Lok Sabha Election 2024: ভোট কেন্দ্রে সেলফি জোন! আদর্শ ভোট গ্রহণ কেন্দ্র দেখে হতবাক ভোটাররা, আপনিও দেখুন

মালদহ: চারিদিকে রেশম গুটি। রেশম গুটি দিয়ে তৈরি হয়েছে ভোটকেন্দ্রের ছাউনির আস্তরণ। চারিদিকে সাজানো রয়েছে, ছোট ছোট রেশম গুটি। যা দেখে রীতিমতো আপ্লুত ভোটাররা।
মালদহ: চারিদিকে রেশম গুটি।রেশম গুটি দিয়ে তৈরি হয়েছে ভোটকেন্দ্রের ছাউনির আস্তরণ। চারিদিকে সাজানো রয়েছে ছোট ছোট রেশম গুটি।যা দেখে রীতিমতো আপ্লুত ভোটাররা।
বাইরে থেকে দেখলে মনে হবে না এটি একটি ভোট কেন্দ্র। মালদহ গার্লস হাই স্কুল এমন ভাবেই ডেকোরেশন করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। জেলার রেশম শিল্পকে তুলে ধরা হয়েছে এই ভোট কেন্দ্রে।
বাইরে থেকে দেখলে মনে হবে না এটি একটি ভোট কেন্দ্র। মালদহ গার্লস হাই স্কুল এমন ভাবে ডেকোরেশন করা হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জেলার রেশম শিল্পকে তুলে ধরা হয়েছে এই ভোট কেন্দ্রে।
ভোটাররা এখানে এসে সেলফি তুলতে পারছেন। সমস্ত ভোটারদের দেওয়া হচ্ছে ঠান্ডা পানীয়। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটারদের জন্য ব্যবস্থা করা হয়েছে সমস্ত রকমের। এখানে ভোট দান করতে এসে এক অন্য অনুভূতির সাক্ষী হয়ে থাকছেন ভোটাররা
ভোটাররা এখানে এসে সেলফি তুলতে পারছেন। সমস্ত ভোটারদের দেওয়া হচ্ছে ঠান্ডা পানীয়। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটারদের জন্য ব্যবস্থা করা হয়েছে সমস্ত রকমের। এখানে ভোটদান করতে এসে এক অন্য অনুভূতির সাক্ষী হয়ে থাকছেন ভোটাররা।
ইংরেজবাজার শহরের পিরোজপুরে অবস্থিত মালদহ গার্লস হাই স্কুল। ইংরেজবাজার বিধানসভার ২০৪, ২০৬ ও ২০৭ নম্বর বুথ এই স্কুলে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবার এই তিনটি বুথকে আদর্শ ভোট গ্রহণ কেন্দ্র করা হয়েছে।
ইংরেজবাজার শহরের পিরোজপুরে অবস্থিত মালদহ গার্লস হাই স্কুল। ইংরেজবাজার বিধানসভার ২০৪,২০৬ ও ২৬৭ নম্বর বুথ এই স্কুলে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবার এই তিনটি বুথকে আদর্শ ভোট গ্রহণ কেন্দ্র করা হয়েছে।
আদর্শ ভোট গ্রহণ কেন্দ্রে মনোরম পরিবেশের মধ্যে ভোট দিতে পেরে খুশি ভোটারেরা।খোলা আকাশের নিচে নয়, এখানে ভোটাররা ছাউনির মধ্যে লাইনে দাঁড়াচ্ছেন।তীব্র গরমের দাবদাহ থেকে বাঁচতে রয়েছে ফ্যান।
আদর্শ ভোট গ্রহণ কেন্দ্রে মনোরম পরিবেশের মধ্যে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। খোলা আকাশের নিচে নয়, এখানে ভোটাররা ছাউনির মধ্যে লাইনে দাঁড়াচ্ছেন। তীব্র গরমের দাবদাহ থেকে বাঁচতে রয়েছে ফ্যান।