ভোট দিলেন সুজন চক্রবর্তী

 Loksabha Election 2024: সারাদিন ছোটাছুটি, ব্যস্ততা! অন্তিম লগ্নে এসে ভোট দিলেন সুজন চক্রবর্তী

দক্ষিণ ২৪ পরগনা: সারাদিন নিজের কেন্দ্রের ভোট সামলেছেন। তবে ভোটের একদম শেষবেলায় ভোটকেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে হাজির সুজন চক্রবর্তী। দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী ভোটের শেষ বেলায় এসে ভোট দিলেন যাদবপুর লোকসভার কালিকাপুর বাসন্তী দেবী বালিকা বিদ্যালয়ে। ভোট দিয়ে সৃজনের পাশে থাকার বার্তা দিয়েছেন সুজন। দক্ষিণ বিধানসভা কেন্দ্রের কালিকাপুর বাসন্তী দেবী বালিকা বিদ্যালয়ে ভোট দিলেন দমদম লোকসভা কেন্দ্রের বামপ্রার্থী সুজন। তবে সারাদিনের ভোটপর্ব নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে হতাশ তিনি।

নির্বাচন রেজাল্ট ২০২৪, লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

কেন্দ্রীয় বাহিনী নিয়েও ক্ষোভ শোনা গেল সুজনের গলায়। সারা দিনের ভোটের জন্য দমদম লোকসভার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দৌড়ে বেড়িয়েছেন বাম প্রার্থী সুজন চক্রবর্তী। এর মধ্যে নিজের ভোট দেওয়া নিয়ে কিছুটা সংশয় ছিল। তবে কোনও প্রকারের সব কাজ মিটিয়ে ভোট কেন্দ্রে শেষ বেলার শেষ লগ্নে এসে ভোট দিলেন সুজন।

আরও পড়ুন: মসলন্দ মাদুরের নাম শুনেছেন? শিল্পীর প্রতিভা দেখলে চমকে যাবেন

আরও পড়ুন: ঘুরে আসুন বর্ধমানের এই মন্দিরে, মুগ্ধ হবেন আপনিও

নির্বাচনের যে চিত্র সারাদিনব্যাপী উঠে এসেছে সে ব্যাপারে তিনি বলেন, “নির্বাচন কমিশন পুরোপুরিভাবে ব্যর্থ সপ্তম দফা ভোটে। তবে মানুষজন সক্রিয়ভাবে বেরিয়ে এসে ভোট দিয়েছেন।” তাঁর অভিযোগ, এমনও ঘটনা ঘটেছে তিনি নিজে দৌড়ে গিয়ে ফেক ভোটার ধরেছেন তবুও সেখানে রাজ্য পুলিশ দেখতে পাওয়া যায়নি। তবে মোটের উপর মানুষ ভোট দিতে এগিয়ে এসেছেন, সে কথা ফুটে উঠেছে তাঁর কথায়।

সুমন সাহা