প্রতিকী ছবি

Loksabha Election 2024: টকদই-কুলের টক-শসা…তীব্র দাবদাহ থেকে বাঁচতে সুকান্তর টোটকা

দক্ষিণ দিনাজপুর : তীব্র দাবদাহে মানুষের জীবন ওষ্ঠগত হলেও আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রতিটি রাজনৈতিক দল প্রচার চালিয়ে যাচ্ছে। তাপপ্রবাহের আশঙ্কাও রয়েছে। তবে ভোট বড় বালাই। তাই রোদ-গরমেও খামতি নেই প্রচারে। সকাল হোক কিংবা দুপুর, প্রচার চলছে  প্রার্থীদের। গরমে শরীর ঠিক রাখতে প্রচারের ফাঁকে কেউ  লেবু-নুন-চিনির জলে গলা ভিজিয়েছেন। কেউ আবার শসা, ডাব, আখের রস খাচ্ছেন। কারও বা সঙ্গী ছাতা, তোয়ালে, সুতির উত্তরীয়।

ভোট উপলক্ষে ভোটকর্মী থেকে পুলিশ-প্রশাসন, প্রস্তুতি এখন তুঙ্গে। ফলস্বরূপ এই তীব্র গরমে ভোট নিয়ে চিন্তা বাড়ছে ভোটকর্মীদের। রবিবার  তীব্র দাবদহের মধ্যে প্রচারের ফাঁকে হাত টিউব‌ওয়েলের জলে একটু মুখ ধুয়ে নিয়ে ফের পায়ে হেঁটে এক এলাকা থেকে অন্য এলাকায় প্রচারে ব্যস্ত বালুরঘাট লোকসভার প্রার্থী সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার বলেন, ” এই দাবদহের মধ্যে প্রচারে কোন-ও অসুবিধা হচ্ছে না। পথে-ঘাটে-গ্রামে-গ্রামে পথ চলে অভ্যস্ত। যারা এসি ঘরে থাকেন তাঁদের অসুবিধা হচ্ছে,  আমার হচ্ছে না।”

তবে বাড়ি থেকে বেড় হবার সময় কুলের টক, শসা, টক দই তিনি নিয়মিত খান। ভোটে দাঁড়ানোর পর থেকেই প্রতিনিয়ত এইভাবেই তীব্র গরমকে উপেক্ষা করে প্রতিনিয়ত ভোটের প্রচার চালাচ্ছেন তিনি।

সুস্মিতা গোস্বামী