ধান ঝাড়াবার ধুম! প্রথমে দিলীপ, এবার কীর্তি আজাদ! যা করলেন কংগ্রেস নেতা, চমকে গেল সবাই

Lok Sabha Election 2024: ধান ঝাড়াবার ধুম! প্রথমে দিলীপ, এবার কীর্তি আজাদ! যা করলেন তৃণমূল নেতা, চমকে গেল সবাই

পূর্ব বর্ধমান: বৃহস্পতিবার ভোটের প্রচারে বেরিয়ে ধান ঝাড়াতে দেখা গিয়েছিল দিলীপ ঘোষকে। আবারও ঠিক সেরকমই ছবি ধরা পড়ল এদিন শুক্রবার। তবে এবার আর দিলীপ ঘোষ নয়, এদিন শুক্রবার ধান ঝাড়াতে দেখা গেল কীর্তি আজাদকে। বর্ধমান দূর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী হলেন কীর্তি আজাদ।

বর্ধমান দূর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে কীর্তি আজাদের নাম ঘোষণা হওয়ার পর থেকে তিনি জোর কদমে প্রচার করেছেন। নির্দিষ্ট লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় প্রচার চালাচ্ছেন কীর্তি আজাদ। কীর্তি আজাদও ভোট প্রচারে একাধিক চমক দিয়েছেন।

আরও পড়ুন: গরমে রোজ দই খাচ্ছেন? তলে তলে বাড়ছে না তো ইউরিক অ‍্যাসিড? জেনে নিন

কখনও তিনি খেলার মাঠে ব্যাট হতে ক্রিকেট খেলেছেন আবার কখনও দলীয় পতাকা হাতে নিয়ে নেচেও তাক লাগিয়েছেন। কীর্তি আজাদ নিজে একজন প্রাক্তন ক্রিকেটার। সেই হিসেবে তিনি খুদে ক্রিকেট খেলোয়াড়দের বিভিন্ন পরামর্শও দিয়েছেন। আবার কখনও ভোট প্রচারে বেরিয়ে বর্ধমানের জনপ্রিয় মিষ্টি শক্তিগরের ল্যাংচা ভাজতেও দেখা গিয়েছে কীর্তি আজাদকে।

সেরকমই এদিন ভোট প্রচারে বেরিয়ে ধান ঝেড়ে চমক দিলেন তৃণমুল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ। এদিন শুক্রবার পূর্ব বর্ধমান জেলার মেমারী ২ ব্লকের বিভিন্ন জায়গায় প্রচার কর্মসূচী ছিল কীর্তি আজাদের। সেরকমই মেমারি ব্লকে প্রচার চলাকালীন মেমারি ২ ব্লকের বিটরা গ্রামের শীতলা মন্দির সংলগ্ন এলাকায় ধান ঝাড়েন কীর্তি আজাদ।

হাতে খড়ের আঁটি নিয়ে পা দিয়ে মেশিন চালিয়ে ধান ঝাড়তে দেখা যায় কীর্তি আজাদকে। এদিন কীর্তি আজাদের প্রচার অভিযানে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনাও ছিল চোখে পড়ার মত।

বনোয়ারীলাল চৌধুরী