Love Relationship Tips: প্রেমিকা ঠকাচ্ছে না তো? ৫টি সহজ বোঝার উপায়, আপনার প্রেমের সুযোগ নিলে ধরুন হাতেনাতে

মোহ নাকি প্রেম, কিভাবে বুঝবেন? এই কিছু লক্ষণ দেখে বুঝে নিন আপনার পার্টনারের মতিগতি। সম্পর্কের একটা পর্যায়ে আমাদের মনে হয় নিছক মোহ নাকি প্রেম, ভাললাগার একটা পর্যায়ে গিয়ে এমন প্রশ্ন অনেকেরই মাথায় আসে। (পিয়া গুপ্তা)
মোহ নাকি প্রেম, কিভাবে বুঝবেন? এই কিছু লক্ষণ দেখে বুঝে নিন আপনার পার্টনারের মতিগতি। সম্পর্কের একটা পর্যায়ে আমাদের মনে হয় নিছক মোহ নাকি প্রেম, ভাললাগার একটা পর্যায়ে গিয়ে এমন প্রশ্ন অনেকেরই মাথায় আসে। (পিয়া গুপ্তা)
কারও সঙ্গে ঘুরছেন, ফিরছেন, ভীষণ ভাল লাগছে। কিন্তু প্রেম এবং মোহ এই দুটির মধ্যে পার্থক্য কিভাবে বুঝবেন? এই ব্যাপারে বিশিষ্ট মনোবিদ রঞ্জন দাস জানান, মোহ আর প্রেমের মাঝে কিছু বৈশিষ্ট্য অবশ্য হিসেব কষে বের করা যায়, যা কোথাও না কোথাও মোহ আর প্রেমকে আলাদা করতে পারে। মোহ শব্দটিকে সাধারণত ভ্রান্তির সঙ্গে মেলানো হয়।
কারও সঙ্গে ঘুরছেন, ফিরছেন, ভীষণ ভাল লাগছে। কিন্তু প্রেম এবং মোহ এই দুটির মধ্যে পার্থক্য কিভাবে বুঝবেন? এই ব্যাপারে বিশিষ্ট মনোবিদ রঞ্জন দাস জানান, মোহ আর প্রেমের মাঝে কিছু বৈশিষ্ট্য অবশ্য হিসেব কষে বের করা যায়, যা কোথাও না কোথাও মোহ আর প্রেমকে আলাদা করতে পারে। মোহ শব্দটিকে সাধারণত ভ্রান্তির সঙ্গে মেলানো হয়।
একজন ব্যক্তি যখন অপরজন সম্পর্কে নিজেরই মনে একটা 'ইমেজ' তৈরি করে নেন এবং সেই ইমেজটিকেই সত্য বলে ধরে নিয়ে, অথবা মঞ্চ নাটকের মূলমন্ত্র 'সাসপেনশন অব ডিসবিলিফে' নিজেকে ডুবিয়ে রাখেন, তখন সেটি প্রেমের চাইতে বেশি 'মোহ' হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে সেই ব্যক্তির প্রকৃত সত্তার সঙ্গে পরিচয় ঘটলে মোহ ভেঙে যাওয়াটাই স্বাভাবিক ঘটনা।
একজন ব্যক্তি যখন অপরজন সম্পর্কে নিজেরই মনে একটা ‘ইমেজ’ তৈরি করে নেন এবং সেই ইমেজটিকেই সত্য বলে ধরে নিয়ে, অথবা মঞ্চ নাটকের মূলমন্ত্র ‘সাসপেনশন অব ডিসবিলিফে’ নিজেকে ডুবিয়ে রাখেন, তখন সেটি প্রেমের চাইতে বেশি ‘মোহ’ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে সেই ব্যক্তির প্রকৃত সত্তার সঙ্গে পরিচয় ঘটলে মোহ ভেঙে যাওয়াটাই স্বাভাবিক ঘটনা।
অন্যদিকে ভালবাসার মধ্যে এমন গভীর অনুভূতি রয়েছে যে শুধুমাত্র আপনিই এটি অনুভব করতে পারেন। ভালবাসাকে অনেকভাবে বোঝা যায়। ভালবাসার মতোই যা হয় বাবা-মায়ের কাছ থেকে। শর্তহীন এবং অতৃপ্ত ভালবাসা যা শেষ হয় না। একটি হল বন্ধুত্বের ভালবাসা। একটি হল স্বামী-স্ত্রীর ভালবাসা। এর মধ্যে আপনি আপনার জীবনসঙ্গীকে সত্যিকারের হৃদয় দিয়ে ভালবাসুন। জীবনের যাত্রা সুন্দর হওয়ার জন্য, ভালবাসা নিয়ে বাঁচুন এবং একে অপরকে পূর্ণ ভালবাসা দিন।
অন্যদিকে ভালবাসার মধ্যে এমন গভীর অনুভূতি রয়েছে যে শুধুমাত্র আপনিই এটি অনুভব করতে পারেন। ভালবাসাকে অনেকভাবে বোঝা যায়। ভালবাসার মতোই যা হয় বাবা-মায়ের কাছ থেকে। শর্তহীন এবং অতৃপ্ত ভালবাসা যা শেষ হয় না। একটি হল বন্ধুত্বের ভালবাসা। একটি হল স্বামী-স্ত্রীর ভালবাসা। এর মধ্যে আপনি আপনার জীবনসঙ্গীকে সত্যিকারের হৃদয় দিয়ে ভালবাসুন। জীবনের যাত্রা সুন্দর হওয়ার জন্য, ভালবাসা নিয়ে বাঁচুন এবং একে অপরকে পূর্ণ ভালবাসা দিন।
ভালবাসা ও আকর্ষণ কিভাবে বুঝবেন:১. ভালবাসার চেয়ে আকর্ষণ অনেকগুণ দ্রুত ঘটে। এতে কিছু না করার অনুভূতি থাকে এবং কাজের ক্ষমতাও ক্ষতিগ্রস্ত হয়।
ভালবাসা ও আকর্ষণ কিভাবে বুঝবেন:১. ভালবাসার চেয়ে আকর্ষণ অনেকগুণ দ্রুত ঘটে। এতে কিছু না করার অনুভূতি থাকে এবং কাজের ক্ষমতাও ক্ষতিগ্রস্ত হয়।
২. প্রথম দর্শনে কারও প্রতি আকৃষ্ট হওয়া তা কিন্তু মোহ প্রেম নয়। আকর্ষণ খুব দ্রুত এবং অল্প সময়ের জন্য স্থায়ী হয় যেখানে প্রেমে পড়া অনেক সময় নেয়। এটি পুরো জীবনের একটি অনুভূতি যা খুব কঠিন শেষ হয়।
২. প্রথম দর্শনে কারও প্রতি আকৃষ্ট হওয়া তা কিন্তু মোহ প্রেম নয়। আকর্ষণ খুব দ্রুত এবং অল্প সময়ের জন্য স্থায়ী হয় যেখানে প্রেমে পড়া অনেক সময় নেয়। এটি পুরো জীবনের একটি অনুভূতি যা খুব কঠিন শেষ হয়।
৩)অন্যদিকে প্রেমের ক্ষেত্রে দরকার হয় শুধু নিখুঁত, নির্ভুল একটি চরিত্রকে উচ্চ আসনে বসিয়ে রাখা নয়, সমানে সমানে চলতে পারা, ঠিক-ভুলে গড়া মানুষটাকে আপন করে নিতে পারার প্রবণতা অথবা ইচ্ছে। এই ইচ্ছেটুকু মোহের ক্ষেত্রে না আসার সম্ভাবনাই বেশি।
৩)অন্যদিকে প্রেমের ক্ষেত্রে দরকার হয় শুধু নিখুঁত, নির্ভুল একটি চরিত্রকে উচ্চ আসনে বসিয়ে রাখা নয়, সমানে সমানে চলতে পারা, ঠিক-ভুলে গড়া মানুষটাকে আপন করে নিতে পারার প্রবণতা অথবা ইচ্ছে। এই ইচ্ছেটুকু মোহের ক্ষেত্রে না আসার সম্ভাবনাই বেশি।
৪)মোহের একটি মেয়াদ রয়েছে। তবে প্রেমের কোন মেয়াদ থাকে না, আজীবন প্রেম থেকে যায়।
৪)মোহের একটি মেয়াদ রয়েছে। তবে প্রেমের কোন মেয়াদ থাকে না, আজীবন প্রেম থেকে যায়।
কারও কারও ক্ষেত্রে মেয়াদোত্তীর্ণ মোহ কখনো যেমন রূপ নিতে পারে ঔদাসীন্য কিংবা নিছক মুখ ফিরিয়ে নেওয়ায়, এই মুদ্রার অন্য পিঠে আবার রয়েছে আশার সোনালি সিন্ধু। একটা সময়ের পর মোহের বন্দোবস্ত পাকাপোক্ত হয়ে প্রেমেও রূপ নিতে পারে।
কারও কারও ক্ষেত্রে মেয়াদোত্তীর্ণ মোহ কখনো যেমন রূপ নিতে পারে ঔদাসীন্য কিংবা নিছক মুখ ফিরিয়ে নেওয়ায়, এই মুদ্রার অন্য পিঠে আবার রয়েছে আশার সোনালি সিন্ধু। একটা সময়ের পর মোহের বন্দোবস্ত পাকাপোক্ত হয়ে প্রেমেও রূপ নিতে পারে।