Lok Sabha Elections 2024: ‘তৃণমূলের দুষ্কৃতীরা কান কেটে নিয়েছে’, অভিযোগ তুললেন বিজেপি নেতা, তুলকালাম

ভগবানপুর: তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর বিধানসভা এলাকার ইসলামপুরের এক বিজেপি কর্মীর কান কেটে নেওয়ার অভিযোগ উঠল৷ গুরুতর আহত সেই কর্মী আপাতত হাসপাতালে চিকিৎসাধীন৷ স্বাভাবিক ভাবে ভোটের মধ্যে ঘটে যাওয়া এই ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়৷

বিজেপি নেতা সুব্রত বাগের কান কেটে নেওয়ার পাশাপাশি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সুব্রত বাগের ভাই শুভঙ্কর বাগের হাত পা ভেঙে দেয় বলেও অভিযোগ। আহত অবস্থায় দুই ভাই তমলুকের একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

জানা গিয়েছে, শুভঙ্কর ও সুব্রত দুই ভাই আগে শাসক দল তৃণমূলেই ছিলেন। তারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তাঁদের ওপর হামলা অত্যাচার চালানোর অভিযোগ।

অভিযোগ, গতকাল রাতে বাজার থেকে বাড়ি আসার পথে দুই ভাইকে স্থানীয় তৃণমূল নেতারা এবং আরও কিছু লোকজন মিলে তাদের পথ আটকে মারধর করে। ছুরি দিয়ে সুব্রতর কান কেটে নেয় এবং তার ভাই শুভঙ্করকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে, তার হাত-পা ভেঙে দেয় বলেও অভিযোগ।

ঘটনার পরে খবর পেয়ে বিজেপির কর্মী সমর্থকরা গিয়ে তাদের উদ্ধার করে ভগবানপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। পরে আহত অবস্থায় তাদেরকে তমলুকে রেফার করা হয়।