বাপী হালদার 

Lok Sabha Election 2024: মথুরাপুর ঘাসফুলের জয়-জয়কার! গতবারের মার্জিন টপকাতে পারল তৃণমূল?

মথুরাপুর: প্রায় শেষ পর্যায়ে লোকসভা নির্বাচনের গণনার কাজ। ইতিমধ্যে দক্ষিণ ২৪ পরগনার সমস্ত জায়গা থেকে তৃণমূলের এগিয়ে থাকার খবর আসছে। তৃণমূল কংগ্রেসের মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বাপী হালদার জানিয়েছেন, তাঁদের লড়াই বিরোধীদের সঙ্গে নয়। নিজেদের গতবারের মার্জিনের সঙ্গে। সেই মার্জিন টপকে যাওয়াই লক্ষ্য এখন।

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় নির্বাচনী প্রচার চলাকালীন বারবার ঘোষণা করেছিলেন নিজেদের গতবারের মার্জিন টপকে যাওয়াই লক্ষ‌্য। সেই কথার রেশ ধরে মথুরাপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপী হালদার জানান, এক্সিট পোলকে ভুল প্রমাণিত করে আবারও তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জয়লাভ করতে চলেছে। এই জয় মানুষের জয়।

বেলা যত বেড়েছে ততই বেড়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উচ্ছ্বাস। তৃণমূল কংগ্রেসের দক্ষিণ ২৪ পরগনার প্রার্থীরা যথেষ্ট আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। এখন দেখার এই মার্জিন কোথায় গিয়ে দাঁড়ায়।

দক্ষিণ ২৪ পরগনার লোকসভা কেন্দ্রগুলির মধ্যে অন্যতম মথুরাপুর। এই লোকসভা কেন্দ্রটি বর্তমানে তফশিলি প্রার্থীদের জন্য সংরক্ষিত। এই লোকসভা কেন্দ্রের মধ্য়ে রয়েছে মোট সাতটি বিধানসভা কেন্দ্র। বিধানসভা কেন্দ্রগুলি হল পাথরপ্রতিমা, কাকদ্বীপ,সাগর, কুলপি, রায়দিঘি, মন্দিরবাজার, মগরাহাট পশ্চিম। ২০০৯-এর আগে এখানে বামেদের আধিপত্য ছিল। এবার এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী বাপি হালদার। বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন অশোক পুরকাইত।  দুই ফুলের মধ্যে টক্কর হতে চলেছে।  ফল কী হবে তার উত্তর মিলবে আর কিছু সময় পরেই।