখ্যান কোথায় গিয়ে দাঁড়ায়৷