Lok Sabha Election2024: ‘ভোট-সন্ত্রাস’ থেকে মাথা বাঁচাতে হেলমেট পড়ে ভোট দিলেন ভোটার, দেখুন ভিডিও–

‘ভোট-সন্ত্রাস’ থেকে মাথা বাঁচাতে হেলমেট পড়ে ভোট দিলেন ভোটার! এমন আজব দৃশ্য দেখা গেল বারাসত লোকসভার পূর্ব বারাসত আদর্শ বিদ্যাপীঠ ভোটগ্রহণ কেন্দ্রে। এ ছবি নজিরবিহীনই বটে। দেখা যায়,  মাথায় হেলমেট পরে, পায়ে হেঁটে এসে লাইনে দাঁড়িয়েছেন ভোটার। মাথায় হলুদ রঙের হেলমেট। মনে পড়ে  যায়, পিকে ছবির সেই দৃশ্যের কথা। দেখতে দেখতে সপ্তম তথা শেষ দফায় এসে দাঁড়িল চব্বিশের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ৷ আর শেষ দফায় ভাগ্য পরীক্ষায় নামতে চলেছেন বাঘা বাঘা সব নেতা৷ বারাণসী থেকে নরেন্দ্র মোদি থেকে শুরু করে ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এদিন ভোট পরীক্ষায় বসছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, লালু প্রসাদের কন্যা মিসা ভারতী এবং অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতও৷ পশ্চিমবঙ্গে সৌগত রায়, মালা রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রথমসারির নেতাদের ভাগ্যপরীক্ষা আজ৷ তালিকায় রয়েছেন বামেদের সুজন চক্রবর্তী, সায়রা শাহ হালিম, সৃজন ভট্টাচার্যের নাম৷ উত্তর কলকাতার পছন্দের সিট থেকে লড়ছেন তৃণমূল থেকে সদ্য বিজেপিতে যোগ দেওয়া তাপস রায়ও৷ লোকসভায় শেষ দফার নির্বাচনে একাধিক জায়গায় ভোটের যে উত্তপ্ত পরিস্থিতির খবর সকাল থেকে উঠে আসছে, তার জেরে মাথায় হেলমেট পরে ভোট দিতে এলেন এক ভোটার।