Election commission

Lok Sabha Elections 2024: সপ্তম দফায় সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে কলকাতায়, অন্য কোন জেলায় কত?

কলকাতা: ষষ্ঠ দফা ভোটের আগের দিনই সপ্তম দফায় কত বাহিনী থাকবে তা নিয়ে সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন জানিয়েছে সপ্তম দফা অর্থাৎ শেষ দফায় সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন করা হবে কলকাতায়।

পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০২৪ ষষ্ঠ দফা ভোট লাইভ

কমিশন সূত্রে জানা গিয়েছে, কলকাতায় ২৪৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে ভোট পরিচালনার জন্য। এ ছাড়াও বারাসাত পুলিশ জেলায় ৮১ কোম্পানি মোতায়েন করা হবে, সেই সঙ্গে ব্যারাকপুর পুলিশের অধীনেও রাখা হবে ৮১ কোম্পানি বাহিনী। অন্য দিকে, বারুইপুর পুলিশ জেলায় মোতায়েন করা হবে ১৬০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, বসিরহাট পুলিশ জেলায় থাকবে ১১৬ কোম্পানি বাহিনী। বিধাননগর পুলিশ কমিশনারেটের অধীনে থাকবে ৫৯ কোম্পানি বাহিনী। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুলিশ জেলায় ১১০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে, সুন্দরবন পুলিশ জেলায় থাকবে ১১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

সপ্তম দফার ভোট গ্রহণ ১ জুন। সেই দিন ভোট হওয়ার কথা রাজ্যের ৯টি লোকসভা কেন্দ্রে। তালিকায় রয়েছে দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, যাদবপুর, ডায়মন্ড হারবার, কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে। এর লোকসভা কেন্দ্রগুলির মধ্যে রয়েছে একাধিক স্পর্শকাতর বুথ। তাই সপ্তম দফার ভোট সুষ্ঠুভাবে করার জন্য সতর্ক নির্বাচন কমিশন।