Viral: বীভৎস মুখ, ভয়ঙ্কর চেহারা! আপনার আশপাশেই থাকে এই প্রাণী, কিসের ছবি বলুন তো? হু হু করে ভাইরাল

আমেরিকা: ফড়িং, গঙ্গাফড়িং, তেলা পোকা৷ ছোটখাটো পোকামাকড়কে মানুষ ওতটাও ভয় পায় না৷ কিন্তু, কখনও কি ভেবে দেখেছেন, এই ছোট্ট প্রাণীগুলোর মুখ ঠিক কেমন দেখতে! সম্প্রতি এমনই একটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ কেউ না বলে দিলে বিশ্বাস করবেন না এই বীভৎস মুখটা কোন প্রাণীর৷

ফড়িং, পিঁপড়ে হোক কী গঙ্গাফড়িং৷ এরা সবসময় নিজের জগৎ নিয়েই ব্যস্ত৷ কেউ খাবার বয়ে নিয়ে যাচ্ছে, কেউ পচা জিনিস পত্র থেকে পুষ্টি আহরণ করছে তো কেউ যৌন ক্রিয়া করছে৷ কিন্তু, বুদ্ধিমত্তার দিক থেকে বহু পোকামাকড়ই কিন্তু আমাদের রীতিমতো অবাক করে দিতে পারে৷

বুদ্ধিমত্তা এবং কঠোর পরিশ্রমী পোকামাকড়ের প্রসঙ্গ উঠলেই আমরা পিঁপড়ে কিংবা মৌমাছির কথা বলি? খাবার সংগ্রহ করা থেকে কলোনি গড়ে তোলা এবং প্রতিটি বাচ্চার লালন পালন, প্রত্যেকটা কাজই অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ হয়ে পালন করে পিঁপড়েরা৷

পিঁপড়ে বহু প্রকারের হয়৷ প্রত্যেক পিঁপড়ে কলোনিতেও আবার শ্রম বিভাজন থাকে৷ এদের কেউ রানি তো কেউ সৈনিক৷ আবার কেউ পাতি কর্মী৷

সম্প্রতি, সেই পিঁপড়েরই মুখের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ সেই ছবি দেখে কে বলবে এটা একটা নিরীহ প্রাণীর মুখ৷ বীভৎস সেই চেহারার সঙ্গে রূপকথার ভয়ঙ্কর প্রাণীর মিল খুঁজে পাচ্ছেন নেটিজেনদের অনেকেই৷

দ্য মিরর-এর একটি প্রতিবেদন অনুসারে, একটি পিঁপড়ার মুখের ছবি নিকনের স্মল ওয়ার্ল্ড ফটোগ্রাফি প্রতিযোগিতা 2022-এর জন্য ডক্টর ইউজেনিজুস কাভালিয়াউসকাস তুলেছিলেন৷

প্রতিযোগিতার ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ওই ছবিটি রিফ্লেক্টেড লাইট টেকনিক এবং 5X অবজেক্টিভ লেন্স ম্যাগনিফিকেশন ব্যবহার করে তোলা হয়েছে। এটি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন একজন টুইটার ব্যবহারকারী ম্যাসিমো। গত ১৪ অক্টোবর ছবিটি আপলোড করা হয়েছিল, তারপরই তা ভাইরাল হয়ে যায়৷ এখনও পর্যন্ত পোস্টটিতে ১ মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে।

বেশির ভাগ মানুষই ছবিটি দেখে বিশ্বাস করতে পারেননি যে এটা কোনও পিঁপড়ের মুখ৷ পিঁপড়ে তার ফিলার বা অ্যান্টেনা ব্যবহার করে অন্য পিঁপড়ের সঙ্গে ‘কথা বলে’৷ রাসায়নিক মাধ্যমে বার্তা পাঠায়। এই বিষয়টি অত্যন্ত মজাদার৷