‘১৯ তারিখ টসে দেখা হবে’ ধোনিকে একেবারে অন্য কায়দায় সম্মান রোহিতের

#মুম্বই: কয়েক ঘণ্টার মধ্যেই একজন হয়ে গেলেন প্রাক্তন৷ মহেন্দ্র সিং ধোনি এখন ভারতের জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার৷ শনিবার সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা করে দিয়েছেন মাহি৷ আর কখনও তাঁকে ব্লু জার্সিতে দেখা যাবে না৷ তবে চেন্নাই সুপার কিংসের হলুদ জার্সিতে এখনও বাইশ গজে থাকবেন ধোনি৷ আইপিএলের ১৩ তম মরশুম শুরু হবে সেপ্টেম্বরের ১৯ তারিখ থেকে৷ ধোনি সেখানে CSK-র নেতৃত্ব দেবেন৷ এ বারে আইপিএলের আসর বসছে সংযুক্ত আরব আমিরশাহিতে৷ তবে খেলা যেখানেই হোক প্রতিবারের মতোই এ বার আইপিএলেও ফেভারিট চেন্নাই সুপার কিংস ৷

এ বারের টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হবে খেতাব রক্ষার লড়াইতে নামা মুম্বই ইন্ডিয়ান্স ও ধোনির সিএসকে৷ আইপিএলের শুরু থেকে এই দুই দলের প্রতিদ্বন্দ্বিতা দেখে মুগ্ধ হয়ে যান ক্রিকেটপ্রেমী জনতা৷ গত মরশুমেও শেষ বলে চেন্নাইকে হারিয়ে রুদ্ধশ্বাস ট্রফি জিতেছিল মুম্বই ইন্ডিয়ন্স৷

ধোনির আন্তর্জাতিক ক্রিকেটকে টাটা করার পর রোহিত একেবারে মজা করে একটা ট্যুইট করেছেন৷ তিনি ধোনিকে নিজেদের আইপিএল লড়াইয়ের কথা মনে করিয়ে দিয়েছেন৷ তিনি লিখেছেন, ‘ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম প্রভাবশালী মানুষ৷ ক্রিকেটে ওঁর প্রভাব মারাত্মক৷ তিনি দল তৈরি করতে পারদর্শী, তাঁর দূরদৃষ্টি অসামান্য৷ তবে এটার পরেই তিনি আরও একটা মজার কথা লিখেছেন, ‘নীল জার্সিতে ওঁকে নিশ্চয় মিস করব৷ তবে হলুদে উনি এখনও আছেন৷ ১৯ তারিখ টসে দেখা হবে৷’

সীমায়িত ওভারের ক্রিকেটে সফলতম ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ১৫ অগাস্ট ২০২০তে৷ তিনটি আইসিসি ট্রফির মালিক৷ ২০০৭ -টি টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ তে ক্রিকেট বিশ্বকাপ. ২০১৩ তে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতেন৷ ধোনি জাতীয় দলের জার্সিতে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে শেষবার খেলেন৷