বাসন্তী হাইওয়েতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ৷

Sandeshkhali tension: শেষ দফার ভোটে উত্তপ্ত সন্দেশখালি, জ্বলল আগুন! বিজেপি-বাহিনী সংঘর্ষ, ইটবৃষ্টি

সন্দেশখালি: শেষ দফার ভোটে চরম উত্তেজনা বসিরহাটের সন্দেশখালিতে৷ বিজেপি কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়াকে কেন্দ্র করে দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ালেন গ্রামবাসীরা৷ পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে ছোড়া হল ইট, পাথর৷ পাল্টা লাঠি নিয়ে তেড়ে গেল বাহিনীও৷ গ্রেফতার হওয়া বিজেপি কর্মীদের মুক্তির দাবিতে বাসন্তী হাইওয়েও অবরোধ করেছেন বিক্ষোভকারীরা৷ ঘটনাস্থলে পৌঁছেছেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র৷

সপ্তম দফার নির্বাচনে প্রথম থেকেই নজরে ছিল গত কয়েকমাস ধরে উত্তপ্ত হয়ে থাকা সন্দেশখালি৷ শান্তিপূর্ণ ভোটের জন্য সেখানে পর্যাপ্ত বাহিনীও রেখেছিল নির্বাচন কমিশন৷ তা সত্ত্বেও এ দিন দুপুরের পর থেকে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালির বয়ারমারি এলাকা৷ অভিযোগ, চঞ্চল খাটুয়া নামে এক বিজেপি কর্মী ভোট দিতে যাওয়ার সময় তৃণমূল কর্মীদের বুথ দখল করতে দেখে প্রতিবাদ করেন৷ তখনই তাঁকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয়৷

আরও পড়ুন: ‘২০১৯-এর থেকে ভাল ফল করবে তৃণমূল…’ শেষ দফায় ভোট দিয়ে আশাবাদী অভিষেক বন্দ্যোপাধ্যায়

এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় জড়ো হতে থাকেন বিজেপির কর্মী সমর্থকরা৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী৷ তাদেরকে ঘিরেও শুরু হয় জোর বিক্ষোভ৷ পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে ইট ছুড়তে থাকেন বিক্ষোভকারীরা৷ পাল্টা তেড়ে যায় বাহিনীও৷ বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থককে গ্রেফতারও করা হয়৷

এর পরেই ধৃত দলীয় কর্মীদের মুক্তির দাবিতে পথ অবরোধ শুরু করেন বিজেপি কর্মীরা৷ ঘটনাস্থলে ছিলেন বিজেপি প্রার্থী রেখা পাত্রও৷ বাসন্তী হাইওয়ের উপরে আগুন জ্বালিয়ে চলতে থাকে বিক্ষোভ৷ পুলিশ এবং সিআরপিএফের আধিকারিকরা বিক্ষোভকারীদের বোঝাতে গেলেও অবরোধ তুলতে চাননি গ্রামবাসীরা৷ ফলে বাসন্তী হাইওয়ের মতো গুরুত্বপূর্ণ রাস্তায় আটকে পড়ে যানবাহন৷ শেষ খবর পাওয়া পর্যন্ত, পুলিশের আশ্বাসেও অবরোধ তুলতে রাজি হননি গ্রামবাসীরা৷ বরং পুলিশের সঙ্গে বচসায় জড়ান তাঁরা৷ সন্দেশখালির এই ঘটনায় উদ্বিগ্ন নির্বাচন কমিশনও৷ ঘটনায় প্রশাসনের থেকে অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন৷

Julfikar Mollah