ICC World Cup 2023: পাকিস্তানকে হারিয়ে বাঁধনহারা উচ্ছ্বাস আফগানদের, ড্রেসিং রুম-টিম বাস থেকে ডাইনিং হল, উৎসবের জোয়ারে রাশিদরা

ইংল্যান্ডের পর পাকিস্তান। বিশ্বকাপে একের পরব এক বড় দলকে হারাচ্ছে আফগানিস্তান। ইংল্যান্ড ম্যাচকে অঘটনের আখ্যা দিয়েছিল অনেকেই। কিন্তু সেটা যে অঘটন নয় তা পাকিস্তানকে হারিয়ে নিজেদের যোগ্যতার জানান দিল আফগানরা। বিশ্বকাপে কতদূর যাবে রাশিদ খানরা তার উত্তর দেবে ভবিষ্যৎ। কিন্তু এটুকু স্পষ্ট করে দিয়েছে আফগানিস্তান যে তাদের ছোট দল ভাবলে বড় ভুল হবে।

গত বিশ্বকাপে যে দল একটিও ম্যাচ জিততে পারেনি সেই আফগানিস্তান এবার নিজেদের নামের সঙ্গে জায়ান্ট কিলার তকমা পেয়ে গিয়েছে। পাকিস্তানকে হেলায়া হারানোর পর বাঁধনহারা উৎসবে মাতে আফগানিস্তান। মাঠ থেকে যে উৎসব শুরু হয়েছে তার রেশ দেখা যায় ড্রেসিং রুম, টিম বাস থেকে ডাইনিং হলেও।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় টিম বাসে লুঙ্গি ডান্স গানে উদ্যাম নাচতে দেখা যায় আফগানিস্তান ক্রিকেটারদের। রাশিদ খান, রহমানউল্লাহ গুরবাজ থেকে শুরু করে সকলেই মন খুলে নাচেন। এরপর ডাইনিং হলেও সেলিব্রেশন করতে দেখা যায় আফগান ক্রিকেটারদের।

আরও পড়ুনঃ ICC World Cup 2023 India vs England: ইংল্যান্ডের বিরুদ্ধে কি খেলবেন হার্দিক পান্ডিয়া? তারকা অলরাউন্ডারের চোট নিয়ে এল বড় আপডেট

প্রসঙ্গত, ম্যাচে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৩ রান করে বাবররা। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেন বাবর আজম। আফগানিস্তানের হয়ে ৩টি উইকেট নেন নুর আহমেদ। রান তাড়া করতে নেমে ২ উইকেট হারিয়ে ১ ওভার বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌছে যায় আফগানরা। ইব্রাহিম জাদরান ৮৭, রহমত শাহ ৭৭ ও রহমানউল্লাহ গুরবাজ করেন ৬৫ রান।