Lok Sabha Elections 2024: বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী! দ্বিতীয় থেকে ষষ্ঠ দফার জন্য মোট কত কোম্পানি মোতায়েন?

কলকাতা: প্রথম দফার ভোট হয়ে গিয়েছে গত শুক্রবার৷ এই পর্যায়ে প্রতিটি বুথেই ছিল কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা৷ প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও মোতায়েন থাকবে ২৯৯ কোম্পানি বাহিনী৷ শুধু দ্বিতীয় দফাতেই নয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ দফার ভোটের জন্যেও কেন্দ্রীয় বাহিনীর তালিকা প্রকাশ করে দিল কমিশন৷

আগামী ৭ মে, ২০২৪ তৃতীয় দফার ভোট৷ এদিন পশ্চিমবঙ্গের মোট ৪ টি আসনে ভোটগ্রহণ হবে৷ জঙ্গিপুর, মুর্শিদাবাদ, মালদহ উত্তর, মালদহ দক্ষিণ৷ এই পর্যায়ে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার হবে ৪০৬ কোম্পানি৷

১৩ মে, ২০২৪ চতুর্থ দফার ভোট৷ এদিন ভোট হবে মোটল ৮টি আসনে৷ বোলপুর, বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট (এসসি), বর্ধমান পূর্ব (এসসি), বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বীরভূম৷ এই পর্যায়ে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার হবে ৫৫১ কোম্পানি৷

আরও পড়ুন: প্রথম দফার মতোই দ্বিতীয় দফাতেও বুথে বুথে থাকছে কেন্দ্রীয় বাহিনী, মোতায়েন ২৯৯ কোম্পানি

২০ মে, ২০২৪ পঞ্চম দফা নির্বাচন৷ এই দফায় মোট ৭ আসনে নির্বাচন৷ আরামবাগ (তফঃ), বনগাঁ (এসসি), ব্যারাকপুর,হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি৷ কেন্দ্রীয় বাহিনী ব্যবহার হবে ৫৮৮ কোম্পানি৷

২৫ মে, ২০২৪ ষষ্ঠ দফা ভোটগ্রহণ৷ ভোট হবে মোট ৮টি আসনে৷ বাঁকুড়া, তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম (এসটি), মেদিনীপুর, পুরুলিয়া, বিষ্ণুপুর (এসসি)৷ কেন্দ্রীয় বাহিনী ব্যবহার হবে ৬৫৩ কোম্পানি৷

ইতিমধ্যেই রাজ্যে পৌঁছে গিয়েছে বাহিনী৷ দার্জিলিং কেন্দ্রে মোট বাহিনী থাকছে ৮৮ কোম্পানি৷ তারমধ্যে দার্জিলিংয়ে ৫১, শিলিগুড়িতে ২১,কালিম্পংয়ে ১৬৷

আরও পড়ুন: ৪৫-এ পুড়ছে পানাগড়! কলকাতা ৪১…দক্ষিণবঙ্গজুড়ে তাপপ্রবাহ, বৃষ্টি কবে হবে? জানাল আলিপুর

রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে মোট বাহিনী থাকছে ১১১৷ তার মধ্যে ইসলামপুর পুলিশ জেলায় ৫১ এবং রায়গঞ্জে মোতায়েন থাকছে ৬০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী৷

বালুরঘাট লোকসভা কেন্দ্রে মোট বাহিনী মোতায়েন থাকছে ৭৩ কোম্পানি৷ ৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ব্যবহার হবে স্ট্রংরুমের নিরাপত্তায়৷ ২১ কোম্পানি রাজ্যের অন্যত্র কনফিডেন্স ব্লিডআপ হিসাবে ব্যবহৃত হবে৷