অভিনয়ের মাধ্যমে প্রচার জেলায় দারুণ সাড়া ফেলেছে

Lok Sabha Elections 2024: প্রচারেই পদ্ম-কে মাত দিচ্ছে ঘাসফুল! এমন এক পথ খুঁজল তৃণমূল, চমকে উঠছে আমজনতাও

হাওড়া: রাস্তা জনবহুল স্থানে অভিনয়ের মাধ্যমে প্রচার। এই প্রচার দারুণ ভাবে মন কেড়েছে আমজনতার। তৃণমূলের শক্ত ঘাঁটি বলেই পরিচিত হাওড়া জেলার উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র। গতবারের ব্যবধান ছিল ২ লাখেরও বেশি। এবার এই কেন্দ্রে মার্জিন বাড়ানোই লক্ষ্য তৃণমূলের।

রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুলতান আহমেদের পত্নী সাজদা আহমেদ এবারও এই কেন্দ্র থেকে লড়ছেন। আর এই উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে অভিনব উপায়ে প্রচার সারল তৃণমূল কংগ্রেস। উলুবেড়িয়া লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাজদা আহমেদের সমর্থনে বাগনানের বিভিন্ন জায়গায় বাগনানের বিধায়ক অরুনাভ সেন-এর নির্দেশে বাগনান রেপার্টরি থিয়েটার গ্রুপ ‘এগিয়ে বাংলা’ নামক পথনাটিকার মাধ্যমে বাগনানের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার চালাচ্ছে।

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকের রেজাল্টে বিপুল পরিবর্তন! মেধাতালিকায় নতুন করে চমক! জীবন বদলে গেল ১২ পড়ুয়ার

তাতে অভিনয় করছেন সবুজ বটব্যাল, সমরেশ নন্দী, শ্রদ্ধাঞ্জলি মাইতি, সুমন বন্দ্যোপাধ্যায় ও সুতপা বন্দ্যোপাধ্যায়রা। শুধু পথনাটিকাই নয়, পথচলতি মানুষের নজর কাড়তে, পথেই চলছে অভিনয়। ভোট প্রচারে দেওয়াল লিখন, ব্যানার, পোস্টার পথসভা, মিছিল-এর পাশাপাশি রাস্তাতেই তৃণমূল সরকারের নানা প্রকল্প অভিনয় করে প্রচার করা হচ্ছে। বাগনান কেন্দ্রে পাঁচ-ছয় জন পুরুষ-মহিলা মিলে সরকারি বিভিন্ন প্রকল্পেকে সামনে রেখে অভিনয়ের মাধ্যমে চালাচ্ছে প্রচার।

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকের পর ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হবেন? পশ্চিমবঙ্গের সেরা কলেজগুলির তালিকা রইল এখানে

লক্ষ্মীর ভাণ্ডার হাতে নিয়ে দেবী লক্ষ্মীর সাজে এবং একাধিক প্রকল্পের লেখা সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে বাড়ি বাড়ি প্রচার করে জনসংযোগ কর্মসূচি চলছে প্রার্থী সাজদা আহমেদের সমর্থনে। বাড়ির দরজায় ভাণ্ডার হাতে জীবন্ত লক্ষ্মীকে দেখে অনেকেই আপ্লুত। আর এই নানা প্রকল্পের অভিনয়ের মাধ্যমেই মানুষকে তৃণমূল সরকারের নানা জনকল্যাণ কর্মসূচির মাধ্যমে বার্তা দেওয়ার চেষ্টা চলছে। এই প্রচারে দারুণ সাড়া মিলছে বলে জানা গিয়েছে। অভিনয় দেখে মানুষ চলতি পথে কিছুক্ষণ দাঁড়িয়েও পড়ছেন।

রাকেশ মাইতি