Tag Archives: Magic

Magic Show: পাঁশকুড়ার বুকে মায়ার ইন্দ্রজাল দেখতে ছুটে ছুটে আসছে সবাই

পূর্ব মেদিনীপুর: ছোটোবেলায় ফিরে যেতে চান? চলে আসুন পাঁশকুড়ার রবীন্দ্র-নজরুল ভবনে। এখানে বসেছে ম্যাজিক শো-এর আসর। ম্যাজিশিয়ানের ম্যাজিক দেখে আপ্লুত দর্শকেরা। ম্যাজিক মানেই আমাদের মনে ভেসে আসে মায়ার ইন্দ্রজাল। এই ইন্দ্রজালে দর্শকদের সম্মোহিত করে একের পর এক ম্যাজিকের খেলা দেখিয়ে চলেন ম্যাজিশিয়ান। ম্যাজিক কোনও মন্ত্র, তন্ত্র বিদ্যা নয়, সবটাই হাতের কৌশল। এবং তাতে আছে কেবলই বিজ্ঞান।

ম্যাজিক শো বাংলার একটি প্রাচীন বিনোদনের মাধ্যম। এই বাংলা থেকে বিখ্যাত জাদুকরেরা তাঁদের ম্যাজিক দেখিয়ে শুধু গোটা ভারত নয় বিশ্বজুড়ে সমাদৃত হয়েছেন। পিসি সরকার তুলল আর কোন‌ও ম্যাজিশিয়ানকে দুনিয়া বো হয় আর কোনদিনও পাবে না। কিন্তু বর্তমানে এই ম্যাজিক শো-এর কদর অনেকটাই কমছে। তবে পুরনো সেই দিন ফিরিয়ে আনতে পাঁশকুড়ার রবীন্দ্র-নজরুল ভবনে শুরু হয়েছে জাদুকর প্রিন্স ইন্ডিয়ার ম্যাজিক শো। এই ম্যাজিক শো চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সন্ধে ৬ থেকে শুরু হয় ম্যাজিক শো। বিভিন্ন মূল্যের টিকিট রয়েছে। শো-এর দিন সকাল থেকে রবীন্দ্র-নজরুল ভবন চত্বরে টিকিট পাওয়া যাবে।

আর‌ও পড়ুন: প্রচারে বেরিয়ে আইসক্রিম বিক্রি করলেন প্রার্থী

প্রতিদিন সন্ধেয় ম্যাজিক শো’তে জাদুকর সম্রাট ও তাঁর সহযোগী মিলে একের পর এক ম্যাজিকের খেলা প্রদর্শন করেন দর্শকদের সামনে। কখনও দড়ি বাঁধা অবস্থায় বাক্স থেকে বেরিয়ে আসা, কখনও শূন্যে মানুষকে ভাসিয়ে রাখা। আবার কখনও মঞ্চে টাকার বৃষ্টি ঘটানো সহ একাধিক ম্যাজিকের খেলা প্রদর্শন করেন জাদুকর।

আর‌ও পড়ুন: কেরি সাহেবের নীলকুঠি পর্যটনকেন্দ্র হবে? ভোটের আগে জোরালো দাবি

বর্তমানে পারিবারিক অনুষ্ঠানগুলিতে মায়া ইন্দ্রজালের খেলা দেখানোর সুযোগ পায় ম্যাজিশিয়ানরা। রুটি রোজগারের তাগিদেই তারাও পারিবারিক বিভিন্ন ইভেন্টে শো করেন। কিন্তু শহরে গ্রামেগঞ্জে হল বুক করে সেভাবে শো হয় না। পাঁশকুড়ায় বহুদিন পর বসেছে ম্যাজিক শোয়ের আসর। তীব্র গরমের মধ্যে সন্ধ্যেবেলায় তাতেও মানুষজন দেখতে আসছে বলে জানান ম্যাজিসিয়ান। হারানো দিনের ম্যাজিক শো দেখে আপ্লুত পাঁশকুড়া এলাকার দর্শকেরা।

সৈকত শী

Magic Video: ভিডিওটা মন দিয়ে দেখুন, বাড়ির বাতিল জিনিস দিয়ে সহজেই শিখুন ম্যাজিক

মুর্শিদাবাদ: সবটাই হাতের খেল। সম্পূর্ণ বিজ্ঞানকে কাজে লাগিয়ে হাতের কারিকুরিতে আপনিও হয়ে যেতে পারেন শখের ম্যাজিশিয়ান। যদিও এর জন্য দীর্ঘদিনের অনুশীলনের প্রয়োজন। তবে কিছু ম্যাজিক সহজেই শিখে নিতে পারবেন।

আরও পড়ুন: আচমকাই কোচবিহার শহরকে ঘিরে ফেলল পুলিশ! বিপুল তৎপরতার কী কারণ জানুন…

বহরমপুর মেলাতে হুগলি থেকে আগত জিৎ কুমার ম্যাজিক শো দেখাচ্ছেন। পাশাপাশি বিক্রি করছেন ম্যাজিক আইটেম। যেগুলোর দাম ৫০ টাকা থেকে শুরু করে ২০০০ টাকা পর্যন্ত। তাসের ম্যাজিক, দেশলাই কাঠির কারিকুরির মত ঘরোয়া জিনিসপত্র তো বিক্রি হচ্ছেই, এমনকি বড় মঞ্চ অনুষ্ঠানের জন্য‌ও পাওয়া যাচ্ছে ম্যাজিক আইটেম। যেগুলোর দাম শুরু পাঁচ হাজার টাকা থেকে।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

বাড়িতে এটা, ওটা ফেলে দেওয়া জিনিস দিয়েই তৈরি করে ফেলা যায় ম্যাজিকের সরঞ্জাম। আর কয়েকবার অনুশীলন করে যদি হাত পাকিয়ে নেওয়া যায় তাহলে বন্ধুবান্ধব বা পারিবারিক অনুষ্ঠানে মজার ছলে সেই সব দেখিয়ে বাহবাও কুড়োতে পারেন। তাই ভাল করে এই ভিডিওটি দেখুন। কীভাবে ম্যাজিক দেখানোর খেলা চলছে তা লক্ষ্য রাখুন। আপনার বাড়িতে থাকা কয়েকটি জিনিস দিয়েই আপনারা বানিয়ে ফেলতে পারবেন দরকারি উপকরণ।

কৌশিক অধিকারী

Knowledge Story: বিশ্বের দ্রুততম জাদুকর এই বাঙালি! নিজের মৃত্যুও বুঝে গিয়েছিলেন? সদ্যই ‘ভ্যানিশ’ হয়ে গেলেন!

জাদুর দুনিয়ায় উজ্জ্বল নক্ষত্র সুবীর সরকার। গত রবিবার সন্ধে ৬টা ৩৮মিনিটে প্রয়াত হন তিনি। আর 'গিলি গিলি ছু'তে...সত্যিই ভ্যানিশ হবে না। মৃত্যু হল সেই জাদুকর সুবীর সরকারের ৷ তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।
জাদুর দুনিয়ায় উজ্জ্বল নক্ষত্র সুবীর সরকার। গত রবিবার সন্ধে ৬টা ৩৮মিনিটে প্রয়াত হন তিনি। আর ‘গিলি গিলি ছু’তে…সত্যিই ভ্যানিশ হবে না। মৃত্যু হল সেই জাদুকর সুবীর সরকারের ৷ তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।
বার্ধক্যজনিত কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কন্যা শান্তালি সরকার। লেক গার্ডেন্সের বাড়িতেই মারা যান 'রত্ন শিরোমণি' পুরস্কারপ্রাপ্ত জাদুকর সুবীর সরকার। জাদুসম্রাট পিসি সরকারের (সিনিয়র) ছাত্র ছিলেন তিনি।
বার্ধক্যজনিত কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কন্যা শান্তালি সরকার। লেক গার্ডেন্সের বাড়িতেই মারা যান ‘রত্ন শিরোমণি’ পুরস্কারপ্রাপ্ত জাদুকর সুবীর সরকার। জাদুসম্রাট পিসি সরকারের (সিনিয়র) ছাত্র ছিলেন তিনি।
তাঁর কন্যা শান্তালি জানান, ইন্দিরা গান্ধি থেকে শুরু করে রাহুল গান্ধি, মেনকা গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি, প্রণব মুখোপাধ্যায় পর্যন্ত তাঁর ম্যাজিকের প্রশংসা করেছেন। একসময় দিল্লির রাস্তাতে চোখ বন্ধ করে স্কুটার চালাতেন। দিল্লির রাস্তায় আরও নানা চমকপ্রদ ম্যাজিক দেখিয়েছেন তিনি।
তাঁর কন্যা শান্তালি জানান, ইন্দিরা গান্ধি থেকে শুরু করে রাহুল গান্ধি, মেনকা গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি, প্রণব মুখোপাধ্যায় পর্যন্ত তাঁর ম্যাজিকের প্রশংসা করেছেন। একসময় দিল্লির রাস্তাতে চোখ বন্ধ করে স্কুটার চালাতেন। দিল্লির রাস্তায় আরও নানা চমকপ্রদ ম্যাজিক দেখিয়েছেন তিনি।
শান্তালি জানান, "বাবা চিরকালই প্রচারবিমুখ ছিলেন। বাবাকে দিল্লির শশী কাপুর বলা হত এক সময়। মহাজাতি সদনে ১৯৮১-৮২ সালে বাবার শো দেখতে উপচে পড়ত ভিড়। ব্ল্যাক হত টিকিট। বয়সের কারণে বছর দশেক আগে থেকেই ম্যাজিক দেখানো ছেড়ে দিয়েছিলেন বাবা।"
শান্তালি জানান, “বাবা চিরকালই প্রচারবিমুখ ছিলেন। বাবাকে দিল্লির শশী কাপুর বলা হত এক সময়। মহাজাতি সদনে ১৯৮১-৮২ সালে বাবার শো দেখতে উপচে পড়ত ভিড়। ব্ল্যাক হত টিকিট। বয়সের কারণে বছর দশেক আগে থেকেই ম্যাজিক দেখানো ছেড়ে দিয়েছিলেন বাবা।”
তিনি আরও বলেন, "বাবা কয়েকদিন আগে থেকেই বলছিলেন আমি আর বেশিদিন নেই। বলেছিলেন ২২ তারিখের পর আমি আর থাকব না। আর সেটাই হল। বাবা আর নেই। ম্যাজিশিয়ান ছিলেন। তাই কি বুঝতে পেরেছিলেন? জানি না।..."
তিনি আরও বলেন, “বাবা কয়েকদিন আগে থেকেই বলছিলেন আমি আর বেশিদিন নেই। বলেছিলেন ২২ তারিখের পর আমি আর থাকব না। আর সেটাই হল। বাবা আর নেই। ম্যাজিশিয়ান ছিলেন। তাই কি বুঝতে পেরেছিলেন? জানি না।…”
প্রসঙ্গত, সুবীর সরকারকে বলা হত 'ওয়ার্ল্ড ফাস্টেস্ট ম্যাজিশিয়ান'। 'উঠতা হুয়া সূরজ' নামেও ডাকা হত তাঁকে। কলকাতা-সহ হালিশহর, ভদ্রেশ্বর, নবদ্বীপ, চুঁচুড়া, জলপাইগুড়ি, কৃষ্ণনগর-সহ একাধিক জায়গায় ম্যাজিক শো দেখাতেন তিনি। এমনকী দেশের বাইরে থাইল্যান্ড, জাপান, হল্যান্ডেও তিনি ম্যাজিক শো করেছেন তিনি ৷
প্রসঙ্গত, সুবীর সরকারকে বলা হত ‘ওয়ার্ল্ড ফাস্টেস্ট ম্যাজিশিয়ান’। ‘উঠতা হুয়া সূরজ’ নামেও ডাকা হত তাঁকে। কলকাতা-সহ হালিশহর, ভদ্রেশ্বর, নবদ্বীপ, চুঁচুড়া, জলপাইগুড়ি, কৃষ্ণনগর-সহ একাধিক জায়গায় ম্যাজিক শো দেখাতেন তিনি। এমনকী দেশের বাইরে থাইল্যান্ড, জাপান, হল্যান্ডেও তিনি ম্যাজিক শো করেছেন তিনি ৷

Viral Video: এমন ম্যাজিক শো আগে দেখেননি ভিডিও! যা অবাক করে দেবে, রইল ভিডিও

মোবাইল এবং প্রযুক্তির ব্যবহারে শৈশবের শিশুরা খেলতে ভুলে গেছে, ভুলে গেছে একাধিক প্রদর্শনীর বিনোদন ক্ষেত্রও। তবুও জাদু প্রদর্শনীতে শিশু সহ সাধারণ মানুষের একটা বাড়তি আগ্রহ থাকবে বলে মনে করেন অনেকেই।