Loksabha Election 2024: পঞ্চম দফাতেই বিজেপি ১৮ পার! শমীকের কথায় তোলপাড় বঙ্গ-রাজনীতি… ৪ জুনের আগেই বিজেপির উৎসব?

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা:  সোমবার পঞ্চম দফা ভোট শেষে বড়সড় দাবি করল বঙ্গ বিজেপি। রাজ্য বিজেপির এ রাজ্যের প্রধান মুখপাত্র তথা সাংসদ শমীক ভট্টাচার্য বিজেপির সল্টলেক কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে বললেন,’ ২০১৯ এর নির্বাচনে আমরা ১৮ টি আসন জয়লাভ করেছিলাম। এবার পঞ্চম দফা শেষে সাংগঠনিকভাবে আমাদের কাছে যে রিপোর্ট এসেছে তাতে গতবার লোকসভা ভোটের প্রাপ্ত আসন সংখ্যা ১৮ আমরা ছাড়িয়ে গিয়েছি। আমরা আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যেই এগোচ্ছি।’

লোকসভা নির্বাচনের কয়েক মাস আগে বঙ্গে এসে ৩৫ টি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের প্রচারে যতবারই বঙ্গ সফরে এসেছেন অমিত শাহ ততবারই জোর গলায় বলেছেন ২৪-এর ভোটে বাংলায় ৪২ টি আসনের মধ্যে ৩০ টির বেশি আসন এবার বিজেপি পাবে। সম্প্রতি অসানসোল লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী এস এস আলুওয়ালিয়ার সমর্থনে রানিগঞ্জে রোড শো করার সময় নিউজ এইট্টিন বাংলার মুখোমুখি হয়েও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলা থেকে তিরিশটির বেশি আসন পাবে বিজেপি বলে মন্তব্য করেন।

বলাবাহুল্য, পঞ্চম দফা ভোটে বাংলায় এখনও পর্যন্ত ২৫টি কেন্দ্রের নির্বাচন সম্পন্ন হয়েছে। আর তাতেই ১৮ টি আসনের বেশি বাংলার বিজেপি প্রার্থীরা ইতিমধ্যেই জয়ী হবেন বলে দাবি করল বঙ্গ পদ্ম শিবিরের শীর্ষ নেতৃত্ব। তবে কোন কোন আসনে তাঁদের প্রার্থীরা জয়ী হবেন তা খোলসা করেননি শমীক ভট্টাচার্য। তিনি শুধু বলেন,’ আগামী চার জুন ফলাফল ঘোষণার দিন আমাদের প্রার্থীদের জয়ের হিসেব ২৪ আসনের পর থেকে গোনা শুরু হবে। ৪২ টি আসনের মধ্যে আমাদের শীর্ষ নেতৃত্ব যে টার্গেট দিয়েছেন আমরা সেই লক্ষ্যে পৌঁছবোই।’

এদিকে প্রথম দফা থেকে পঞ্চম দফা নির্বাচন পর্যন্ত দেখা গিয়েছে শাসক দল থেকে শুরু করে বিরোধী কোনও কোনও রাজনৈতিক দল ফল ঘোষণা পর্যন্ত অপেক্ষা না করেই নিজেদের প্রার্থীর জয় নিয়ে আশাবাদী হয়ে বিজয় উৎসবে মেতে উঠেছে। যদিও রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, পঞ্চম দফা শেষে বিজেপির ১৮ আসন পার করার দাবি কিংবা সরকারিভাবে ফল ঘোষণার আগেই কোনও রাজনৈতিক দলের বিজয় উৎসব পালন করা আসলে দলীয় কর্মী সমর্থকদের চাঙ্গা রাখারই কৌশল।