Tag Archives: Arun Govil

Lok Sabha Election Results 2024: অমেঠি হাতছাড়া, মেরঠে ফুটল পদ্ম! জয়ী ‘রামায়ণ’-এর ‘রাম’ অভিনেতা অরুণ গোভিল!

মেরঠ: লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের মেরঠে জয়ী বিজেপি প্রার্থী অরুণ গোভিল। রামানন্দ সাগরের জনপ্রিয় ‘রামায়ণ’ সিরিয়ালে রামের চরিত্রে অভিনয় করেছিলেন অরুণ গোভিল। মেরঠে এবার তিনি ছিলেন বিজেপি প্রার্থী। তাঁর বিপক্ষে ছিলেন সমাজবাদী পার্টির সুনীতা বর্মা।

সুনীতা বর্মাকে হারিয়ে জয়ী হয়েছেন অরুণ গোভিল। টিভি সিরিয়াল ‘রামায়ণে’ রামের ভূমিকায় অভিনয় করার জন‍্যই যাঁর দেশজোড়া খ‍্যাতি। এই বছরই রাজনীতির মঞ্চে প্রবেশ করেন বর্ষীয়ান অভিনেতা।

আরও পড়ুন: দেব, রচনা থেকে লকেট, দিলীপ! তারাদের কী দশা লোকসভার ফলাফলে? লড়াইতে পিছিয়ে কারা? জেনে নিন

উত্তরপ্রদেশেও বারাণসী থেকে জয়ী হয়েছেন নরেন্দ্র মোদি। আবার উত্তরপ্রদেশের অমেঠিতে হেরে গিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। বিজেপির প্রার্থী তালিকায় এবার ছিল একাধিক তারকা প্রার্থীর নামও। হিমাচল প্রদেশের মাণ্ডি থেকে জিতলেন বিজেপি প্রার্থী কঙ্গনা রানাওয়াত।

জয়ের পর সাংবাদিক বৈঠকে কঙ্গনা বলেন,’আজকের এই দিনটা আমার জন্য বিশেষ দিন। প্রার্থী হিসেবে এটা আমার প্রথম নির্বাচন ছিল। যেহেতু রাজনীতিতে প্রথম, সেহেতু নানা অনিশ্চয়তা ছিল। এটা আমার প্রথম জয়ও। আমি ধন্যবাদ জানাতে চাই আমার দলীয়কর্মীদের। নেতা জয়রাম ঠাকুরজিকে। যিনি প্রথম থেকে আমার পাশে ছিলেন। আমাদের সব বিধায়কদেরও ধন্যবাদ। তবে মাথানত করে ধন্যবাদ জানাই মান্ডির সমস্ত মানুষকে। মান্ডিকন্যা, মান্ডির বোন কঙ্গনাকে এত ভালেবাসা দিয়েছে। মান্ডির সেনা হিসেবে মান্ডিকে রক্ষা করব। বিকাশ করব।’

Arun Govil: রামায়ণের একটি পর্বের জন্য কত টাকা পারিশ্রমিক পেতেন অরুণ গোভিল ?

Arun Govil 2024 Election: ভারতীয় জনতা পার্টি টিভি সিরিয়াল রামায়ণে রামের ভূমিকায় অভিনয় করা অভিনেতা অরুণ গোভিলকে মেরঠ আসন থেকে প্রার্থী করেছে। টিভি সিরিয়াল 'রামায়ণে' অভিনয় করার পর, তিনি সারা দেশে জনপ্রিয় হয়ে ওঠেন এবং দর্শকদের মধ্যে একটি আলাদা ভাবমূর্তি গড়ে তোলেন নিজের।
Arun Govil 2024 Election: ভারতীয় জনতা পার্টি টিভি সিরিয়াল রামায়ণে রামের ভূমিকায় অভিনয় করা অভিনেতা অরুণ গোভিলকে মেরঠ আসন থেকে প্রার্থী করেছে। টিভি সিরিয়াল ‘রামায়ণে’ অভিনয় করার পর, তিনি সারা দেশে জনপ্রিয় হয়ে ওঠেন এবং দর্শকদের মধ্যে একটি আলাদা ভাবমূর্তি গড়ে তোলেন নিজের।
রামায়ণ ধারাবাহিকটি তাঁর ব্যক্তিগত জীবনেও প্রভাব ফেলেছিল এবং জনসাধারণও তাঁকে রাম চরিত্রে অভিনয়ের জন্য প্রচুর ভালবাসা তথা সম্মান দিয়েছিল। এমনকী, অনেকে বাড়িতে তাঁর ছবি রেখে তাঁকে রাম বলে পূজা করতেও শুরু করেন।
রামায়ণ ধারাবাহিকটি তাঁর ব্যক্তিগত জীবনেও প্রভাব ফেলেছিল এবং জনসাধারণও তাঁকে রাম চরিত্রে অভিনয়ের জন্য প্রচুর ভালবাসা তথা সম্মান দিয়েছিল। এমনকী, অনেকে বাড়িতে তাঁর ছবি রেখে তাঁকে রাম বলে পূজা করতেও শুরু করেন।
অরুণ গোভিলের জন্ম ১২ জানুয়ারি ১৯৫৮ সালে মেরঠ। তবে তাঁর শৈশব কেটেছে শাহজাহানপুরে। রামায়ণ ছাড়াও অরুণ গোভিল অনেক টিভি সিরিয়ালে কাজ করেছেন, তবে তিনি সবচেয়ে বেশি খ্যাতি পেয়েছেন রামায়ণ থেকে। এবার তিনি তার রাজনৈতিক জীবন শুরু করতে চলেছেন। জেনে নেওয়া যাক অরুণ গোভিল কত সম্পত্তির মালিক এবং রামায়ণের একটি পর্বের জন্য তিনি কত টাকা নিতেন।
অরুণ গোভিলের জন্ম ১২ জানুয়ারি ১৯৫৮ সালে মেরঠ। তবে তাঁর শৈশব কেটেছে শাহজাহানপুরে। রামায়ণ ছাড়াও অরুণ গোভিল অনেক টিভি সিরিয়ালে কাজ করেছেন, তবে তিনি সবচেয়ে বেশি খ্যাতি পেয়েছেন রামায়ণ থেকে। এবার তিনি তার রাজনৈতিক জীবন শুরু করতে চলেছেন। জেনে নেওয়া যাক অরুণ গোভিল কত সম্পত্তির মালিক এবং রামায়ণের একটি পর্বের জন্য তিনি কত টাকা নিতেন।
অরুণ গোভিল রামায়ণের পর অনেক চলচ্চিত্র ও সিরিয়ালে কাজ করেছেন। তাকে দূরদর্শনের সিরিয়াল 'বিক্রম অর বেতাল' থেকে সাম্প্রতিক চলচ্চিত্র 'ওএমজি-২' এবং 'আর্টিকেল ৩৭০'-তেও দেখা গিয়েছে। রামায়ণের প্রথম বছরে, ১৯৭৯ সালে, গোভিল দুটি চলচ্চিত্র 'সাওয়ান কো আনে দো' এবং 'সচ কো আঁচ নেহি'-তে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন। ১৯৭৭ সালে মুক্তি পায় তাঁর প্রথম ছবি 'পহেলি'। এর পর তিনি 'লব কুশ', 'সসুরাল', 'শিব মহিমা', 'গঙ্গা ধাম', 'জুদাই', 'জিও তো অ্যায়সে জিও', 'রাধা অউর সীতা', 'মুকাবলা', 'হুকুম'-এর মতো অনেক ছবি করেন।
অরুণ গোভিল রামায়ণের পর অনেক চলচ্চিত্র ও সিরিয়ালে কাজ করেছেন। তাকে দূরদর্শনের সিরিয়াল ‘বিক্রম অর বেতাল’ থেকে সাম্প্রতিক চলচ্চিত্র ‘ওএমজি-২’ এবং ‘আর্টিকেল ৩৭০’-তেও দেখা গিয়েছে। রামায়ণের প্রথম বছরে, ১৯৭৯ সালে, গোভিল দুটি চলচ্চিত্র ‘সাওয়ান কো আনে দো’ এবং ‘সচ কো আঁচ নেহি’-তে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন। ১৯৭৭ সালে মুক্তি পায় তাঁর প্রথম ছবি ‘পহেলি’। এর পর তিনি ‘লব কুশ’, ‘সসুরাল’, ‘শিব মহিমা’, ‘গঙ্গা ধাম’, ‘জুদাই’, ‘জিও তো অ্যায়সে জিও’, ‘রাধা অউর সীতা’, ‘মুকাবলা’, ‘হুকুম’-এর মতো অনেক ছবি করেন।
অরুণ গোভিল কতটা শিক্ষিত? রামায়ণের অরুণ গোভিল তাঁর প্রাথমিক শিক্ষা মেরঠ, ইউপি থেকে শুরু করেন। এরপর তিনি মেরঠের চৌধুরি চরণ সিং বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নেন। এরপর থিয়েটার ও অভিনয় জগতে আসেন অরুণ। ১৯৭৫ সালে, অরুণ মুম্বই আসেন এবং তাঁর ভাইয়ের সঙ্গে থাকতে শুরু করেন। এই সময়েই তিনি বিক্রম বেতাল ধারাবাহিকে কাজের সুযোগ পান এবং তারপর রামায়ণে রামের ভূমিকা পান।
অরুণ গোভিল কতটা শিক্ষিত? রামায়ণের অরুণ গোভিল তাঁর প্রাথমিক শিক্ষা মেরঠ, ইউপি থেকে শুরু করেন। এরপর তিনি মেরঠের চৌধুরি চরণ সিং বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নেন। এরপর থিয়েটার ও অভিনয় জগতে আসেন অরুণ। ১৯৭৫ সালে, অরুণ মুম্বই আসেন এবং তাঁর ভাইয়ের সঙ্গে থাকতে শুরু করেন। এই সময়েই তিনি বিক্রম বেতাল ধারাবাহিকে কাজের সুযোগ পান এবং তারপর রামায়ণে রামের ভূমিকা পান।
অরুণ গোভিল মোট সম্পত্তির কত? মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদন অনুসারে অরুণ গোভিল রামায়ণের একটি পর্বের জন্য ৫১,০০০ টাকা পারিশ্রমিক নিতেন। রামায়ণ সিরিয়ালে মোট ৮১টি পর্ব ছিল। সেই হিসেবে, তিনি এই পুরো সিরিয়ালের জন্য ৪০ লক্ষ টাকার বেশি অর্থ পেয়েছেন। খবরে বলা হয়েছে, অরুণ গোভিলের মোট সম্পত্তির পরিমাণ ৩৮ কোটি টাকা। ২০২২ সালে তিনি প্রায় ৬০ লক্ষ টাকার একটি বিলাসবহুল গাড়িও কিনেছেন। এর পাশাপাশি তিনি বিজ্ঞাপন থেকেও আয় করেন।
অরুণ গোভিল মোট সম্পত্তির কত? মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদন অনুসারে অরুণ গোভিল রামায়ণের একটি পর্বের জন্য ৫১,০০০ টাকা পারিশ্রমিক নিতেন। রামায়ণ সিরিয়ালে মোট ৮১টি পর্ব ছিল। সেই হিসেবে, তিনি এই পুরো সিরিয়ালের জন্য ৪০ লক্ষ টাকার বেশি অর্থ পেয়েছেন। খবরে বলা হয়েছে, অরুণ গোভিলের মোট সম্পত্তির পরিমাণ ৩৮ কোটি টাকা। ২০২২ সালে তিনি প্রায় ৬০ লক্ষ টাকার একটি বিলাসবহুল গাড়িও কিনেছেন। এর পাশাপাশি তিনি বিজ্ঞাপন থেকেও আয় করেন।

Arun Govil Net Worth: রামচন্দ্রের চরিত্রে আইকনিক অরুণ গোভিল কত টাকা পেতেন ‘রামায়ণ’ ধারাবাহিকে? এবার বিজেপির প্রার্থী তিনি

ভারতীয় জনতা পার্টির হয়ে মেরঠের প্রার্থী হয়েছেন অভিনেতা অরুণ গোভিল। টিভি সিরিয়াল ‘রামায়ণে’ রামের ভূমিকায় অভিনয় করার জন‍্যই যাঁর দেশজোড়া খ‍্যাতি। এই সিরিয়ালে রামের ভূমিকায় অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান অরুন গোভিল। বর্তমানে রাজনীতিতে আসা অরুনের সম্পত্তির পরিমাণ কত জানেন কী?
ভারতীয় জনতা পার্টির হয়ে মেরঠের প্রার্থী হয়েছেন অভিনেতা অরুণ গোভিল। টিভি সিরিয়াল ‘রামায়ণে’ রামের ভূমিকায় অভিনয় করার জন‍্যই যাঁর দেশজোড়া খ‍্যাতি। এই সিরিয়ালে রামের ভূমিকায় অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান অরুন গোভিল। বর্তমানে রাজনীতিতে আসা অরুনের সম্পত্তির পরিমাণ কত জানেন কী?
‘রামায়ণ’ সিরিয়ালে অভিনয়রে পরেই আমূল বদলে যায় অভিনেতা অরুন গোভিলের জীবন। রামের চরিত্রে দেশজোড়া খ‍্যাতি লাভ করেন তিনি। প্রচুর মানুষের ভালবাসার পাত্র হয়ে ওঠেন পর্দার রাম।

‘রামায়ণ’ সিরিয়ালে অভিনয়রে পরেই আমূল বদলে যায় অভিনেতা অরুন গোভিলের জীবন। রামের চরিত্রে দেশজোড়া খ‍্যাতি লাভ করেন তিনি। প্রচুর মানুষের ভালবাসার পাত্র হয়ে ওঠেন পর্দার রাম।
এবার রাজনীতির ময়দানে পা রাখতে চলেছেন ‘রামায়ণ’ খ‍্যাত অভিনেতা। বিজেপীর এবারের লোকসভার প্রার্থী তালিকায় শুরু থেকেই রয়েছে বহু চমক।
এবার রাজনীতির ময়দানে পা রাখতে চলেছেন ‘রামায়ণ’ খ‍্যাত অভিনেতা। বিজেপীর এবারের লোকসভার প্রার্থী তালিকায় শুরু থেকেই রয়েছে বহু চমক।
বিজেপির ঘোষিত প্রার্থী তালিকায় রয়েছে বহু তারকা প্রার্থীর নাম। হিমাচল প্রদেশের মাণ্ডি থেকে লড়ছে তাদের ‘ঘরের মেয়ে’ বলিউডের কঙ্গনা রানাউত৷ দীর্ঘদিন ধরেই গেরুয়া শিবিরের প্রতি তাঁর সমর্থন সর্বসমক্ষে প্রকাশ করে এসেছেন কঙ্গনা৷
বিজেপির ঘোষিত প্রার্থী তালিকায় রয়েছে বহু তারকা প্রার্থীর নাম। হিমাচল প্রদেশের মাণ্ডি থেকে লড়ছে তাদের ‘ঘরের মেয়ে’ বলিউডের কঙ্গনা রানাউত৷ দীর্ঘদিন ধরেই গেরুয়া শিবিরের প্রতি তাঁর সমর্থন সর্বসমক্ষে প্রকাশ করে এসেছেন কঙ্গনা৷
পাশাপাশি উত্তরপ্রদেশের মেরঠ থেকে প্রার্থী করা হয়েছে অভিনেতা অরুন গোভিলকে। প্রসঙ্গত, অরুণ গোভিল মেরঠেরই ভূমিপুত্র৷

পাশাপাশি উত্তরপ্রদেশের মেরঠ থেকে প্রার্থী করা হয়েছে অভিনেতা অরুন গোভিলকে। প্রসঙ্গত, অরুণ গোভিল মেরঠেরই ভূমিপুত্র৷
১৯৭৭ সালে মুক্তি পায় তার প্রথম ছবি 'পহেলি'। এর পর তিনি 'লাভ কুশ', 'শশুরাল', 'শিব মহিমা', 'গঙ্গা ধাম', 'জুদাই', 'জিও তো অ‍্যায়সে জিও', 'রাধা অউর সীতা', 'মুকাবলা'-র মতো অনেক ছবি করছেন। কিন্ত তাঁর সবচেয়ে বেশি ‘রামায়ণে’ অভিনয় করেই।
১৯৭৭ সালে মুক্তি পায় তার প্রথম ছবি ‘পহেলি’। এর পর তিনি ‘লাভ কুশ’, ‘শশুরাল’, ‘শিব মহিমা’, ‘গঙ্গা ধাম’, ‘জুদাই’, ‘জিও তো অ‍্যায়সে জিও’, ‘রাধা অউর সীতা’, ‘মুকাবলা’-র মতো অনেক ছবি করছেন। কিন্ত তাঁর সবচেয়ে বেশি ‘রামায়ণে’ অভিনয় করেই।
অরুণ গোভিলের শিক্ষারামায়ণের অরুণ গোভিলের প্রাথমিক শিক্ষা মেরঠ থেকেই হয়েছিল। এরপর তিনি মেরঠের চৌধুরী চরণ সিং বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেন। পরে থিয়েটার ও অভিনয় জগতে আসেন অরুণ।
অরুণ গোভিলের শিক্ষা রামায়ণের অরুণ গোভিলের প্রাথমিক শিক্ষা মেরঠ থেকেই হয়েছিল। এরপর তিনি মেরঠের চৌধুরী চরণ সিং বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেন। পরে থিয়েটার ও অভিনয় জগতে আসেন অরুণ।
১৯৭৫ সালে, অরুণ মুম্বাই আসেন এবং তার ভাইয়ের সঙ্গে থাকতে শুরু করেন। এর পরে তিনি ‘বিক্রম বেতালে’র একটি শোতে কাজ পান এবং তারপর রামায়ণে রামের ভূমিকায় সুযোগ পেয়েছিলেন।
১৯৭৫ সালে, অরুণ মুম্বাই আসেন এবং তার ভাইয়ের সঙ্গে থাকতে শুরু করেন। এর পরে তিনি ‘বিক্রম বেতালে’র একটি শোতে কাজ পান এবং তারপর রামায়ণে রামের ভূমিকায় সুযোগ পেয়েছিলেন।
মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অরুণ গোভিল রামায়ণের প্রতিটি পর্বের জন্য ৫১,০০০ টাকা নিতেন। রামায়ণ সিরিয়ালে মোট ৮১টি পর্ব ছিল। সেইমতো তিনি এই পুরো সিরিয়ালের জন্য ৪০ লাখ টাকারও বেশি পেয়েছেন।
মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অরুণ গোভিল রামায়ণের প্রতিটি পর্বের জন্য ৫১,০০০ টাকা নিতেন। রামায়ণ সিরিয়ালে মোট ৮১টি পর্ব ছিল। সেইমতো তিনি এই পুরো সিরিয়ালের জন্য ৪০ লাখ টাকারও বেশি পেয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, অরুণ গোভিলের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩৮ কোটি টাকা। ২০২২ সালে, তিনি প্রায় ৬০ লক্ষ টাকার একটি বিলাসবহুল গাড়িও কিনেছেন অভিনেতা। অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন থেকেও আয় করেন তিনি।
প্রতিবেদন অনুযায়ী, অরুণ গোভিলের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩৮ কোটি টাকা। ২০২২ সালে, তিনি প্রায় ৬০ লক্ষ টাকার একটি বিলাসবহুল গাড়িও কিনেছেন অভিনেতা। অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন থেকেও আয় করেন তিনি।

Lok Sabha Elections 2024 Arun Govil: ভক্তিতে মানুষ আমার পা স্পর্শ করে, জনসমক্ষে এসে দাবি করলেন পর্দার ‘রাম’!

নয়াদিল্লি: অরুণ গোভিল মেরঠে যেখানেই যাচ্ছেন এখন, সমস্ত বয়সের পুরুষ, মহিলা এবং শিশুরা তাঁর পা স্পর্শ করে আশীর্বাদ নিতে ভিড় জমাচ্ছে। “রাবণের শ্বশুরবাড়িতে রামের আগমন আর আমরা আশীর্বাদ নেব না”,  আবেগী হয়ে জানান একদল তরুণী।

মেরঠ থেকে বিজেপির লোকসভা নির্বাচনের আগে প্রার্থী অরুণ জানান যে, তিনি জনতার প্রেমে অভিভূত। অরুণ গোভিল রামায়ণে ভগবান রামের চরিত্রে অভিনয় করে সারা ভারতে বিখ্যাত হয়ে ওঠেন। তিনি জানান, “মানুষ আমার পা স্পর্শ করেন আমাকে ভক্তি করেন বলে নয়, আসলে তাঁরা ভগবান রামের প্রতি তাঁদের বিশ্বাসকে প্রণাম করেন। মেরঠের সাধারণ মানুষ আমার মধ্যে ভগবান রামের প্রতীক খুঁজে পান বলেই এমন করেন”।

আরও পড়ুন: বহরমপুরে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ডাক, ভোট প্রচারে দেওয়াল লিখলেন বিজেপির ‘ডাক্তারবাবু’

গোভিলের আগমনে মেরঠ এই মুহূর্তে একটি হাই-প্রোফাইল আসনে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ৩১ মার্চ তাঁর পক্ষে প্রচার করবেন, এই উপলক্ষ্যে মেরঠে একটি বড় সমাবেশের আয়োজন চলছে, যার মাধ্যমে তিনি উত্তরপ্রদেশে প্রচার শুরু করবেন।

এর আগে এক মঞ্চ থেকে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছিলেন যে, মেরঠের পরিচয় এখন অরুণ গোভিল, তিনি এও উল্লেখ করেছেন যে, কীভাবে ১৯৮৭-৮৮ টিভি সিরিজ রামায়ণে তাঁর অভিনীত ভগবান রামের চরিত্র আজও জনপ্রিয়।

আরও পড়ুন: আরও কাছে! উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের দূরত্ব কমল ১০০ কিমি! অসম্ভব কাজটা কীভাবে হল জানেন?

অরুণ গোভিল জানান যে, তিনি মেরঠে জন্মগ্রহণ করেন এবং জীবনের প্রথম ১৭ বছর এখানেই ছিলেন। তিনি সরস্বতী শিশু মন্দির এবং মেরঠের সরকারি ইন্টার কলেজে পড়াশোনা করেছেন। সেই সময় প্রতি বছর একজন করে ছাত্র খুন হত এবং তাঁদের কলেজ এক মাস বন্ধ থাকত। সেই তুলনায় এখনকার উন্নয়ন দেখে তিনি অবাক।

সমাজবাদী পার্টির বিরোধীরা তাঁকে যদিও একজন বহিরাগত বলে অভিহিত করেছেন যিনি মেরঠে সম্পর্কে কিছুই জানেন না। এর উত্তরে গোভিল জানান, ‘আমি সবসময় একটি দৃষ্টিভঙ্গি ও আদর্শ নিয়ে কাজ করি। আমি প্ররোচনায় কিছু করি না। আমার সততা এবং নীতিগত আদর্শ আছে।’

গত ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের সময় গোভিল সেখানে উপস্থিত ছিলেন। মেরঠে থেকে গোভিলকে দাঁড় করিয়ে, বিজেপি পশ্চিম ইউপিতে একটি বড় আসন জয়ের চেষ্টা করেছে। এই আসনটি গত এক দশক ধরে হিন্দু-মুসলিম রাজনীতির দ্বারা আবর্তিত।