Lok Sabha Elections 2024: তৃণমূলের ইশতেহারকে ‘ঠাকুমার ঝুলি’ বলে কটাক্ষ! বিস্ফোরক মন্তব্য বিমান বসুর

কলকাতা: রাজ্যের শাসকদলের পরের দিন ইশতেহার প্রকাশ করল রাজ্য বামফ্রন্ট। ১৮ এপ্রিল আলিমুদ্দিন স্ট্রিটে ইস্তেহার প্রকাশ করা হয়। আর এই কর্মসূচিতেই তৃণমূলকে একহাত নিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। একই সঙ্গে তৃণমূলের ইশতেহারকে ‘ঠাকুমার ঝুলি’ বলেও কটাক্ষ করেন তিনি। এদিন তিনি বলেন, “১০৩ পাতার ইস্তেহার। তৃণমূলের ইস্তেহার রাজনৈতিক ঠাকুমার ঝুলি। এটাতে অদ্ভুত কথা বলা হয়েছে। প্রথম পাতায় বলা হয়েছে। তৃণমূলের গর্জন বিরোধীদের বিসর্জন। এটার কোনও মানে হয়?”

তৃণমূলের ইশতেহারে বলা হয়েছে, “দেশ ও দেশবাসীর সামগ্রিক উন্নতি, অগ্রগতি এবং সমৃদ্ধির নিশ্চয়তার শপথ নিয়ে আমাদের সমর্থনের ভিত্তিতে সরকার গঠিত হলে কীভাবে আবারও ভারতবর্ষকে শ্রেষ্ঠত্ব অর্জনের পথে এগিয়ে নিয়ে যাওয়া হবে, সেই দিশা দেখিয়েছে ইশতেহার। সঙ্গে রয়েছে ১৫ দফার পরিকল্পনা। যা বাস্তবায়িত করা হলে প্রত্যেক ভারতীয়ের সামাজিক, অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত হবে।”

আরও পড়ুন: খবরদার! বাড়ির ‘এই’ ৫ জায়গায় একদম রাখবেন না তুলসী গাছ…সর্বস্বান্ত হয়ে যাবেন, কাঙাল করে দেবে এই ছোট্ট ভুল

যা নিয়েও তীব্র কটাক্ষ করেছেন বিমান বসু। বলেছেন, “নির্বাচনী ইশতেহার-দিদির শপথ মানে কি? নির্বাচনটা ভারতের। রাজ্যের না। নির্বাচনটা লোকসভার। এটা দেখলে মনে হয় রাজ্যের নির্বাচন। সারা দেশের নির্বাচন নয়।” জোট শরিক প্রসঙ্গে বিমানের বক্তব্য, “আমরা ইন্ডিয়া জোটের শরিক হয়ে কংগ্রেসকে নিয়ে লড়াই করছি। তৃণমূল তো ৪২ টা আসনেই প্রার্থী দিয়েছে।”

কেন্দ্র ও রাজ্যের শাসকদলকে এদিন একধিকবার বিভিন্ন ইস্যুতে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বিমান বসু। তিনি বলেন, ‘‘বিজেপি মনুবাদী। তাই দলিতদের উপর ক্রমাগত আক্রমণ বেড়েছে। আরও বাড়বে। দলিত আদিবাসী মহিলাদের অগ্রগতির পথে বাধা বিজেপির মনুবাদী দর্শন। দেশের বৃহত্তম দুর্নীতি ইলেক্ট্ররাল বন্ড। হাজার হাজার কোটি টাকা ব্যবহার করা হয়েছে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য। এটা বৃহত্তম দুর্নীতি। দেশের অর্থমন্ত্রীর স্বামীও তাই বলেছেন। বিজেপি রাঘব বোয়াল এই দুর্নীতিতে প্রথম। তার সহযোগী এ রাজ্যের তৃণমূলও কম যায় না। দুর্নীতির হাব তৈরি করেছে। একটা হাব তৈরিতেই সফল। এরকম পরিস্থিতিতে বামপন্থীরাই একমাত্র বিকল্প।’’

আরও পড়ুন: ৪৫-এ পুড়ছে পানাগড়! কলকাতা ৪১…দক্ষিণবঙ্গজুড়ে তাপপ্রবাহ, বৃষ্টি কবে হবে? জানাল আলিপুর

বিমানবাবু বলেন, ‘‘বামপন্থীদের সংসদে সংখ্যা বাড়াতে জনগণের স্বর তুলে ধরতে বামপন্থীদের নির্বাচিত করুন। আরএসএস একটা সামাজিক সংগঠন। তারা বিজেপি তৈরি করে। কংগ্রেস ভেঙে তারাই তৃণমূল কংগ্রেস তৈরি করেছে। বিজেপি তৃণমূল একসঙ্গে মিছিল করেছে। আলাদা আলাদা করেও মিছিল করেছে। হাইকোর্টের নির্দেশ থাকা সত্বেও অস্ত্র নিয়ে মিছিল করেছে।’’