লটারি, লটারির টিকিট, ভারতীয় কর নিয়ম, ইন্ডিয়া ট্যাক্স রুল, লটারির টাকায় ট্যাক্স কত, ১ কোটি টাকা জিতলে কত টাকা ট্যাক্স হয়, লটারির কর নিয়ম, টাকা পয়সা সংক্রান্ত সাধারণ জ্ঞান, জিকে, সাধারণ জ্ঞান, জেনারেল নলেজ, ট্রেন্ডিং গিয়ে, ক্যুইজ, ভারত, বিশ্বের জেনারেল নলেজ, স্বাস্থ্য সংক্রান্ত সাধারণ জ্ঞান, ট্রেন্ডিং জিকে, জিকে, বিজ্ঞান, বৈজ্ঞানিক ব্যাখ্যা, সাধারণ জ্ঞান, বিজ্ঞান, সাধারণ জ্ঞান, জেনারেল নলেজ, সাধারণ জ্ঞান, কুইজ, সাইন্স ফ্যাক্ট, বিজ্ঞান, জ্ঞান বিজ্ঞানের তথ্য, ট্রেন্ডিং জেনারেল নলেজ, ট্রেন্ডিং জিকে, ভাইরাল নিউজ, ভাইরাল ট্রেন্ডিং নিউজ

Lottery: লটারিতে ১ কোটি টাকা জিতলে ‘ট্যাক্স’ দিতে হয় কত…? ঘরে আনবেন ‘কত’ টাকা? চমকে যাবেন শুনলে!

লটারির টিকিটে ট্যাক্সের হিসেবে ঠিক কত? বেশিরভাগ মানুষই জানেন না সঠিক উত্তর। কিন্তু আসল উত্তর জানলে অবাক হবেন আপনিও। আচ্ছা বলুন তো দেখি আপনি লটারিতে ১ কোটি টাকা জিতলে সরকারকে ট্যাক্স দেওয়ার পর কত টাকা হাতে পাবেন? প্রশ্ন শুনেই হকচকিয়ে গেলেন তো? চলুন আজ এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক সাধারণ জ্ঞানের আরও একটি মজাদার তথ্য।
লটারির টিকিটে ট্যাক্সের হিসেবে ঠিক কত? বেশিরভাগ মানুষই জানেন না সঠিক উত্তর। কিন্তু আসল উত্তর জানলে অবাক হবেন আপনিও। আচ্ছা বলুন তো দেখি আপনি লটারিতে ১ কোটি টাকা জিতলে সরকারকে ট্যাক্স দেওয়ার পর কত টাকা হাতে পাবেন? প্রশ্ন শুনেই হকচকিয়ে গেলেন তো? চলুন আজ এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক সাধারণ জ্ঞানের আরও একটি মজাদার তথ্য।
আমরা প্রায়শই বিভিন্ন সংবাদমাধ্য়মে শুনি যে অনেকেই লটারিতে এক কোটি টাকা যেতেন। যা শুনে যারপরনাই চোখ ছানাবড়া হয়ে যায় আমাদের। কিন্তু জানেন কি, এক কোটি টাকা পুরস্কার জিতলে ট্যাক্স কেটে হাতে কত টাকা পাওয়া যায়?
আমরা প্রায়শই বিভিন্ন সংবাদমাধ্য়মে শুনি যে অনেকেই লটারিতে এক কোটি টাকা যেতেন। যা শুনে যারপরনাই চোখ ছানাবড়া হয়ে যায় আমাদের। কিন্তু জানেন কি, এক কোটি টাকা পুরস্কার জিতলে ট্যাক্স কেটে হাতে কত টাকা পাওয়া যায়?
প্রায়ই লটারিতে নগদ পুরস্কার হিসেবে ১ কোটি টাকা পেয়ে থাকেন অনেক ভাগ্যবান বিজয়ীরা। কিন্তু আপনি কি জানেন যে ১ কোটি টাকার পুরস্কারের উপর এক বিপুল পরিমান অর্থ ট্যাক্স হিসেবে কাটে। কিন্তু এই ট্যাক্স কাটার পরে আপনি কত টাকা পাবেন বলুন তো?
প্রায়ই লটারিতে নগদ পুরস্কার হিসেবে ১ কোটি টাকা পেয়ে থাকেন অনেক ভাগ্যবান বিজয়ীরা। কিন্তু আপনি কি জানেন যে ১ কোটি টাকার পুরস্কারের উপর এক বিপুল পরিমান অর্থ ট্যাক্স হিসেবে কাটে। কিন্তু এই ট্যাক্স কাটার পরে আপনি কত টাকা পাবেন বলুন তো?
আসুন আজ এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক কী বলছে আয়করের নিয়ম। উল্লেখ্য, ১৯৬১ সালে কার্যকর হয় আয়কর আইন। ওই আইন অনুযায়ী লটারি থেকে টাকা পেলেও সরকারকে কর দিতে হবে বলে উল্লেখ করা ছিল।
আসুন আজ এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক কী বলছে আয়করের নিয়ম। উল্লেখ্য, ১৯৬১ সালে কার্যকর হয় আয়কর আইন। ওই আইন অনুযায়ী লটারি থেকে টাকা পেলেও সরকারকে কর দিতে হবে বলে উল্লেখ করা ছিল।
১৯৬১-র 194B ধারার অধীনে কর দিতে হয়। আর সেই করের পরিমান কিন্তু নেহাতই কম নয়। বিজয়ীকে অর্থ প্রদান করার আগে টিডিএস কাটা হয়।
১৯৬১-র 194B ধারার অধীনে কর দিতে হয়। আর সেই করের পরিমান কিন্তু নেহাতই কম নয়। বিজয়ীকে অর্থ প্রদান করার আগে টিডিএস কাটা হয়।
সেই অনুযায়ী ১০ হাজার টাকার বেশি টাকার নগদ পুরস্কারের অর্থের উপর ৩০% TDS কাটা হয়। এক্ষেত্রে অতিরিক্ত সারচার্জ এবং সেস যোগ করার পর টিডিএস ৩১.২% পর্যন্ত হতে পারে।
সেই অনুযায়ী ১০ হাজার টাকার বেশি টাকার নগদ পুরস্কারের অর্থের উপর ৩০% TDS কাটা হয়। এক্ষেত্রে অতিরিক্ত সারচার্জ এবং সেস যোগ করার পর টিডিএস ৩১.২% পর্যন্ত হতে পারে।
লটারির টিকিট জেতার পর এই ট্যাক্স প্রদান প্রত্যেক বিজয়ীর জন্য কিন্তু বাধ্যতামূলক। আবার কোনও অনাবাসী ভারতীয় যদি লটারি জেতেন, সেক্ষেত্রে ৩০ শতাংশ সারচার্জ দেওয়ার পাশাপাশি ৪ শতাংশ এডুকেশনাল সেসও দিতে হয় বিজেতাকে।
লটারির টিকিট জেতার পর এই ট্যাক্স প্রদান প্রত্যেক বিজয়ীর জন্য কিন্তু বাধ্যতামূলক। আবার কোনও অনাবাসী ভারতীয় যদি লটারি জেতেন, সেক্ষেত্রে ৩০ শতাংশ সারচার্জ দেওয়ার পাশাপাশি ৪ শতাংশ এডুকেশনাল সেসও দিতে হয় বিজেতাকে।
এই হিসেবে বুঝে নেওয়ার জন্য লটারির টিকিট জিতলে অনেকেই এই ব্যাপারে কর উপদেষ্টাদের সাহায্য নেন।
এই হিসেবে বুঝে নেওয়ার জন্য লটারির টিকিট জিতলে অনেকেই এই ব্যাপারে কর উপদেষ্টাদের সাহায্য নেন।
অর্থাৎ যদি কোনও এদেশে বসবাসকারী ভারতীয় নাগরিক লটারি যেতেন, এবং তিনি যদি ১ কোটি টাকা পুরস্কার পান, সেক্ষেত্রে তিনি TDS ও অন্য কর কাটার পর হাতে পাবেন প্রায় ৫৮ থেকে ৬০ লাখ টাকা। তবে সব পুরস্কার অঙ্কের ক্ষেত্রে বিষয়টি সমান হয় না।
অর্থাৎ যদি কোনও এদেশে বসবাসকারী ভারতীয় নাগরিক লটারি যেতেন, এবং তিনি যদি ১ কোটি টাকা পুরস্কার পান, সেক্ষেত্রে তিনি TDS ও অন্য কর কাটার পর হাতে পাবেন প্রায় ৫৮ থেকে ৬০ লাখ টাকা। তবে সব পুরস্কার অঙ্কের ক্ষেত্রে বিষয়টি সমান হয় না।
তবে শুধু লটারি নয়, পাজল, হর্স-রেসের মতো বাজিগুলির ক্ষেত্রেও আয়করের এমন নিয়ম রয়েছে। প্রতিটি ক্ষেত্রেই মোটা অঙ্কের কর দিতে হয় বিজয়ীকে। এর দ্বারা সরকারি কোষাগার ব্যাপক ভাবে লাভবান হয়।
তবে শুধু লটারি নয়, পাজল, হর্স-রেসের মতো বাজিগুলির ক্ষেত্রেও আয়করের এমন নিয়ম রয়েছে। প্রতিটি ক্ষেত্রেই মোটা অঙ্কের কর দিতে হয় বিজয়ীকে। এর দ্বারা সরকারি কোষাগার ব্যাপক ভাবে লাভবান হয়।
প্রসঙ্গত, ড্রিম ইলেভেনে দেড় কোটি টাকা জিতেছিলেন এক লরি চালক। জানা যায়, মাত্র ৪৯ টাকায় দলকে সংগঠিত করে বিপুল অঙ্কের গ্র্যান্ড পুরস্কার জিতেছিলেন ওই লরি চালক। বর্তমানেও প্রায়ই দেখা যায় বহু ব্যক্তি লটারিতে জিতে থাকেন মোটা টাকা। তবে সব ক্ষেত্রেই তাঁদের কিন্তু ট্যাক্স দেওয়া বাধ্যতামূলক।
প্রসঙ্গত, ড্রিম ইলেভেনে দেড় কোটি টাকা জিতেছিলেন এক লরি চালক। জানা যায়, মাত্র ৪৯ টাকায় দলকে সংগঠিত করে বিপুল অঙ্কের গ্র্যান্ড পুরস্কার জিতেছিলেন ওই লরি চালক। বর্তমানেও প্রায়ই দেখা যায় বহু ব্যক্তি লটারিতে জিতে থাকেন মোটা টাকা। তবে সব ক্ষেত্রেই তাঁদের কিন্তু ট্যাক্স দেওয়া বাধ্যতামূলক।