IPL 2022: আইপিএল-এ কী নামে খেলবে নতুন দল লখনউ? ভক্তদের মত নিয়েই হল ঘোষণা

#কলকাতা: আইপিএল-এর (IPL 2022) নতুন দুই দলের অন্যতম লখনউয়ের দলের নাম হচ্ছে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)৷ এ দিন লখনউ দলের পক্ষ থেকে তাদের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে নতুন নাম ঘোষণা করা হয়৷

আইপিএল-এর (IPL) এই নতুন দলের মালিকানা রয়েছে শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার আরপি সঞ্জীব গোয়েঙ্কা গোষ্ঠীর হাতে৷ এর আগে ২০১৬ এবং ২০১৭ সালের আইপিএল-এ পুণে সুপার জায়ান্টসের মালিকানা ছিল এই গোষ্ঠীর হাতে৷

সেই নামের সঙ্গে সামঞ্জস্য রেখেই লখনউ দলের নামকরণ করা হল৷ অক্টোবর মাসে ৭০৯০ কোটি টাকায় লখনউ দলের স্বত্ত্ব কিনে নেয় সঞ্জীব গোয়েঙ্কার এই সংস্থা৷

আরও পড়ুন: এর পিছনে বড় খেলা! প্রতিটি ICC প্রতিযোগিতায় একই বিভাগে ভারত-পাকিস্তান কেন?

ইতিমধ্যেই দলের অধিনায়কত্বের ভার কে এল রাহুলের হাতে তুলে দিয়েছে লখনউ৷ এর পাশাপাশি অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টয়নিস এবং ভারতের রবি বিষ্ণোইকে ড্রাফট পিক হিসেবে বেছেছে তারা৷ ফেব্রুয়ারি মাসের নিলাম থেকে বাকি খেলোয়াড়দের বেছে নেবে লখনউ৷

আরও পড়ুন: আইসিসি পুরস্কারে পাকিস্তানের জয়জয়কার! বাবর, শাহিনদের বিশেষ বার্তা ইমরান খানের

ইতিমধ্যেই ট্যুইটারে প্রায় ৩ লক্ষ ৭০ হাজার ফলোয়ার তৈরি হয়েছে লখনউ দলের৷ ফলে আইপিএল-এর নতুন এই দল নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যেও উৎসাহ তুঙ্গে৷ দলের নাম ঘোষণা করে সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছেন, ভক্তদের পরামর্শ অনুযায়ী দলের নতুন নাম বেছে নেওয়া হয়েছে৷

সঞ্জীব গোয়েঙ্কা বলেন, ‘দলের নামকরণের জন্য ভক্তদের থেকে লক্ষ লক্ষ মেসেজ পেয়েছি আমরা৷ এই বিপুল সাড়া পেয়ে আমরা অভিভূত৷ আপনাদের পরামর্শ মেনেই দলের নামকরণ করা হল৷’

লখনউ দলের হেড কোচ হচ্ছেন জিম্বাবোয়ের প্রাক্তন ক্রিকেটার অ্যান্ডি ফ্লাওয়ার৷ দলের মেন্টর বাছা হয়েছে গৌতম গম্ভীরকে৷ সহকারী কোচ হিসেবে দায়িত্বে থাকছেন বিজয় দাহিয়া৷