মধুপর্ণা ঠাকুর

‘আমি নিজেকে বিধায়ক বলছি না’, কেনও বললেন বাগদার নব নির্বাচিত জনপ্রতিনিধি?

কলকাতা: মানিকতলা, রানাঘাট দক্ষিণ, বাগদা ও রায়গঞ্জ- এই চার কেন্দ্রেই উপ নির্বাচনে জয়ী হয়েছে শাসক দল তৃণমূল। মানিকতলায় সুপ্তি পাণ্ডে, রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী, রায়গঞ্জ থেকে কৃষ্ণ কল্যাণী জয়ী হয়েছেন। বাগদায় জয়ী হয়েছেন মধুপর্ণা ঠাকুর।

মঙ্গলবার এই চার বিধায়কই বিধানসভায় শপথ নিয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাগদার বিধায়ক মধুপর্ণা জানিয়েছেন, “খুবই ভাল লাগছে, বাগদার মানুষ আমাকে এত ভালোবাসা দিয়েছেন। এত আশীর্বাদ দিয়েছেন। এতদূর আসতে পেরেছি ওনারদের জন্যই। এই জয় আমার নয়। এ জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের। এটা তৃণমূল কংগ্রেসের জয়। যাঁরা আমাকে ভোট দিয়েছেন, তাঁদের জয়। দল যা সিদ্ধান্ত নেবে আমরা সেই পথেই চলব। মতুয়ারা অনেক বেশি রাজনৈতিক সচেতন। মতুয়াদের পাশে কে আছে, তাঁরা বুঝে গিয়েছেন। এবার মতুয়ারা বাগদায় জিতিয়ে বুঝিয়ে দিয়েছে তাঁরা মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে আছেন। উনি ছাড়া উন্নয়ন হবে না। উনি আছেন সুখে দুঃখে। সব সময়ে পাশে মমতা বন্দ্যোপাধ্যায়ই থাকবেন। মানুষের সেবা করার কোন বয়স হয় না। আমি এত বড় একটা সুযোগ পেয়েছি মানুষের পাশে দাঁড়ানোর এটাই যথেষ্ট মানুষের সেবা করার জন্য। আমি নিজেকে বিধায়ক বলছি না। আমি বাগদার মেয়ে হয়ে এসেছি। বাগদার মানুষই সব। আমি দিদির উন্নয়নকে বাড়ি বাড়ি পৌঁছে দিতে চাই।”

গত ১৩ জুলাই চারটি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচনের ফল ঘোষণা হয়। প্রত্যেকটি আসনেই জয়ী হয় তৃণমূল কংগ্রেস। নতুন চার বিধায়কের শপথ গ্রহণ নিয়ে তৈরি হয়েছিল জটিলতা৷

পরে সাংবাদিকদের বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন মঙ্গলবার বিধানসভায় চার বিধায়কের শপথ গ্রহণ হবে।