Lok Sabha Elections 2024: ভোট পড়েছে কম! রাজ্যের দুই কেন্দ্রে দেখা গেল অদ্ভুত ছবি, ব্যাখ্যা দিল কমিশন

কলকাতা: লোকসভায় বেশি ভোট, বিধানসভার উপ নির্বাচনে কম! এমনই ঘটনা রাজ্যের দুই বিধানসভা কেন্দ্র মুর্শিদাবাদের ভগবানগোলা ও দমদমের বরানগরে। সামনে এল পরিসংখ্যান৷

পশ্চিমবঙ্গ নির্বাচন ফলাফল ২০২৪, লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

মুর্শিদাবাদ লোকসভা আসনের জন্য ভগবানগোলা বিধানসভা আসনে ভোট পড়েছে ৮০.২৬ শতাংশ, অথচ এই কেন্দ্রের উপনির্বাচনে এর জন্য ভোট পড়ল ৮০.০৭ শতাংশ। ভোটের তারতম্য ০.১৯ শতাংশ।

আরও পড়ুন: গণনাকেন্দ্রে সাদা পোশাকে পুলিশ! শুভেন্দুর অভিযোগের পরে কড়া সিদ্ধান্ত কমিশনের

অন্যদিকে, দমদম লোকসভা কেন্দ্রের অধীনে বরানগর কেন্দ্রে ভোট পড়েছে ৭৩.২৩ শতাংশ, অথচ এই কেন্দ্রের উপনির্বাচনে ভোট পড়েছে ৭৩.১৮ শতাংশ। ভোটের তারতম্য ০.০৫ শতাংশ।

একই ভোটারের একসঙ্গে লোকসভা ও বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট দেওয়ার কথা। তা সত্ত্বেও এই তারতম্য কেন?

আরও পড়ুন: গণনায় কারচুপি হতে পারে, নির্বাচন কমিশনের কাছে আগাম আশঙ্কা প্রকাশ বিজেপির

নির্বাচন কমিশন সূত্রের খবর, কেউ যদি একটি ইভিএম-এ ভোট দিয়ে বেরিয়ে যায় তাঁকে তো জোর করা যায় না। এটি ভোটার এর ইচ্ছার উপর নির্ভর করে। সেই কারণে ভোটদানের হারে এই তারতম্য বলে মনে করা হচ্ছে৷