গরুর গাড়ি চেপে ভোট প্রচার করছেন আরামবাগের প্রার্থী

Lok Sabha Election 2024: গরুর গাড়িতে চেপেই প্রচার! ৪২ ডিগ্রির রোদে রীতিমতো তাক লাগিয়ে দিলেন আরামবাগের তৃণমূল প্রার্থী 

হুগলি: ভোটের প্রচারে অভিনবত্ব উঠে এসেছে বার বার। বিভিন্ন সময়ে প্রার্থীদের দেখা গিয়েছে প্রচার ও জনসংযোগ করতে গাড়ির ব্যবহার করতে। কখনও হুড খোলা গাড়ি, কখনও বা হুডখোলা গাড়ির উপর ছাউনি দিয়ে প্রচার সেরেছেন প্রার্থীরা। কিন্তু এইসবের থেকে একদম বিপরীতে চলে গেলেন আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগ। ভোট প্রচারে তিনি বেরলেন গরুর গাড়ি চেপে।

LIVE | লোকসভা নির্বাচন ২০২৪ প্রথম দফার ভোট

গোঘাট ২নং ব্লকের হাজিপুর গ্রামে গরুর গাড়ি করে ভোট প্রচার করতে দেখা গেল আরামবাগ তৃণমূল প্রার্থী মিতালি বাগকে। দলীয় কর্মীদের নিয়ে গরুর গাড়ি করে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন তিনি। তবে কেন হঠাৎ গরুর গাড়িকে বেছে নেওয়া! এই প্রশ্নের উত্তর দিয়েছেন প্রার্থী নিজেই।

আরও পড়ুন: ভোট আসে যায় তবে বদলায় না তাঁদের জীবন! কী দাবি পরিযায়ী ইটভাটার শ্রমিকদের?

মিতালি জানান, যেভাবে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি হচ্ছে তাতে সাধারণ মানুষ গাড়ি নিয়ে বাইরে বেরোতে ভয় পাচ্ছে। সামান্য বাইক স্কুটি চালাতে গিয়েও যে পরিমাণ তেলের খরচ হচ্ছে, তা মধ্যবিত্তের নাগালের বাইরে বেরিয়ে যাচ্ছে। তাই প্রতিদিন গাড়ি নিয়ে প্রচার বেরনো তাঁর পক্ষে সম্ভব হয়ে উঠছে না। তিনি নিজেও একজন দরিদ্র কৃষক পরিবারের মেয়ে। তাই গাড়ির জন্য প্রচার বন্ধ হবে তা কোনওমতেই মেনে নেওয়া যায় না। সেই কারণেই প্রচারে বেরনোর জন্য গরুর গাড়িকে বেছে নিয়েছেন তৃণমূল প্রার্থী মিতালি।

আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই পদক্ষেপ রাজ্যপালের

তাই কখনও পেয়ে হেঁটে আবার কখনও গরুর গাড়ি করে প্রচার করতে দেখা যাচ্ছে আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগকে। তৃণমূল সরকারের যে উন্নয়নের প্রচেষ্টা সেই উন্নয়নের বার্তা নিয়ে সাধারণ মানুষের কাছে প্রচারে যাচ্ছেন প্রার্থী। এমনকি, তিনি যে অবশ্যই জেতার জন্য একশভাগ আশাবাদী মানুষের সমর্থনে তা-ও জানান।

LIVE  | West Bengal Lok Sabha Election 2024 Phase one Voting in Cooch Behar, Alipurduar and Jalpaiguri

রাহী হালদার