আবহাওয়ার পূর্বাভাস

Mahalaya Weather 2024: মহালয়ায় কোটাল আতঙ্ক, ষষ্ঠী-দশমী কলকাতা-সহ কোন জেলায় কী পরিস্থিতি? এল খানিক স্বস্তির আপডেট

*মহালয়ার আগে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এমনকি মহালয়ার দিনও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই হাওয়া অফিসের রিপোর্টে। উত্তর থেকে দক্ষিণবঙ্গে ক্রমশ কমছে বৃষ্টির সম্ভাবনা। স্থানীয়ভাবে দু-এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি ছাড়া, দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহের শেষ পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস নেই। বাড়বে তাপমাত্রা। প্রতিবেদনঃ সৈকত শী। ফাইল ছবি। 
*মহালয়ার আগে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এমনকি মহালয়ার দিনও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই হাওয়া অফিসের রিপোর্টে। উত্তর থেকে দক্ষিণবঙ্গে ক্রমশ কমছে বৃষ্টির সম্ভাবনা। স্থানীয়ভাবে দু-এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি ছাড়া, দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহের শেষ পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস নেই। বাড়বে তাপমাত্রা। প্রতিবেদনঃ সৈকত শী। ফাইল ছবি।
*স্বাভাবিকের থেকে বেশি থাকবে। জেলায় জেলায় প্যাচপ্যাচে ঘর্মাক্ত আবহাওয়া বিরাজ করবে। উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা কম। তবে মহালয়ার পরে বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গে। ফাইল ছবি। 
*স্বাভাবিকের থেকে বেশি থাকবে। জেলায় জেলায় প্যাচপ্যাচে ঘর্মাক্ত আবহাওয়া বিরাজ করবে। উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা কম। তবে মহালয়ার পরে বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গে। ফাইল ছবি।
*মহালয়ার দিন থেকে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ফাইল ছবি। 
*মহালয়ার দিন থেকে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ফাইল ছবি।
*হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা হাওয়া অফিসের রিপোর্টে। এর পাশাপাশি উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। উত্তরে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণে বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমছে। ফাইল ছবি। 
*হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা হাওয়া অফিসের রিপোর্টে। এর পাশাপাশি উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। উত্তরে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণে বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমছে। ফাইল ছবি।
*সোমবার থেকে আরও বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত দিন ও রাতের তাপমাত্রা বাড়বে। আকাশ আংশিক মেঘলা থাকলেও চড়া রোদে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায়। ফাইল ছবি। 
*সোমবার থেকে আরও বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত দিন ও রাতের তাপমাত্রা বাড়বে। আকাশ আংশিক মেঘলা থাকলেও চড়া রোদে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায়। ফাইল ছবি।
*হাওয়া অফিসের রিপোর্টে জানা যায় বুধবারের পর দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত দুর্যোগের হাত থেকে রেহাই। ফাইল ছবি। 
*হাওয়া অফিসের রিপোর্টে জানা যায় বুধবারের পর দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত দুর্যোগের হাত থেকে রেহাই। ফাইল ছবি।
*সেপ্টেম্বরে শেষ দিন দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলার আবহাওয়া ছিল রোদ ঝলমলে পরিষ্কার আকাশ। বাড়বে তাপমাত্রা। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২.৫ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৪ শতাংশ। তাপমাত্রা বাড়ার ফলে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলাতে বৃষ্টির সম্ভাবনা কম। ফাইল ছবি।
*সেপ্টেম্বরে শেষ দিন দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলার আবহাওয়া ছিল রোদ ঝলমলে পরিষ্কার আকাশ। বাড়বে তাপমাত্রা। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২.৫ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৪ শতাংশ। তাপমাত্রা বাড়ার ফলে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলাতে বৃষ্টির সম্ভাবনা কম। ফাইল ছবি।