উওর ২৪ পরগনা: ম্যাজিকও হতে পারে পেশা, বর্তমানে রাজ্যের কর্মসংস্থানের যা হাল সেই জায়গায় দাঁড়িয়ে ম্যাজিকের কৌশলকেই পেশা হিসেবে তুলে ধরার আগ্রহে অভিনব কনভেনশনের আয়োজন করল ম্যাজিক ওয়ার্ল্ড ট্রাস্ট।
নতুন প্রজন্মের ছেলেমেয়েদেরও অনুপ্রাণিত করছে। উত্তর ২৪ পরগনা জেলার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা ম্যাজিশিয়ানদের উপস্থিতিতে এদিন কনভেনশনে তরুণ প্রজন্মের ছেলেমেয়েদের সামনে পরিবেশন করা হল নানা নতুন ধরনের ম্যাজিক।
আরও পড়ুন- ১২০ কিমিতে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘দানা’! কলকাতায় কতক্ষণ চলবে সাইক্লোনের খেলা
এই কৌশল কীভাবে রপ্ত করা যায় তাও তুলে ধরা হল বিশেষ এই কর্মশালায়। ১২ বছর বয়স থেকে ৮০ বছর পর্যন্ত বহু ম্যাজিশিয়ান এদিন তাদের বিশেষ কৌশল দেখালেন মঞ্চে। জুনিয়র এবং সিনিয়র প্রতিযোগিরা রীতিমতো নজর কাড়লেন সকলের।
দর্শক আসনে বসে চুটিয়ে উপভোগ করলেন আগত অতিথি থেকে ম্যাজিক প্রেমীরা। ম্যাজিক ওয়ার্ল্ড ট্রাস্টের প্রতিষ্ঠাতা অভিষেক সরকার জানান, গত ১৩ বছর ধরে এভাবেই ম্যাজিককে বিকল্প পেশা হিসেবে তুলে ধরার জন্য ছেলে মেয়েদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই কর্মশালার মাধ্যমে।
আরও পড়ুন- মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন বাবা, কলকাতায় ট্যাক্সির ধাক্কায় মৃত্যু দুজনের
সকল বয়সের মানুষেরই ম্যাজিকের প্রতি রয়েছে এক কাল্পনিক টান, এই জায়গায় দাঁড়িয়ে সময় বিশেষে ম্যাজিক শো এর মধ্যে দিয়েও ভালো রকম উপার্জন করা সম্ভব বলেও মনে করছেন এই পেশার সঙ্গে যুক্ত থাকা অনেকেই।
Rudra Narayan Roy