২০২৪ লোকসভা নির্বাচনের বিজয়ী তালিকা

Lok Sabha Elections 2024 Winners’ List: মোদি থেকে রাহুল, ‘হেভিওয়েটস’ থেকে ‘নতুন মুখ’! ২০২৪ লোকসভা নির্বাচনে বিজয়ী কারা? একনজরে দেখে নিন তালিকা

নয়াদিল্লি : দেশে তৃতীয় বারের জন্য সরকার গঠনের পথে ভারতীয় জনতা পার্টি-র (বিজেপি) নেতৃত্বাধীন এনডিএ জোট। ক্ষমতাসীন বিজেপির জন্য নিঃসন্দেহে একটি বড় ধাক্কা হয়ে থেকে যাবে ২০২৪। উত্তর প্রদেশ, হরিয়ানা, রাজস্থানে তার শক্তিশালী ঘাঁটিগুলিতে ব্যাপক হারে পর্যুদস্ত এনডিএ জোট। যদিও এই এনডিএ জোটই এবারেও প্রায় ২৯০ আসন নিয়ে সরকার গঠন করবে বলেই আশা করা হচ্ছে।

ওড়িশা, তেলেঙ্গানা এবং কেরলে উল্লেখযোগ্য ফল সত্ত্বেও বিজেপি একাই সংখ্যাগরিষ্ঠতার পেতে ব্যর্থ। হিন্দি বলয়ে অপ্রত্যাশিত ক্ষতি তার অন্যতম কারণ বলেই মনে করা হচ্ছে। এদিকে, প্রতিদ্বন্দ্বী ইন্ডিয়া জোট উল্লেখযোগ্য ভাল ফল করে জ্বলজ্বল করছে পারফর্মেন্সের নিরিখে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি নিজেরাই ৩০৩টি আসন পেয়েছিল, যেখানে এনডিএ ৩৫০ টিরও বেশি আসন পেয়েছিল৷ তারই জেরেই সম্ভবত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির “৪০০-পার” ভবিষ্যদ্বাণী যা ভোটবাক্সে এসে ম্যাজিক ফিগার থেকেও অনেকটাই পিছিয়ে ধরাশায়ী। অন্যদিকে এনডিএ-র জন্য বিরাট সংখ্যাগরিষ্ঠতার পূর্বাভাস দেওয়া এক্সিট পোল-ও আদতে ফ্লপ শো প্রতিপর্ণ হয়েছে প্রকৃত ফলাফলে।

আর তাই এবারের লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখতে বিজেপিকে তার সহযোগীদের উপর বহুল অংশেই নির্ভর করতে হবে। বিশেষ করে কি ফ্যাক্টর হয়ে উঠেছে তেলেগু দেশম পার্টি, জনতা দল (ইউনাইটেড), এবং একনাথ শিন্ডের শিবসেনা। চলুন একনজরে দেখে নেওয়া যাক লোকসভা নির্বাচনের ২০২৪-এর মোটের উপর পূর্ণাঙ্গ ফলাফল:

ত্রিপুরা নির্বাচনের ফলাফল: তীপ্রামোথার প্রদ্যোত দেববর্মার বোন, বিজেপির কৃতি দেবী দেববর্মন, ত্রিপুরা পূর্ব লোকসভা আসনে ৪.৮৬ লক্ষ ভোটে জয়ী হয়েছেন।
হাভেরি নির্বাচনের ফলাফল: প্রাক্তন রাজ্যের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই হাভেরি আসন থেকে 43,৫১৩টি আসনে জয়ী হয়েছেন।
ধারওয়াড় নির্বাচনের ফলাফল: কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী ধারওয়াদ থেকে ৭১,৬২৩১ আসনে জয়ী হয়েছেন।
ব্যাঙ্গালোর উত্তর নির্বাচনের ফলাফল: কেন্দ্রীয় মন্ত্রী শোভা করন্দলাজে বেঙ্গালুরু উত্তর থেকে ২ ,৫৯,৪৭৬টি আসনে জয়ী হয়েছেন।
শিমোগা নির্বাচনের ফলাফল: বিএস ইয়েদিউরপ্পার ছেলে বিওয়াই রাঘবেন্দ্র শিমোগা থেকে ২৪,৩৭১৫টি আসনে জয়ী হয়েছেন।
বেঙ্গালুর দক্ষিণ নির্বাচনের ফলাফল: বিজেপির তাজস্বী সূর্য বেঙ্গালুরু দক্ষিণ থেকে ২,৭৭,০৮৩টি আসনে জয়ী হয়েছেন।
বিদিশা নির্বাচনের ফলাফল: বিজেপি নেতা এবং মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ৮,২১,৪০৮ ভোটে জয়লাভ করেছেন।
কাদাপা নির্বাচনের ফলাফল: ওয়াইএস শর্মিলা রেড্ডি, রাজ্য কংগ্রেস সভাপতি এবং মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডির বোন, কাদাপা আসনে হেরেছেন৷ খুড়তুতো ভাই ওয়াইএসআরসিপি প্রার্থী ওয়াইএস অবিনাশ রেড্ডি ৬২,৬৯৫ ভোটে জয়ী হয়েছেন।

রায়বরেলি নির্বাচনের ফলাফল: প্রতিদ্বন্দ্বী দীনেশ প্রতাপ সিং-কে বিরাট মার্জিনে হারিয়ে জয়ী হলেন রাহুল গান্ধি৷ ২০১৯ সালে এই দীনেশ প্রতাপ সিংকে ১ লক্ষ ৬৭ হাজার ১৭৮ ভোটে হারিয়েছিলেন সনিয়া৷ রাহুল গান্ধি সেই মার্জিনও ছাপিয়ে গড়লেন রেকর্ড৷ জয়ী হলেন প্রায় ৪ লক্ষেরও বেশি ভোটে৷

আমেঠি নির্বাচনের ফলাফল: কংগ্রেসের কিশোরী লাল শর্মা বিজেপির স্মৃতি ইরানির বিরুদ্ধে ১,৬৭,১৯৬ ভোটে জয়ী হয়েছেন।
হাসান নির্বাচনের ফলাফল: স্থগিত। জেডি(এস) সাংসদ প্রজওয়াল রেভান্না, সম্প্রতি যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন এবং পুলিশ হেফাজতে রয়েছেন, ব্যবধানে হেরে গেছেন ৪২,৬৪৯ ভোট।
জয়পুর নির্বাচনের ফলাফল: বিজেপির মঞ্জু শর্মা জয়পুর আসনে কংগ্রেস প্রার্থী এবং প্রাক্তন মন্ত্রী প্রতাপ সিং খাচারিয়াওয়াসের বিরুদ্ধে ৩,৩১,৭৬৭ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন
জলন্ধর নির্বাচনের ফলাফল: পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কংগ্রেস প্রার্থী চরণজিৎ সিং চান্নি জলন্ধর লোকসভা আসন থেকে জয়ী হয়েছেন, বিজেপি প্রার্থী সুশীল কুমার রিংকুকে ১,৭৫,৯৯৩ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন৷
বিকানের নির্বাচনের ফলাফল: কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি নেতা অর্জুন রাম মেঘওয়াল রাজস্থানের বিকানের থেকে ৫,৬৬,৭৩৭ ভোটে জয়ী হয়েছেন।

আরও পড়ুন: ৭ লক্ষেরও বেশি ব্যবধান! ডায়মন্ড হারবারে রেকর্ড ভোটে জয়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গ নির্বাচনের ফলাফল:

বহরমপুর নির্বাচনের ফলাফল: টিএমসির ইউসুফ পাঠান কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে ৮৫,০২২ ভোটে জয়ী হয়েছেন।
বালুরঘাট নির্বাচনের ফলাফল: বিজেপির সুকান্ত মজুমদার ১০,৩৮৬ ভোটে এগিয়ে জয়ী।
বনগাঁও নির্বাচনের ফলাফল: TMC -র বিশ্বজিৎ দাস বিজেপির শান্তনু ঠাকুরের কাছে হেরেছেন।
বসিরহাট নির্বাচনের ফলাফল: টিএমসির হাজি নুরুল ইসলাম বিজেপির রেখা পাত্রের চেয়ে ৩,৩৩,৫৪৭ ভোটে জয়ী হয়েছেন।
বীরভূম নির্বাচনের ফলাফল: TMC থেকে শতাব্দী রায় বিজেপির দেবতানু ভট্টাচার্যকে ১,৯৭,৬৫০ ভোটে হারিয়েছেন৷
কোচবিহার নির্বাচনের ফলাফল: বিজেপির নিশীথ প্রামাণিক ৩৯,২৫০ ভোটে হেরেছেন।
দার্জিলিং নির্বাচনের ফলাফল: বিজেপির রাজু বিস্তা ১,৭৮,৫২৫টি আসনে জয়ী হয়েছেন।
ডায়মন্ড হারবার নির্বাচনের ফলাফল: তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির অভিজিৎ দাসকে ৭১,০৯,৩০ ভোটে জিতেছেন৷

আরও পড়ুন: তৃণমূলের নতুন মুখের জয়-জয়কার লোকসভায়! কারা কারা আছেন তালিকায়? দেখুন লিস্ট

বারামতি নির্বাচনের ফলাফল: সুপ্রিয়া সুলে তার লিড বাড়িয়েছেন ৪৮,০০০ ভোটে
রাজনান্দগাঁও নির্বাচনের ফলাফল: ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল বিজেপির সন্তোষ পাণ্ডের কাছে ৪৪,৪১১ ভোটে হেরেছেন৷

➤ বর্ধমান নির্বাচনের ফলাফল: দিলীপ ঘোষ দুর্গাপুর বর্ধমানে ১,৩৭,৯৮১ ভোটে হেরেছেন তৃণমূলের কীর্তি আজাদের কাছে।
➤ জয়পুর নির্বাচনের ফলাফল: জয়পুর লোকসভা আসন থেকে বিজেপি প্রার্থী মঞ্জু শর্মা জয়ী; ৩,৩১,৭৬৭ ভোটের ব্যবধানে কংগ্রেস প্রার্থী প্রতাপ সিং খাচারিয়াওয়াসকে পরাজিত করেছেন৷
➤ বারামুল্লাহ নির্বাচনের ফলাফল: ওমর আবদুল্লাহ পরাজয় মেনে নিলেন। উত্তর কাশ্মীরে জয়ের জন্য ইঞ্জিনিয়ার রশিদকে অভিনন্দন।
➤ ধুবরি নির্বাচনের ফলাফল: অসমের ধুবরিতে কংগ্রেস প্রার্থী রাকিবুল হুসেন ১০,১২,৪৭৬ ভোটে জয়ী হয়েছেন।

➤ উত্তরপ্রদেশ নির্বাচনের ফলাফল: বিজেপির কাছে একটি বড় ধাক্কায়, সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট গেরুয়া নেতৃত্বাধীন এনডিএ এ এখানে বড় চ্যালেঞ্জ দিয়েছে। এসপি-র সর্বাধিক সংখ্যক (৩৭) আসন জিতেছে, যেখানে বিজেপি ৩৩টিতে গুটিয়ে গিয়েছে। কংগ্রেস ৬টি আসন জিতেছে। গুজরাত নির্বাচনের ফলাফল:
➤ বারাণসী নির্বাচনের ফলাফল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারাণসী আসনে ১,৫২,৫১৩ ভোটে জয়ী হয়েছেন।
➤ আহমেদাবাদ পূর্ব নির্বাচনের ফলাফল: হাসমুখভাই প্যাটেল (বিজেপি) ৪,৬১,৭৫৫ ভোটে জয়ী হয়েছেন।