Lok Sabha Elections 2024: উত্তরের পরে এবার দক্ষিণবঙ্গে কড়া নজর মমতার! তৃতীয় দফার আগে টানা ১৫টি জনসভা-রোড শো, কোন কোন জেলায়?

কলকাতা: উত্তরবঙ্গে টানা প্রচার শেষ৷ এবার দক্ষিণবঙ্গের দিকে নজর মমতার৷ তৃণমূল সূত্রের খবর, মালদহ, মুর্শিদাবাদ প্রচার শেষ করে এবার টানা দক্ষিণবঙ্গে প্রচার সারবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা গিয়েছে, এই পর্বে মোট ১০ টি লোকসভা কেন্দ্রে প্রচার চালাবেন তিনি৷ এ জন্য ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে কর্মসূচি৷

তৃণমূল সূত্রের খবর, আগামী ২ মে থেকে ৮ মে পর্যন্ত মোট ১৫টি জনসভা ও রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিনে দু’টোর বদলে এবার দিনে তিনটে করে কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের।

আরও পড়ুন: মে মাসের শুরুতেই মোদি-মমতার জোড়া সভা! তৃতীয় দফার আগে উত্তাপ বাড়ছে বর্ধমানে

১ মে মুর্শিদাবাদ জেলায় প্রচার শেষ করে ২ মে থেকে টানা দক্ষিণবঙ্গে প্রচার করবেন তিনি। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অধীনে তেহট্ট থেকে ২ মে থেকে প্রচার শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মহুয়া মৈত্রের সমর্থনে ২ মে থেকে ফের সভা করবেন তৃণমূলনেত্রী৷।

আরও পড়ুন: সাগর থেকে ঢুকবে জলীয় বাষ্প…সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি! কবে? দিনক্ষণ জানিয়ে দিল আলিপুর, জেনে নিন আবহাওয়ার লেটেস্ট আপডেট

কৃষ্ণনগর,বর্ধমান পূর্ব, রানাঘাট, বীরভূম, বোলপুর, বর্ধমান-দুর্গাপুর,পুরুলিয়া, বিষ্ণুপুর, আরামবাগ, হুগলি নিয়ে ১০টি লোকসভা কেন্দ্রের জন্য ১৫টি সভা ও রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।