Loksabha Election Results 2024: ‘অবশেষে…’ পর্দার পরে রাজনীতিতেও চির’সবুজ’ দেব… ‘হিরো’ হওয়া হল না হিরণের

বিনা যুদ্ধে 'সূচ্যগ্র মেদিনী'টুকুও ছাড়তে নারাজ। তবু ঠান্ডা মাথা, মুখে স্মিত হাসি নিয়ে রাজনীতির ময়দানে লড়ে গিয়েছেন তিনি। দীপক অধিকারী থুড়ি দেব। অভিনেতা হয়ে পর্দায় অবলীলায় 'রংবাজি' চালালেও নেতা হিসাবে মার্জিত আচরণই যেন তাঁকে কয়েক যোজন এগিয়ে দেয়।
বিনা যুদ্ধে ‘সূচ্যগ্র মেদিনী’টুকুও ছাড়তে নারাজ। তবু ঠান্ডা মাথা, মুখে স্মিত হাসি নিয়ে রাজনীতির ময়দানে লড়ে গিয়েছেন তিনি। দীপক অধিকারী থুড়ি দেব। অভিনেতা হয়ে পর্দায় অবলীলায় ‘রংবাজি’ চালালেও নেতা হিসাবে মার্জিত আচরণই যেন তাঁকে কয়েক যোজন এগিয়ে দেয়।
পাঁচ বছর ফের লোকসভা নির্বাচনে শেষ হাসি হাসলেন দেব। প্রতিপক্ষ হিরণ চট্ট্যোপাধ্যায়কে হারিয়ে ফের ঘাটালের সাংসদ হিসাবে নির্বাচিত হলেন। এই জয় যেন নিশ্চিতই ছিল। তাই বোধ হয় ঘাটালে নির্বাচনের দিনই উড়েছিল সবুজ আবির। 'কাছের মানুষ' দেবকে নিয়ে উল্লাসে মাতোয়ারা ছিলেন মানুষজন।
পাঁচ বছর ফের লোকসভা নির্বাচনে শেষ হাসি হাসলেন দেব। প্রতিপক্ষ হিরণ চট্ট্যোপাধ্যায়কে হারিয়ে ফের ঘাটালের সাংসদ হিসাবে নির্বাচিত হলেন। এই জয় যেন নিশ্চিতই ছিল। তাই বোধ হয় ঘাটালে নির্বাচনের দিনই উড়েছিল সবুজ আবির। ‘কাছের মানুষ’ দেবকে নিয়ে উল্লাসে মাতোয়ারা ছিলেন মানুষজন।
দীর্ঘ লড়াই শেষে জয়ী। উচ্ছ্বসিত দেব। ফল ঘোষণা হতেই যেন সেই উচ্ছ্বাস ভাগ করে নিতে চাইলেন সকলের সঙ্গে। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি দিয়েছেন ঘাটালের সাংসদ। কী দেখা যাচ্ছে সেখানে?
দীর্ঘ লড়াই শেষে জয়ী। উচ্ছ্বসিত দেব। ফল ঘোষণা হতেই যেন সেই উচ্ছ্বাস ভাগ করে নিতে চাইলেন সকলের সঙ্গে। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি দিয়েছেন ঘাটালের সাংসদ। কী দেখা যাচ্ছে সেখানে?
গাড়িতে বসেই নিজেকে লেন্সবন্দি করেছেন দেব। চোখে কালো চশমা, মুখে স্বস্তির হাসি। অভিনেতার গায়ে-চুলে উদযাপনের সবুজ আবির। ছবিটি দিয়ে দেব লিখেছেন 'ফাইনালি'। বাংলা তর্জমা করলে যার অর্থ দাঁড়ায় 'অবশেষে'। তার সঙ্গেই ভারতের জাতীয় পতাকার একটি ইমোজি জুড়ে দিয়েছেন সাংসদ।
গাড়িতে বসেই নিজেকে লেন্সবন্দি করেছেন দেব। চোখে কালো চশমা, মুখে স্বস্তির হাসি। অভিনেতার গায়ে-চুলে উদযাপনের সবুজ আবির। ছবিটি দিয়ে দেব লিখেছেন ‘ফাইনালি’। বাংলা তর্জমা করলে যার অর্থ দাঁড়ায় ‘অবশেষে’। তার সঙ্গেই ভারতের জাতীয় পতাকার একটি ইমোজি জুড়ে দিয়েছেন সাংসদ।
কয়েকমাস আগেই রাজনীতি থেকে সরে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন দেব। কিন্তু শেষমেষ তা আর হল কোথায়! বরং লোকসভা নির্বাচনের হাত ধরেই শুরু হল নয়া ইনিংস।
কয়েকমাস আগেই রাজনীতি থেকে সরে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন দেব। কিন্তু শেষমেষ তা আর হল কোথায়! বরং লোকসভা নির্বাচনের হাত ধরেই শুরু হল নয়া ইনিংস।