Train News: হাওড়া-বর্ধমান লাইনে চলবে কাজ! ট্রেন যাত্রীদের কি দুর্ভোগ বাড়বে? সবটা জেনে নিন

হাওড়া: হাওড়া-বর্ধমান কর্ড লাইনের বালিতে এবং হাওড়া-বর্ধমান মেন সেকশনে রেল ব্রিজের রক্ষণাবেক্ষণের কাজ হবে। নিত্যযাত্রীদের সুবিধার্থে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে হাওড়া ডিভিশন। রেলের পরিভাষায় যা বলা হয়েছে, তা হল এই আগামী ২২ এপ্রিল থেকে ২৯ জুন, প্রতিদিন ১৫০ মিনিট ধরে ট্র্যাফিক এবং পাওয়ার ব্লক থাকবে।
হাওড়া: হাওড়া-বর্ধমান কর্ড লাইনের বালিতে এবং হাওড়া-বর্ধমান মেন সেকশনে রেল ব্রিজের রক্ষণাবেক্ষণের কাজ হবে। নিত্যযাত্রীদের সুবিধার্থে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে হাওড়া ডিভিশন। রেলের পরিভাষায় যা বলা হয়েছে, তা হল এই আগামী ২২ এপ্রিল থেকে ২৯ জুন, প্রতিদিন ১৫০ মিনিট ধরে ট্র্যাফিক এবং পাওয়ার ব্লক থাকবে।
ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া দ্বারা বালিতে দ্বিতীয় বিবেকানন্দ সেতু তথা নিবেদিতা সেতুর এপ্রোচ রোডে ওভারব্রিজ ১৫এ জরুরি রক্ষণাবেক্ষণ। এর জন্য আগামী ২২ এপ্রিল থেকে ২৯ জুন পর্যন্ত টানা ৪৬ দিন প্রতিদিন ১৫০ মিনিটের ট্রাফিক ও পাওয়ার ব্লকের প্রয়োজন হবে।
ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া দ্বারা বালিতে দ্বিতীয় বিবেকানন্দ সেতু তথা নিবেদিতা সেতুর এপ্রোচ রোডে ওভারব্রিজ ১৫এ জরুরি রক্ষণাবেক্ষণ। এর জন্য আগামী ২২ এপ্রিল থেকে ২৯ জুন পর্যন্ত টানা ৪৬ দিন প্রতিদিন ১৫০ মিনিটের ট্রাফিক ও পাওয়ার ব্লকের প্রয়োজন হবে।
সেই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে বিস্তারিত জানিয়েছেন পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র।প্রধানত গভীর রাত থেকে ভোর রাত পর্যন্ত হাওড়া আপ এবং ডাউন লাইনে বর্ধমান কড এবং মেইন লাইন সেকশনের রিভের্সাল লাইনে লোকাল ট্রেনে চলার সময় কোনও প্রতিক্রিয়া অনুভব করা যায় না।
সেই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে বিস্তারিত জানিয়েছেন পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র।প্রধানত গভীর রাত থেকে ভোর রাত পর্যন্ত হাওড়া আপ এবং ডাউন লাইনে বর্ধমান কড এবং মেইন লাইন সেকশনের রিভের্সাল লাইনে লোকাল ট্রেনে চলার সময় কোনও প্রতিক্রিয়া অনুভব করা যায় না।
সেই সব দিক ভেবে পরিকল্পনা করে শুধুমাত্র কয়েকটি মেইল এক্সপ্রেস ট্রেনকে ন্যূনতম ডাইভারসেন্ট এবং নিয়ন্ত্রণের মাধ্যমে এই ট্রাফিক ব্লকটি বিভিন্ন দিনে উপযুক্তভাবে মঞ্জুর করা হয়েছে। এতে মানুষের কিছুটা অসুবিধার কথাও জানিয়েছে পূর্ব রেল।
সেই সব দিক ভেবে পরিকল্পনা করে শুধুমাত্র কয়েকটি মেইল এক্সপ্রেস ট্রেনকে ন্যূনতম ডাইভারসেন্ট এবং নিয়ন্ত্রণের মাধ্যমে এই ট্রাফিক ব্লকটি বিভিন্ন দিনে উপযুক্তভাবে মঞ্জুর করা হয়েছে। এতে মানুষের কিছুটা অসুবিধার কথাও জানিয়েছে পূর্ব রেল।
সূত্রের খবর, তার জন্য ১২৩৭০ দেহরাদুন-হাওড়া কুম্ভ এক্সপ্রেসকে ব্যান্ডেল দিয়ে ঘুরিয়ে বর্ধমানে নিয়ে যাওয়া হবে। ১২৩২৮ দেহরাদুন-হাওড়া উপাসনা এক্সপ্রেসকে ব্যান্ডেল দিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়া হবে। ১৫২৭২ মুজফ্ফর-হাওড়া জনসাধারণ এক্সপ্রেসকেও ব্যান্ডেল দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। ০৩০৫১ হাওড়া-বর্ধমান মেমু ট্রেনটিকে ডানকুনি দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।রাকেশ মাইতি
সূত্রের খবর, তার জন্য ১২৩৭০ দেহরাদুন-হাওড়া কুম্ভ এক্সপ্রেসকে ব্যান্ডেল দিয়ে ঘুরিয়ে বর্ধমানে নিয়ে যাওয়া হবে। ১২৩২৮ দেহরাদুন-হাওড়া উপাসনা এক্সপ্রেসকে ব্যান্ডেল দিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়া হবে। ১৫২৭২ মুজফ্ফর-হাওড়া জনসাধারণ এক্সপ্রেসকেও ব্যান্ডেল দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। ০৩০৫১ হাওড়া-বর্ধমান মেমু ট্রেনটিকে ডানকুনি দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।রাকেশ মাইতি