সংস্থার কোনও বৈধতাই নেই... সন্দীপ-ঘনিষ্ঠ বিপ্লবের জামিনের আবেদন খারিজ প্রতীকী ছবি।

R G Kar Case Update: সংস্থার কোনও বৈধতাই নেই… সন্দীপ-ঘনিষ্ঠ বিপ্লবের জামিনের আবেদন খারিজ

কলকাতা: আরজি কর দুর্নীতি মামলায় সন্দীপ ঘনিষ্ঠ ব্যবসায়ী বিপ্লব সিংহের জামিনের আবেদন খারিজ করল আলিপুর বিশেষ সিবিআই আদালত। সিবিআইয়ের তরফে আদালতে দাবি করা হয়, বিপ্লবের যে সংস্থাকে বরাত দেওয়া হয়েছিল, সেটির আইনি বৈধতা নেই। বরাত পাওয়ার ক্ষেত্রে বিপ্লবের সংস্থার যোগ্যতা ছিল না। ২০২১ থেকে ২০২৪ পর্যন্ত বেআইনি ভাবে বরাত দেওয়া হয়েছিল, বিনিময়ে মুনাফা পেয়েছেন সন্দীপ।

অগাস্টের ৭ তারিখ তৎকালীন এমএসপিভি সঞ্জয় বশিষ্ঠের সই করা টেন্ডার নোটিস ইস্যু হয়। নিও নেটাল কেয়ার ইউনিটের জন্য ইনজেকশন অ্যাম্পিউলের জন্য টেন্ডার ডাকা হয়। জমা দেওয়ার শেষ দিন ছিল ১৪ অগাস্ট ২০২৪। ধর্ষণ ও খুনের ঘটনার পরেও এই বরাত পাইয়ে দিতে বিপ্লব সিংহের মধ্যস্থতায় এক ওষুধ সরবরাহকারীর সঙ্গে যোগাযোগ রেখে গিয়েছিলেন সন্দীপ, চাঞ্চল্যকর দাবি সিবিআইয়ের। অচলাবস্থার সুযোগ নিয়ে চুপিসারে এই টেন্ডারও নিজের লোককে পাইয়ে দিয়ে মুনাফা পেতে পিছু হঠেনি সন্দীপ, এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা।

আরও পড়ুন: ত্রাণ নিয়ে জেলাশাসক-পুলিশ সুপারদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, দুই কর্তাকে বিশেষ নির্দেশ

অন্যদিকে সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের ১৪ দিনের জেল হেফাজতের আবেদন করল সিবিআই। প্রসঙ্গত সোমবার আদালতে তিনবার নিজেদের আবেদন সংশোধন করে সিবিআই। প্রথমে আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে ফের নিজেরদের হেফাজতে চেয়ে শিয়ালদহ আদালতে আবেদন জানায় সিবিআই। কিন্তু শুনানির সময় বিচারক প্রশ্ন তোলেন, কেন জেলে গিয়ে সন্দীপকে জেরা করতে পারবে না সিবিআই? এরপরেই সেই আবেদন প্রত্যাহার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।