Lok Sabha Elections 2024: দিলীপ ঘোষকে ‘গো ব্যাক’ স্লোগান! প্রচার শুরু করতেই বড় গোলমাল.. নেতা বললেন, ‘যব হাতি চলে বাজার..’

দক্ষিণবঙ্গ: বর্ধমানের কাঞ্চননগরে রোড শো চলাকালীন ‘দূর হটো’ স্লোগান শুনতে হল বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে। বিজেপি কর্মী সমর্থকরা ‘চোর চোর’ স্লোগান তুললে পাল্টা দিলীপ ঘোষ গো ব্যাক স্লোগান দেয় কিছু যুবক। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয় এলাকায়। বর্ধমান দক্ষিণ তৃণমূল বিধায়ক খোকন দাসের বাড়ির কাছে ঘটে এই ঘটনা ঘটে।

দুদিন আগেই বিশাল শোভাযাত্রা করে মনোনয়নপত্র দাখিল করেছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এতদিন তাঁকে বিভিন্ন মন্দিরে জনসংযোগ করতে দেখা গিয়েছিল। এই দিন থেকে রোড শো-এর মাধ্যমে সরাসরি প্রচার শুরু করলেন তিনি। সেই প্রচারের শুরুতেই গো ব্যাক স্লোগান শুনতে হল তাঁকে।

আরও পডুন: ১১টা পর্যন্ত সর্বোচ্চ ভোট পড়ল দার্জিলিংয়ে, রায়গঞ্জ ও বালুরঘাটেও মহোৎসাহে চলছে ভোটপর্ব

এদিন সকালে বর্ধমানের হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ থেকে মহন্ত স্থলের উত্তম কুমার স্ট্যাচু পর্যন্ত হুডখোলা গাড়িতে চড়ে প্রচার করেন দিলীপ ঘোষ। এরপর উদয়পল্লি বাজার থেকে বেলকাশ অঞ্চলের উদয়পল্লি বাঁধ পর্যন্ত রোড শো হয়। তারপর বর্ধমান উত্তর বিধানসভা এলাকার মিলিক পাড়া এলাকায় দিলীপ ঘোষ ভোট প্রচার করেন। পরবর্তী সময়ে বর্ধমান উত্তর বিধানসভার বেলকাশ অঞ্চলের বহরপুর গ্রাম বামুনপাড়া থেকে পশ্চিম পাড়া পর্যন্ত রোড শো করেন তিনি। সেখান থেকে বেলকাশ পাবলিক পঞ্চানন ইনস্টিটিউশন ও বেলেশ্বর মন্দির পর্যন্ত রোড শো হয়।

আরও পড়ুন :‘ভোট হয়ে গেলে আবার আমরা বন্ধু,’ দার্জিলিঙে ভোট হামরো পার্টির প্রতিষ্ঠাতা অজয় এডওয়ার্ডের

গো ব্যাক স্লোগান সম্পর্কে দিলীপ ঘোষ বলেন, ‘‘যব হাতি চলে বাজার, কুত্তা ভোঁকৈ হাজার। তাই এ নিয়ে আমি বিচলিত নই। যেদিন থেকে রাজনীতিতে নেমেছি সেদিন থেকেই এই ধরনের স্লোগান শুনতে আমি অভ্যস্ত।’’ তিনি বলেন, ‘‘গত বিধানসভা নির্বাচনের পর এই এলাকায় ব্যাপক সন্ত্রাস করেছিল তৃণমূল কংগ্রেস। বিজেপি কর্মীদের বাড়ি দোকান ঘর লুট করে ভাঙচুর চালানো হয়। এবার সেই কাজ করতে এলে তাদের বর্ধমান ছাড়া করব আমি।’’ এলাকার বাসিন্দাদের পাশে পাঁচ বছর থাকার জন্যই দিলীপ ঘোষ এসেছে বলে জানিয়ে দেন তিনি।