Lok Sabha Election 2024: মমতার র‍্যালি, মোদির সভা! থাকছেন অভিষেকও, উত্তরবঙ্গে হাইভোল্টেজ প্রচার মঙ্গলবারে

শিলিগুড়ি: মঙ্গলবার উত্তরবঙ্গে আবার ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই দিনে উত্তরবঙ্গে জনসভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অর্থাৎ মঙ্গলবার হাই-ভোল্টেজ এক নির্বাচনী প্রচার দেখতে চলছে রাজ্যের উত্তরাংশ৷ সেখানে একই সঙ্গে থাকছেন সবপক্ষের শীর্ষ নেতারা৷

তৃণমূলনেত্রীর পাশাপাশি আজ উত্তরবঙ্গেই ভোটপ্রচার করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আজ মোদির জোড়া সভা রয়েছে। দুপুর আড়াইটের সময় তিনি প্রথম সভাটি করবেন বালুরঘাটে। পরে সওয়া ৪টায় তাঁর সভা রয়েছে রায়গঞ্জে। মমতা সভা করবেন জলপাইগুড়িতে। পরে তিনি শিলিগুড়িতে পদযাত্রা করবেন। অন্য দিকে, অভিষেক প্রথমে জনসভা করবেন কোচবিহারে। পরে তাঁর রোড-শো রয়েছে আলিপুরদুয়ারে।

দলীয় প্রার্থী গোপাল লামার সমর্থনে মঙ্গলবার শিলিগুড়িতে পদযাত্রা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। এয়ারভিউ মোড় থেকে র‍্যালি শুরু দুপুরে। বাঘাযতীন পার্কে শেষ হবে যাত্রীটি। হিলকার্ট রোড জুড়ে পদযাত্রা চলবে। প্রস্তুতি রয়েছে শেষ পর্বে। দলীয় নেতা, কর্মী, সমর্থকেরাও মুখিয়ে রয়েছেন। এর আগেও নির্বাচনের প্রাক্কালে শিলিগুড়িতে র‍্যালি করেছিলেন তিনি।

মাস কয়েক আগে শিলিগুড়িতে রোড-শো করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধিও। আজ শিলিগুড়ির র‍্যালি থেকে বিজেপি, কংগ্রেস, সিপিএম এবং কেন্দ্রকে কি বার্তা দেবেন মমতা বন্দোপাধ্যায়? রাজনৈতিক মহলের নজর সেই দিকেই। মনে করা হচ্ছে, সিএএ, এনআরসি ইস্যুতে সুর চড়াতে পারেন মমতা। আর এই র‍্যালির জন্যে শহরের ট্র‍্যাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা যাতে সাবলীল থাকে, সেদিকেও সমান নজর শিলিগুড়ি পুলিশের।