Tag Archives: South 24 Pargana news

Accident: এক মুহূর্তে সব শেষ! বাড়ি ফেরা হল না ২ যুবকের, রাস্তায় কাতরাতে-কাতরাতে মৃত্যু

অর্পন মণ্ডল, নরেন্দ্রপুর: বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় মৃত্যু হল দুই বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার অন্তর্গত কামরাবাদ পঞ্চায়েতের খুড়িগাছি আশ্রমের কাছে। মৃত দুই যুবকের নাম সাগর কুমার জানা (২১) ও সুজিত পাত্র (২৩)। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোর সাড়ে তিনটে নাগাদ এই ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, এই দুই যুবক সোনারপুরের দিকে যাচ্ছিল, সেই সময় সোনারপুরের দিক থেকে আসা একটি লরি তাদের বাইকে ধাক্কা মারে। যার ফলে সেখানেই ছিটকে পড়ে যায় ওই দুই যুবক। এরপর স্থানীয়রা নরেন্দ্রপুর থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে ওই দুই যুবককে উদ্ধার করে সোনারপুরের সুভাষগ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা প্রথমে একজনকে মৃত বলে ঘোষণা করে।

আরও পড়ুন: বিয়ের আগেই মেয়েরা পাবেন ২৫ হাজার টাকা! বাংলার এই প্রকল্প নিয়ে বিরাট নির্দেশ রাজ্য সরকারের

আর একজনের চিকিৎসা চলাকালীন মৃত্যু ঘটে বলে হাসপাতাল সূত্রে জানা যায়। তাদের মধ্যে সাগর কুমার জানার বাড়ি মুকুন্দপুর এলাকায়, আর সুজিত পাত্রের বাড়ি নরেন্দ্রপুরের খুড়িগাছি এলাকায়।

ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে তাদের বাইকটি। সোমবার মৃত ওই দুই যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে জানা যায়। তবে যেই লরিটি ধাক্কা মেরে সেখান থেকে পালিয়ে যায়, সেই ঘাতক লরিটির খোঁজেও তল্লাশি শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।

Knowledge: পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা কোনটি বলুন তো? উত্তর জানেন না অনেকেই, আপনি জানেন?

সরকারি হোক আর বেসরকারি চাকরির পরীক্ষা, বর্তমানে যে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষায় জিকে বা সাধারণ জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাই সকল বিষয়ে যতটা সম্ভব নিজেকে প্রস্তুত রাখা ভাল।
সরকারি হোক আর বেসরকারি চাকরির পরীক্ষা, বর্তমানে যে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষায় জিকে বা সাধারণ জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাই সকল বিষয়ে যতটা সম্ভব নিজেকে প্রস্তুত রাখা ভাল।
আজকের এই প্রতিবেদনে তেমন একটি প্রশ্ন নিয়ে আসা হয়েছে। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা কোনটি? কী ভাবছেন? জানেন না? তাহলে আজকের প্রতিবেদনে সেই তথ্যই রইল আপনাদের জন্য।
আজকের এই প্রতিবেদনে তেমন একটি প্রশ্ন নিয়ে আসা হয়েছে। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা কোনটি? কী ভাবছেন? জানেন না? তাহলে আজকের প্রতিবেদনে সেই তথ্যই রইল আপনাদের জন্য।
পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা দক্ষিণ ২৪ পরগনা। ১৯৮৬ সালের ১ মার্চ ২৪ পরগনা জেলাকে উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা এই দুভাগে ভাগ করা হয়। দক্ষিণ ২৪ পরগনা জেলাটি পশ্চিমবঙ্গে কলকাতা শহরের দক্ষিণ দিকের একটি জেলা।
পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা দক্ষিণ ২৪ পরগনা। ১৯৮৬ সালের ১ মার্চ ২৪ পরগনা জেলাকে উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা এই দুভাগে ভাগ করা হয়। দক্ষিণ ২৪ পরগনা জেলাটি পশ্চিমবঙ্গে কলকাতা শহরের দক্ষিণ দিকের একটি জেলা।
আর পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা কলকাতা। এই জেলার আয়তন ২০৮.৬ বর্গকিমি। ২০১১ সালের গণনা অনুযায়ী কলকাতার জনসংখ্যা ৪,৪৯৬,৬৯৪ জন।
আর পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা কলকাতা। এই জেলার আয়তন ২০৮.৬ বর্গকিমি। ২০১১ সালের গণনা অনুযায়ী কলকাতার জনসংখ্যা ৪,৪৯৬,৬৯৪ জন।
পশ্চিমবঙ্গের উত্তরে - ভুটান, সিকিম, উত্তর পশ্চিমে - নেপাল, উত্তর পূর্বে - অসম, দক্ষিণে ওড়িশা, পূর্বদিকে বাংলাদেশ, পশ্চিমে বিহার, ঝাড়খণ্ড, অবস্থান করছে।
পশ্চিমবঙ্গের উত্তরে – ভুটান, সিকিম, উত্তর পশ্চিমে – নেপাল, উত্তর পূর্বে – অসম, দক্ষিণে ওড়িশা, পূর্বদিকে বাংলাদেশ, পশ্চিমে বিহার, ঝাড়খণ্ড, অবস্থান করছে।
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। পশ্চিমবঙ্গ ২০ জুন ১৯৪৭ ভারতের একটি রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়।
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। পশ্চিমবঙ্গ ২০ জুন ১৯৪৭ ভারতের একটি রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়।

 Loksabha Election 2024: সারাদিন ছোটাছুটি, ব্যস্ততা! অন্তিম লগ্নে এসে ভোট দিলেন সুজন চক্রবর্তী

দক্ষিণ ২৪ পরগনা: সারাদিন নিজের কেন্দ্রের ভোট সামলেছেন। তবে ভোটের একদম শেষবেলায় ভোটকেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে হাজির সুজন চক্রবর্তী। দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী ভোটের শেষ বেলায় এসে ভোট দিলেন যাদবপুর লোকসভার কালিকাপুর বাসন্তী দেবী বালিকা বিদ্যালয়ে। ভোট দিয়ে সৃজনের পাশে থাকার বার্তা দিয়েছেন সুজন। দক্ষিণ বিধানসভা কেন্দ্রের কালিকাপুর বাসন্তী দেবী বালিকা বিদ্যালয়ে ভোট দিলেন দমদম লোকসভা কেন্দ্রের বামপ্রার্থী সুজন। তবে সারাদিনের ভোটপর্ব নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে হতাশ তিনি।

নির্বাচন রেজাল্ট ২০২৪, লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

কেন্দ্রীয় বাহিনী নিয়েও ক্ষোভ শোনা গেল সুজনের গলায়। সারা দিনের ভোটের জন্য দমদম লোকসভার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দৌড়ে বেড়িয়েছেন বাম প্রার্থী সুজন চক্রবর্তী। এর মধ্যে নিজের ভোট দেওয়া নিয়ে কিছুটা সংশয় ছিল। তবে কোনও প্রকারের সব কাজ মিটিয়ে ভোট কেন্দ্রে শেষ বেলার শেষ লগ্নে এসে ভোট দিলেন সুজন।

আরও পড়ুন: মসলন্দ মাদুরের নাম শুনেছেন? শিল্পীর প্রতিভা দেখলে চমকে যাবেন

আরও পড়ুন: ঘুরে আসুন বর্ধমানের এই মন্দিরে, মুগ্ধ হবেন আপনিও

নির্বাচনের যে চিত্র সারাদিনব্যাপী উঠে এসেছে সে ব্যাপারে তিনি বলেন, “নির্বাচন কমিশন পুরোপুরিভাবে ব্যর্থ সপ্তম দফা ভোটে। তবে মানুষজন সক্রিয়ভাবে বেরিয়ে এসে ভোট দিয়েছেন।” তাঁর অভিযোগ, এমনও ঘটনা ঘটেছে তিনি নিজে দৌড়ে গিয়ে ফেক ভোটার ধরেছেন তবুও সেখানে রাজ্য পুলিশ দেখতে পাওয়া যায়নি। তবে মোটের উপর মানুষ ভোট দিতে এগিয়ে এসেছেন, সে কথা ফুটে উঠেছে তাঁর কথায়।

সুমন সাহা

South 24 Parganas News: কোথায় ফেলা হয়েছে বাংলাদেশের সাংসদের দেহ? কসাইয়ের সাহা‌য্যে উদ্ধারে সিআইডি

দক্ষিণ ২৪ পরগনা : নিউ টাউনের অভিজাত আবাসনে বাংলাদেশের সাংসদ আনোয়ার উল আজিমের খুনে এবার সামনে এল আরও শিউরে ওঠার মতো তথ্য৷ তদন্তকারী সংস্থা সিআইডি-র দাবি, দেহ লোপাটের আগে মৃত সাংসদের দেহ থেকে চামড়া ছাড়িয়ে নেওয়া হয়৷ এর পর মাংস, হাড় ছোট ছোট টুকরো করে তিনটি প্লাস্টিক ব্যাগে ভরে সম্ভবত ভাঙড়ের পোলেরহাট এলাকায় গিয়ে খালে ফেলে দেওয়া হয়৷ ভাঙড়ের কৃষ্ণমাটি এলাকায় বাংলাদেশেরসাংসদের দেহাংশ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে সিআইডি। অভিযুক্তকে সঙ্গে নিয়ে চলছে তল্লাশি।

গতকাল রাতেও তল্লাশি শুরু করেছিল পুলিশ। কিন্তু জিরানগাছা খালে দেহ টুকরো টুকরো করে ফেলে দেওয়ায় দেহাংশ উদ্ধার করতে পারেনি। এবার ভাঙড়ের পোলেরহাট থানার পুলিশকে সঙ্গে নিয়ে শুরু হয়েছে তল্লাশি অভিযান। ড্রোনের মাধ্যমে নজরদারি করে পুলিশ আধিকারিকেরা। অভিযুক্ত যে জায়গা চিহ্নিতকরণ করেছে সেখানেই খালে ডুবুরি নামিয়ে একদিকে যেমন তল্লাশি অভিযান চালানো হচ্ছে, তারই পাশাপাশি এবার ড্রোন উড়িয়ে নজরদারি শুরু করেছে পুলিশ আধিকারিকেরা।

দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালানোর পরে অভিযুক্তকে নিয়ে গাড়ির ভিতরে বসে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সিআইডি টিম। রাতে তল্লাশি অভিযান চালানোর মতো উপযুক্ত সরঞ্জাম না থাকায় আপাতত তল্লাশি অভিযান বন্ধ করা হয়েছে। সকাল থেকে আবার নতুন করে তল্লাশি অভিযান শুরু হবে।

এই কাজে বাংলাদেশ থেকে জিহাদ নামে এক কসাইকে প্রায় দু মাস আগে ভাড়া করে আনা হয়েছিল৷ ঘটনার দিন, আগে থেকেই ওই ফ্ল্যাটে লুকিয়ে ছিল আততায়ীরা৷ বাংলাদেশের সাংসদ ফ্ল্যাটে ঢুকে বাথরুম থেকে বেরনোর পরই প্রথমে ক্লোরোফর্ম দিয়ে ওই সাংসদকে বেহুঁশ করা হয়৷ এর পরই বালিশ চাপা দিয়ে তাঁকে খুন করা হয়৷ মৃত্যু নিশ্চিত করতে প্রথমে ভারী বস্তু দিয়ে সাংসদের মাথায় আঘাত করে আততায়ীরা৷ তার পর রান্নাঘরে নিয়ে গিয়ে শুরু হয় দেহ লোপাটের প্রস্তুতি৷

Sundarban: গভীর রাতে সুন্দরবনের জঙ্গলে গুলির শব্দ, মিলল বনকর্মীর বীভৎস দেহ! জঙ্গলে যা ঘটল, ভয়ঙ্কর

রায়দিঘি: সুন্দরবনে গুলির লড়াই, চোরাশিকারীদের গুলিতে খুন বনকর্মী। চোরাশিকারীদের হাতে খুন হতে হল বন দফতরের এক কর্মীকে। শনিবার গভীর রাতে বোট নিয়ে জঙ্গল সংলগ্ন নদীতে টহল দেওয়ার সময় হরিণ শিকারীদের মুখোমুখি হন বন কর্মীরা। তখনই দুষ্কৃতীরা গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বন দফতরের ওই কর্মীর। তাঁর মাথায় কুড়ুলের আঘাতের চিহ্নও রয়েছে।

বন দফতর ও পুলিশ সূত্রে খবর, নিহত বনকর্মীর নাম অমলেন্দু হালদার (৫৯)। তিনি রায়দিঘির বাসিন্দা। জানা গিয়েছে, শনিবার রাতে বোট নিয়ে বের হয়েছিলেন অমলেন্দু বাবু। সঙ্গে ছিলেন আরও তিনজন কর্মী ও বোটের ২ কর্মী। সুন্দরবনের বিদ্যা রেঞ্জ অফিসের অধীনে নেতাধোপানি ক্যাম্প এলাকার জঙ্গলে হরিণ শিকারীরা তাঁদের মুখোমুখি পড়ে যায় বলে খবর।

আরও পড়ুন: যেমন স্বাদ-তেমনই গন্ধ, বাঙালির প্রিয় এই চাল পেল বিশ্বের সেরা চালের স্বীকৃতি! কোন চাল জানেন?

তখনই দুপক্ষের মধ্যে ব্যাপক গুলির লড়াই হয়। চোরাশিকারীদের ছোড়া গুলি লাগে অমলেন্দুবাবুর শরীরে। যদিও পরে তাঁকে কোপানো হয় বলেও মনে করা হচ্ছে। কারণ তাঁর মাথায় কুড়ুলের গভীর ক্ষতচিহ্ন রয়েছে। এদিকে বোটে বাকি থাকা আরও ৪ কর্মী ভয়ে নদীতে ঝাঁপ দেয় বলে জানা যায়। মৃত বন কর্মীর দেহ উদ্ধার করে সুন্দরবন কোস্টাল থানায় নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্তে পাঠানো হচ্ছে দেহ।

খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে, দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। বাকি তিনজন বন কর্মীর বয়ান রেকর্ড করা হবে। নজরদারি বাড়ানো হয়েছে সুন্দরবনের নদীতে।

South 24 Parganas News: সীতারামপুরে ওটা লঞ্চঘাট নাকি ভগ্নস্তূপ… চেনা দায়! ১৫ বছর আগের ঘূর্ণিঝড়ের ধ্বংসচিহ্ন আজও…

পাথরপ্রতিমা: সোশ্যাল মিডিয়ার দৌলতে সীতারামপুর সী বিচ এখন পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। কিন্তু সেই সীতারামপুরের লঞ্চঘাটটিকে কি দেখেছেন আপনি? প্রথম দেখাতেই আপনার মনে হতে পারে সেটি কোনও ভগ্নস্তূপ।

ঘূর্ণিঝড় আয়লায় ক্ষতিগ্রস্ত হয়েছিল পাথরপ্রতিমা ব্লকের জি প্লট গ্রাম পঞ্চায়েতের সীতারামপুরের লঞ্চ ঘাট। সেই থেকে আজও একই অবস্থাতে রয়েছে লঞ্চ ঘাটটি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরেই লঞ্চ ঘাটের মেরামত করা হয়নি।

আরও পড়ুন: পাহাড়, সমুদ্র, ধর্মীয়স্থান, কোথায় ঘুরতে বেশি ভাল লাগে? দেশে সফর অভিজ্ঞতা আরও ভাল করতে চান? তবে আজই ভোট দিন

যার ফলে নৌকাতে উঠানামা করতে সমস্যায় পড়তে হচ্ছে সকলের। এমনকি লঞ্চঘাট খারাপ থাকায় বেলা করে সার্ভিস চালু হয়। যে কারণে এই এলাকার বাসিন্দাদের কলকাতা সহ দূরবর্তী এলাকায় পৌঁছাতে অনেক সময় লেগে যায়।

এ বিষয়ে বিভিন্ন দফতরে জানিয়েও কোনও কাজ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। এ নিয়ে পাথরপ্রতিমার বিধায়ক সমীর কুমার জানান, দু’টি প্রস্তাব পাঠানো হয়েছে পরিবহন দফতর ও সুন্দরবন উন্নয়ন পর্ষদে। যার অনুমোদন আগে মিলবে সেটা গৃহীত করা হবে তিনি জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, সকাল ৫টা নাগাদ ওই ঘাটে লঞ্চ দেওয়া যায় নাকি, তা আলোচনা করা হবে। এরপরই সিদ্ধান্ত অনুযায়ী লঞ্চ চালানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তিনি।

নবাব মল্লিক

South 24 Parganas News: মারা যাওয়ার চার বছর পর বার্ধক্যভাতার টাকা তুলছে কে? পরিবারের মারাত্মক অভিযোগ

মন্দিরবাজার: মারা যাওয়ার চার বছর পরও হচ্ছে তোলা হচ্ছে বার্ধক্যভাতার টাকা। কে তুলছে এই টাকা, সেই প্রশ্নই এলাকায় ছড়িয়ে পড়তে চাঞ্চল্য ছড়িয়েছে মন্দিরবাজারের মাধবপুরে। অভিযোগ চার বছর আগেই মৃত্যু হয়েছিল অনুমতি বলদিয়া নামের বছর সত্তরের বৃদ্ধার। কিন্তু আশ্চর্যজনকভাবে এখনও সচল রয়েছে তার ব্যাংকের অ্যাকাউন্ট।

প্রতিমাসে নিয়ম করেই সেই অ্যাকাউন্টে ঢুকছে বার্ধক্য ভাতা। রহস্যজনকভাবে অ্যাকাউন্ট থেকে সেই টাকায় আবার তোলা হচ্ছে। ওই মহিলার পরিবারের লোকজনের অভিযোগ পরিবারের অজান্তে সেই টাকা তুলছে অন্যজন। অনুমতি বলদিয়ার ছেলে সঞ্জীবন বলদিয়ার অভিযোগ, এই বিষয়ে প্রশাসনকে বারবার জানানো হয়েছে। কিন্তু কোনও সুরাহা মেলেনি।

আরও পড়ুন: ঘোরা এবং ফটো শুটের আদর্শ! ছবির মতো সুন্দর এই জায়গা আছে কাছেই? জেনে নিন ঠিকানা

তিনি আরও জানিয়েছেন তাঁর মায়ের নামে ২ টি অ্যাকাউন্টে টাকা ঢুকছে। এ নিয়ে মন্দিরবাজার পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য ও পরিবেশ দফতরের কর্মাধ্যক্ষ মৃত্যুঞ্জয় পাইক বলেন, এটি সম্পূর্ণ বেআইনি। আমাদের কাছে কোনও অভিযোগ এখনও পর্যন্ত আসেনি। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে। এইরকম কাজ সম্পূর্ণ বেআইনি। অভিযুক্তকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।

এ নিয়ে দক্ষিণ ২৪ পরগনার জেলা শাসক সুমিত গুপ্তা জানিয়েছেন, একজন ব্যক্তি কোনও ভাবেই দুটো বার্ধক্য ভাতা পেতে পারেনা। যদি এমন কোনও অভিযোগ সামনে আসে তাহলে অবিলম্বে তার ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে যে মহিলা চার বছর আগে মারা গিয়েছে সেই মহিলার অ‍্যাকাউন্টে চার বছর ধরে বার্ধক্য ভাতা টাকা কিভাবে ঢুকছে। এখন দেখার কবে এই সমস্যার সমাধান হয়।

নবাব মল্লিক

Smokeless Oven: রান্না হবে উনুনেই, ধোঁয়ার ঝামেলা ছাড়াই! ৬০০ পরিবার পাচ্ছে ধোঁয়াবিহীন উনুন

দক্ষিণ ২৪ পরগনা: বাতাসের গুণগাত মান ঠিক রাখতে পরিবেশ দূষণ থেকে রক্ষা পেতে বারুইপুর পশ্চিম বিধানসভায় ধোঁয়াবিহীন উনুন দেওয়া হল ১০টি পঞ্চায়েতের প্রায় ৬০০ পরিবারকে। এই ধোঁয়াবিহীন চুলাতে ৫ থেকে ৬ জনের রান্না হবে।

এই উনুন দু’টি স্তর আছে। জ্বালানীর পরিবর্তন আনতেই এমন চিন্তাভাবনা। এতে ৭০ শতাংশ তাপ বাড়বে। মহিলাদের স্বাস্থ্য নিরাপদ থাকবে। তার পাশাপাশি গ্যাসের মূল্য বৃদ্ধির কারণে বাড়িতে ব্যবহার করার পাশাপাশি ফুটপাতের অনেক দোকানদারই ওভেন ব্যবহার করতে নারাজ । তারা কাঠ কয়লার উনুন ব্যবহার করছে ৷ সেক্ষেত্রে বিকল্প উনুনের সন্ধান করেছে পরিবেশ দফতর।

আরও পড়ুন: ঘোরা এবং ফটো শুটের আদর্শ! ছবির মতো সুন্দর এই জায়গা আছে কাছেই? জেনে নিন ঠিকানা

এই উনুনে অতি সামান্য মাত্রায় ধোয়া বের হবে । এতে বিশেষ কোনও সমস্যা হবে না পরিবেশের । রাজ্য পরিবেশ দফতর সূত্রে খবর, ফুটপাত দোকানিদের এই উনুন দেওয়া হবে। কারণ ওই সমস্ত ফুটপাতের দোকানদার গুলি বেশি কয়লার ব্যবহার হয়। দোকানদাররা অত‍্যন্ত উপকৃত হবেন ৷ এর ফলে তারা যে অভিযোগ করছিলেন, গ্যাসের দাম বৃদ্ধির কারণে আগের দেওয়া উনুন ব্যবহার করতে পারছে না, সেই সমস্যারও সমাধান হবে।

বারুইপুর পশ্চিম বিধানসভার আগে আসানসোলে এই পরিষেবা দেওয়া হয়েছিল। এরপর কলকাতার বিভিন্ন বস্তি এলাকায় মহিলাদের পাশাপাশি ফুটপাতের দোকানদারদেরও এই উনুন দেওয়া হবে।

মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় এই কাজ চালু হয়েছে। মহিলাদের স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। পরবর্তীকালে রাজ্যের অন্য বিধানসভা এলাকায় এই উনুন প্রদান করা হবে।

সুমন সাহা

South Dinajpur News:মর্মান্তিক, জেসিবি দিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে এ কী হল! দেওয়াল চাপা পড়েই সব শেষ

দক্ষিণ দিনাজপুর: ভবন নির্মাণের কাজ করতে গিয়ে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক শ্রমিকের। ঘটনায় চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার ফুলবাড়ী এলাকায়।

জানা গিয়েছে, মৃত শ্রমিকের নাম আমিনুল মিয়া(২৮)। বাড়ি তপন ব্লকের ৩ নং হযরতপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে তা ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

আরও পড়ুন: বঁটি থেকে ছুরি, কাটারি! রোজই কাজে লাগে, কীভাবে তৈরি হয় জানেন? ভিডিও দেখলে চমকে যাবেন

সূত্রের খবর অনুযায়ী, গঙ্গারামপুর থানার ফুলবাড়ী এলাকায় চলছে বিল্ডিং নির্মানের কাজ। এদিন জেসিবি দিয়ে চলছিল মাটি খোঁড়ার কাজ। সেইসময় আমিনুল মিঞা নামে ওই ব্যক্তি মাটি খোঁড়ার কাজের নির্দেশিকা দিচ্ছিলেন। সেইসময় পাশে থাকা একটি দেওয়াল ভেঙে চাপ পরে ব্যক্তি। যার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গঙ্গারামপুর থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী। পরে জেসিবি দিয়ে মাটি খুঁড়ে মৃত ব্যক্তির দেহ উদ্ধার করে পুলিশ। সেখান থেকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে ওই ব্যক্তিকে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয় ফুলবাড়ী এলাকায়। মৃতদেহ উদ্ধার করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ।

সুস্মিতা গোস্বামী

South 24 Parganas News: মর্মান্তিক, বাঘের সঙ্গে খণ্ড যুদ্ধ! কাঁকড়া ধরতে গিয়ে তুমুল লড়াই…সুন্দরবনের জঙ্গলে শেষমেশ যা হল

দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ চব্বিশ পরগনা কুলতলি ব্লকের গায়েনের চক গ্রামের বাসিন্দা শ্রীদাম হালদার বয়স ৪৫ বছর। তিন সঙ্গীকে নিয়ে গভীর জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে প্রান হারান মৎস্যজীবী শ্রীদাম হালদার। শ্রীদাম হালদারের পাঁচ কন্যা সন্তান, স্ত্রী ও অসুস্থ মাকে নিয়ে অভাবের সংসার।

শ্রীদাম-সহ দুই সঙ্গী মিলে কাঁকড়া ধরার টোপ দিয়ে বসে ছিলেন। সেই সময় জঙ্গল থেকে এক লাফে এসে নৌকার মধ্যে পড়ে শ্রীদামের ঘাড়ে কামড় দেয় । অন্য দুই সঙ্গী বাঘের সঙ্গে খণ্ড যুদ্ধ করে শ্রীদাম হালদারকে ছাড়িয়ে নেয়। ততক্ষণে শ্রীদাম প্রাণ হারিয়েছেন ।

আরও পড়ুন: বিয়ে নয় যেন উত্‍সব, একসঙ্গে ১০৫ জোড়া নবদম্পতি! গণ বিবাহ দেখতে উপচে পড়ল ভিড়

সুন্দরবনে বাঘের আক্রমণ মৃত্যু মিছিল অব্যাহত ৪৩ দিনের মধ্যে আবারও বাঘের আক্রমণেমৃত্যু। গত তিন দিন আগে জীবন জীবিকার জন্য ৪ জন প্রদীপ হালদার, হারান মোল্লা সঙ্গী সাথীদের নিয়ে সুন্দরবন জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে গিয়ে সূর্যমনির জঙ্গলে বাঘের আক্রমণ নিহত হয়।

এভাবে বারবার সুন্দরবনের মৎস্যজীবীরা বাঘের আক্রমণে প্রাণ হারাচ্ছে বনদফতরের তরফ থেকে কি কোন রকম খামতি আছে। কিভাবে মৎস্যজীবীরা এই কোর এলাকায় ঢুকে পড়ছে সে নিয়ে উঠছে নানা প্রশ্ন।
এদিকে বাঘের আক্রমণে খবর বাড়িতে এসে পৌঁছালে কান্নায় ভেঙে পড়ে শ্রীদাম পরিবারের সদস্যরা।

সুমন সাহা