ভোটের লাইনে দাঁড়িয়ে ভোটাররা

Lok Sabha Election 2024: জেলা জুড়ে অশান্তির বাতাবরণের মাঝেই এই বুথে ভিন্ন ছবি! হাসিমুখে ভোট দিলেন ভোটাররা

কোচবিহার: লোকসভা নির্বাচনের প্রথম পর্বের ভোট প্রক্রিয়া সম্পন্ন হল। কোচবিহারের লোকসভা কেন্দ্রের নির্বাচনে সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়েছিল জেলা জুড়ে। একের পর এক বিচ্ছিন্ন ঘটনায় সরগরম ছিল রাজ্য-রাজনীতি। তবে শুধুমাত্র বিক্ষিপ্ত ঘটনায় নয়। কোচবিহার শহরের এক ভোট গ্রহণ কেন্দ্রে চোখে পড়ল একেবারেই ভিন্ন ছবি। দীর্ঘ লম্বা লাইন ভোটারদের। মুখে চওড়া হাসি নিয়ে ভোটাররা লাইনে দাঁড়িয়ে রয়েছেন। বহু ভোটার ভোট দিয়ে হাসিমুখে নির্বিঘ্নে বাড়ি ফিরছেন।

কোচবিহার শহরের পৌর এলাকার ১৫ নং ওয়ার্ড। এই ওয়ার্ডে করুণাময়ী উচ্চ বিদ্যালয় দীর্ঘ সময় ধরে ভোট গ্রহণ কেন্দ্রর আয়োজন করা হয়। তবে ভোটগ্রহণ পর্বের সূচনা লগ্ন থেকেই এই বুথে কোন প্রকার অশান্তির ঘটনা ঘটে না। এলাকার ভোটারেরা সম্পূর্ণ নির্ভীক ভাবেই দীর্ঘ সময় ধরে ভোট দিয়ে আসছেন। বর্তমান সময় যেখানে গোটা কোচবিহারের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেই চলেছে। সেই মুহূর্তেও কোচবিহারের এই ভোট গ্রহণ কেন্দ্রে নির্বিঘ্নে ভোট দিচ্ছেন ভোটারেরা। দলমত নির্বিশেষে ভোটারের লাইনে দাঁড়িয়ে হাসিমুখে ভোট দিচ্ছেন সকল ভোটার।

এলাকার এক প্রবীণ মহিলা ভোটার দিপালী গুপ্ত জানান,”দীর্ঘ প্রায় ৫০ বছরেরও বেশি সময় ধরে এই এলাকার ভোটার তিনি। লোকসভা বিধানসভা কিংবা পৌরসভা ভোটেও কোন প্রকার অশান্তির ছবি এই বুথে ধরা পড়ে না। সকল ভোটারেরা সম্পূর্ণ নির্বিঘ্নে হাসিমুখে ভোট দিয়ে বাড়িতে ফেরেন।” এবারের লোকসভা নির্বাচনে যেখানে গোটা কোচবিহার থেকে বিভিন্ন ধরনের অশান্তির ঘটনা ঘটছে। সেখানে শহরের এই বুথের মধ্যে কোন প্রকার অশান্তির ছবি নেই। এই বিষয়টি এই ভোটগ্রহণ কেন্দ্র কে গড়ে তুলেছে একেবারেই ভিন্ন ভোটগ্রহণ কেন্দ্র।

আরও পড়ুনঃ T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপে বড় দায়িত্ব পাবেন কোহলি! চাপ বাড়ল রোহিতের? জানুন বিস্তারিত

এলাকার দুই ভোটার কারিশমা হোর ও বর্ষবরণ সাহা জানান,”ছোটবেলা থেকেই নির্বিঘ্নে ভোট দিচ্ছেন তাঁরা। জেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন অশান্তির ঘটনা ঘটলেও। এই এলাকায় রীতিমতো শান্তিতেই ভোট হয়। এবং তাদের ধারণা আগামীদিনেও শান্তিপূর্ণভাবেই কোচবিহারের এই ভোটকেন্দ্রে ভোট হবে।” দলমত নির্বিশেষে এই এলাকার মানুষেরা ভোট উৎসবে মেতে উঠেন ভোট আসলেই। তাইতো জেলার বুকে লোকসভা নির্বাচনে এক অনন্য নজির সৃষ্টি করেছে এই ভোট গ্রহণ কেন্দ্র।

Sarthak Pandit