‘কৃষ্ণনগরের মানুষ যোগ্য জবাব দেবে', মন্তব্য তৃণমূল প্রার্থী মহুয়ার

ভোটের আগে তোলপাড় রাজনীতি! মহুয়া মৈত্রকে দিল্লিতে ডাক

ভোটের মুখে ফের তৎপর কেন্দ্রীয় এজেন্সি। এবার মহুয়া মৈত্রকে তলব করল ইডি। প্রধানমন্ত্রীকে ফোনে মহুয়ার বিরুদ্ধে অভিযোগ করেন রাজমাতা অমৃতা রায়। তারপরেই তৎপরতা ইডির। কৃষ্ণনগরের তৃণমূল প্রর্থীকে আগামিকাল দিল্লিতে তলব কেন্দ্রীয় এজেন্সির। বাড়ি, অফিসে সিবিআই তল্লাশি হওয়ার পরপরই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র‍। নির্বাচনী প্রচারে বাধা দান করছে কেন্দ্রীয় এজেন্সি। এমনই অভিযোগ তুলে তদন্ত প্রক্রিয়া চালানোর ব্যাপারে কমিশনকে গাইডলাইন তৈরি করে দেওয়ার আবেদন জানিয়েছিলেন মহুয়া। নির্বাচন কমিশনকে দেওয়া চিঠিতে এ কথা উল্লেখও করেছিলেন তিনি। কিন্তু সেই ‘ব্যবস্থা’ হওয়ার আগেই এবার মহুয়া মৈত্রকে দিল্লিতে ডেকে পাঠাল ইডি। বৃহস্পতিবারই দিল্লিতে ইডি অফিসে মহুয়াকে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। যদিও তৃণমূল প্রার্থী সেখানে যাবেন কিনা, সেটাই এখন দেখার।