অরুণ গোভিল

Lok Sabha Elections 2024 Arun Govil: ভক্তিতে মানুষ আমার পা স্পর্শ করে, জনসমক্ষে এসে দাবি করলেন পর্দার ‘রাম’!

নয়াদিল্লি: অরুণ গোভিল মেরঠে যেখানেই যাচ্ছেন এখন, সমস্ত বয়সের পুরুষ, মহিলা এবং শিশুরা তাঁর পা স্পর্শ করে আশীর্বাদ নিতে ভিড় জমাচ্ছে। “রাবণের শ্বশুরবাড়িতে রামের আগমন আর আমরা আশীর্বাদ নেব না”,  আবেগী হয়ে জানান একদল তরুণী।

মেরঠ থেকে বিজেপির লোকসভা নির্বাচনের আগে প্রার্থী অরুণ জানান যে, তিনি জনতার প্রেমে অভিভূত। অরুণ গোভিল রামায়ণে ভগবান রামের চরিত্রে অভিনয় করে সারা ভারতে বিখ্যাত হয়ে ওঠেন। তিনি জানান, “মানুষ আমার পা স্পর্শ করেন আমাকে ভক্তি করেন বলে নয়, আসলে তাঁরা ভগবান রামের প্রতি তাঁদের বিশ্বাসকে প্রণাম করেন। মেরঠের সাধারণ মানুষ আমার মধ্যে ভগবান রামের প্রতীক খুঁজে পান বলেই এমন করেন”।

আরও পড়ুন: বহরমপুরে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ডাক, ভোট প্রচারে দেওয়াল লিখলেন বিজেপির ‘ডাক্তারবাবু’

গোভিলের আগমনে মেরঠ এই মুহূর্তে একটি হাই-প্রোফাইল আসনে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ৩১ মার্চ তাঁর পক্ষে প্রচার করবেন, এই উপলক্ষ্যে মেরঠে একটি বড় সমাবেশের আয়োজন চলছে, যার মাধ্যমে তিনি উত্তরপ্রদেশে প্রচার শুরু করবেন।

এর আগে এক মঞ্চ থেকে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছিলেন যে, মেরঠের পরিচয় এখন অরুণ গোভিল, তিনি এও উল্লেখ করেছেন যে, কীভাবে ১৯৮৭-৮৮ টিভি সিরিজ রামায়ণে তাঁর অভিনীত ভগবান রামের চরিত্র আজও জনপ্রিয়।

আরও পড়ুন: আরও কাছে! উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের দূরত্ব কমল ১০০ কিমি! অসম্ভব কাজটা কীভাবে হল জানেন?

অরুণ গোভিল জানান যে, তিনি মেরঠে জন্মগ্রহণ করেন এবং জীবনের প্রথম ১৭ বছর এখানেই ছিলেন। তিনি সরস্বতী শিশু মন্দির এবং মেরঠের সরকারি ইন্টার কলেজে পড়াশোনা করেছেন। সেই সময় প্রতি বছর একজন করে ছাত্র খুন হত এবং তাঁদের কলেজ এক মাস বন্ধ থাকত। সেই তুলনায় এখনকার উন্নয়ন দেখে তিনি অবাক।

সমাজবাদী পার্টির বিরোধীরা তাঁকে যদিও একজন বহিরাগত বলে অভিহিত করেছেন যিনি মেরঠে সম্পর্কে কিছুই জানেন না। এর উত্তরে গোভিল জানান, ‘আমি সবসময় একটি দৃষ্টিভঙ্গি ও আদর্শ নিয়ে কাজ করি। আমি প্ররোচনায় কিছু করি না। আমার সততা এবং নীতিগত আদর্শ আছে।’

গত ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের সময় গোভিল সেখানে উপস্থিত ছিলেন। মেরঠে থেকে গোভিলকে দাঁড় করিয়ে, বিজেপি পশ্চিম ইউপিতে একটি বড় আসন জয়ের চেষ্টা করেছে। এই আসনটি গত এক দশক ধরে হিন্দু-মুসলিম রাজনীতির দ্বারা আবর্তিত।