Lok Sabha Elections 2024: অভিষেকের নির্দেশ মতো প্রস্তুত কোচবিহার! গণনার আগে জরুরি বৈঠক নেতৃত্বের, এজেন্টদের রাখা হল হোটেলে

কোচবিহার: তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছেন৷ ৪ জুন অর্থাৎ, ভোটগণনার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ নেত্রী তো বটেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বৈঠক করে দলীয় নেতাকর্মীদের কাউন্টিংয়ের দিন সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন৷

পশ্চিমবঙ্গ নির্বাচন ফলাফল ২০২৪, লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

সোমবার থেকেই সেই মতো পরিকল্পনা গ্রহণ করলেন কোচবিহারের তৃণমূল নেতৃত্ব৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশমতো গণনার আগের রাতেই কোচবিহার শহরে সমস্ত পোলিং এজেন্ট সহ তৃণমূলের নেতৃত্ববৃন্দ। উদয়ন গুহ, রবীন্দ্রনাথ ঘোষের তত্ত্বাবধানে শেষ মুহূর্তে হল মিটিং।

সূত্রের খবর, এদিন কোচবিহারের জেলা তৃণমূল কার্যালয়েই এই বৈঠক হয়৷ সমস্ত এজেন্টদের এদিন নির্দিষ্ট হোটেলে রাখার সিদ্ধান্তও স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে৷

আরও পড়ুন: ভোট পড়েছে কম! রাজ্যের দুই কেন্দ্রে দেখা গেল অদ্ভুত ছবি, ব্যাখ্যা দিল কমিশন

বৈঠকে নেতাকর্মীদের জানিয়ে দেওয়া হল, ফলাফলের শেষ পর্যন্ত থাকতে হবে। কোচবিহার পুনরুদ্ধারের ব্যাপারে আশাবাদী তৃণমূলের দুই নেতা।

দলীয় কর্মীদের উদ্দেশ্যে উদয়নের বার্তা, ‘‘আমরা আইন-শৃঙ্খলা বজায় রাখবো। আমাদের কেউ আগে আঘাত করলে তখন পাল্টা। আমরা আগে কিছুই করব না৷’’

গত রবিবারই ভোটগণনার কৌশল নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ বৈঠকে ৪২টি লোকসভা আসনের প্রার্থী, জেলা সভাপতি এবং গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন৷

আরও পড়ুন: গণনাকেন্দ্রে সাদা পোশাকে পুলিশ! শুভেন্দুর অভিযোগের পরে কড়া সিদ্ধান্ত কমিশনের

সূত্রের খবর, সেই বৈঠকেই অভিষেক ৪২টি কেন্দ্রে পর্যবেক্ষক নিয়োগ করেন৷ তাঁদের দায়িত্বও বুঝিয়ে দেন। জানানো হয়, গণনার জন্য এজেন্টদের ফর্ম ফিলআপ করানো, শিট তৈরি করে দেওয়ার মতো টেকনিক্যাল কাজ দেখভাল করতে হবে তাঁদের। পাশাপাশি, পর্যবেক্ষকদের নিশ্চিত করতে হবে, গণনাকেন্দ্রে তৃণমূলের প্রার্থী এবং এজেন্টরা যাতে শেষ পর্যন্ত থাকেন।