22 Passengers Suffered Spinal Cord Injuries, 6 Had Head Trauma from Turbulence-hit SIA Flight

London-Singapore Flight Accident: মাঝ আকাশে তীব্র ঝাঁকুনির জের, সিঙ্গাপুর এয়ারলাইন্সের যাত্রীদের শিরদাঁড়া এবং মাথায় গুরুতর চোট

ব্যাংকক: গত ২১ মে মাঝ আকাশে টালমাটাল পরিস্থিতির মুখে পড়েছিল সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমান। যার জেরে প্রাণ হারিয়েছিলেন ১ জন।  গুরুতর জখম হয়েছিলেন বহু যাত্রীই। সংবাদমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী, প্রায় ২২ জন যাত্রী চোট পেয়েছেন শিরদাঁড়ায়। এর মধ্যে ৬ জন  মস্তিষ্ক এবং মাথার খুলিতে আঘাত পেয়েছেন।

সমিতিভেজ শ্রীনাকারিন হাসপাতালের ডিরেক্টর ডা. আদিনান কিত্তিরাতানাপাইবুলের বক্তব্য তুলে ধরে দ্য স্ট্রেইটস টাইমস-এর তরফে জানানো হয়েছে , ২০ জন ইন্টেনসিভ কেয়ারে ভর্তি রয়েছেন। যদিও কারও অবস্থাই সঙ্কটজনক নয়। ওই ঘটনায় আহত রোগীদের মধ্যে রয়েছেন ৮৩ বছর বয়সী এক বৃদ্ধ। এছাড়া এক ২ বছরের শিশুও রয়েছে। চিকিৎসক আরও জানিয়েছেন , এসকিউ৩২১ উড়ানের প্রায় ৪০ জনকে হাসপাতালে আনা হয়েছে। লন্ডন থেকে সিঙ্গাপুরগামী উড়ানটিকে ব্যাংককে জরুরিকালীন অবতরণ করানো হয়। গত ২১ মে রওনা হওয়ার ১০ ঘণ্টা পরে ইররাওয়েডি বেসিনের উপর প্রায় ৩৭০০০ ফুট উচ্চতায় থাকাকালীন শুরু হয় তীব্র ঝাঁকুনি যার জেরে আহত হয়েছেন প্রায় ৬০ জন যাত্রী। সিঙ্গাপুর এয়ারলাইন্সের উড়ানটির ৪৬ জন যাত্রী এবং ২ জন বিমানকর্মীর চিকিৎসা চলছে ব্যাংককে।

একটি ফেসবুক পোস্টের মাধ্যমে ওই বিমান সংস্থা জানিয়েছে যে, বোয়িং ৭৭৭-৩০০ইআর-এ ছিলেন মোট ২১১ জন যাত্রী এবং ১৮ জন বিমানকর্মী। ওই বিমানটি ব্যাঙ্ককে দুপুর ৩টে ৪৫ মিনিট নাগাদ অবতরণ করেছে। উড়ানটি যখন জোর ঝাঁকুনির মুখে পড়েছিল, সেই মুহূর্তের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে , বিমানের কেবিনটিতে ভয়ঙ্কর ভাবে ঝাঁকুনি হচ্ছে। আতঙ্কিত হয়ে রয়েছেন যাত্রীরা। তাঁরা কোনওক্রমে নিজেদের আসন শক্ত করে ধরে রেখে আপ্রাণ বাঁচার চেষ্টা করে যাচ্ছেন।
এর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ওই প্রবল ঝাঁকুনির পরে উড়ানটির ভিতরের অংশের কিছু দৃশ্য ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, এর জেরে বিমানটির কেবিন রীতিমতো তছনছ হয়ে গিয়েছে। রয়েছে অক্সিজেন মাস্কও। জখম এক বিমানকর্মীর ছবিও ছড়িয়ে পড়েছে।

Keywords: London-Singapore Flight, Deadly Turbulence, Spinal Cord Injuries, Singapore Airlines, Viral Video
Original Link: https://www.news18.com/world/22-passengers-suffered-spinal-cord-injuries-6-had-head-trauma-from-turbulence-hit-sia-flight-8902080.html
Written By: Upasana