Lok sabha Elections 2024: ‘কাল উনি কী গান গাইবেন শুনব’, কার উদ্দেশ্যে এই কথা বললেন তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার?

দক্ষিণবঙ্গ: ‘‘কালকেও গানটা যেন উনি করেন সেটাই দেখতে চাই। শুধু তাই নয়, কী গান গাইবেন তাও শুনব।’’ গণনার আগের দিন বর্ধমানে এই মন্তব্য করলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শর্মিলা সরকার।

পশ্চিমবঙ্গ নির্বাচন ফলাফল ২০২৪ , লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

নির্বাচন রেজাল্ট ২০২৪ , লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় এদিন কালনার অস্থায়ী বাসভবনে গানের মাধ্যমে বিজেপি ও মোদি বন্দনা করেছেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকার। সেই সঙ্গে নিজের জয়ের কথাও বলেছেন তিনি। সেই প্রসঙ্গ সামনে আনা হলে এই মন্তব্য করেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী। তিনি বলেন, ‘‘আগে উনি আমাকে নিয়ে গান লিখে গেয়েছেন। আজও গান গেয়েছেন শুনলাম। তাই আগামিকাল গণনার পর তিনি কী গান গাইবেন, তা শোনার অপেক্ষায় রয়েছি।’’

আরও পড়ুন: মালদহে দু’টি লোকসভার ভোটগণনা ঘিরে প্রস্তুতি চূড়ান্ত, নিরাপত্তায় বাড়তি জোর প্রশাসনের

মঙ্গলবার দুপুরের পর অনেকটাই পরিষ্কার হয়ে যাবে কে জিতছেন কোন আসনে। দেড় দু’মাস ধরে মানুষের মন পেতে চেষ্টার কোনও কসুর করেননি কোনও পক্ষই। ভোটের দিন বুথে বুথে চরকি পাক দিয়েছেন প্রার্থীরা। এরপর মঙ্গলবার ভোট গণনা। কে হাসিমুখে সংসদে যাবেন আর কে পরাজয়ের গ্লানি মাথায় নিয়ে হারিয়ে যাবেন সেটা নির্ধারিত হয়ে যাবে।

স্বাভাবিকভাবেই গণনার আগে একটা টেনশন চাপা উত্তেজনা কাজ করে সব প্রার্থীর মধ্যেই। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শর্মিলা সরকার বলেন, ‘‘আমার তেমন টেনশন হচ্ছে না। কর্মীদের সঙ্গে সময় কাটাচ্ছি। সকাল সকাল গণনাকেন্দ্রে যাব। জয়ের ব্যাপারে কোনও সন্দেহ নেই। শুধু মার্জিনটা কত হবে, সেটা আরও বাড়বে কি না তা নিয়ে চিন্তা করছি।’’

বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের ভোট গণনা হবে বর্ধমানের সাধনপুর পলিটেকনিক কলেজে। সেই গণনা উপলক্ষে কালনা থেকে বর্ধমান এসেছেন বিজেপি প্রার্থী অসীম সরকার। তৃণমূল কংগ্রেস প্রার্থী শর্মিলা সরকারও উপস্থিত বর্ধমানে। সকালে তিনি কলকাতায় ছিলেন। দুপুরের পর সেখান থেকে বর্ধমানের উদ্দেশ্যে রওনা দেন তৃণমূল কংগ্রেসের এই চিকিৎসক প্রার্থী। বর্ধমানে তিনি তাঁর দিদির বাড়িতে রয়েছেন। সেখান থেকে কালনা গেটের কাছে একটি অনুষ্ঠান ভবনে যান তিনি। সেখানে গণনায় দেখভালের দায়িত্বে থাকা কর্মীদের সঙ্গে বৈঠক করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শর্মিলা সরকার।