মকর সংক্রান্তি প্রাচীন বিশ্বাস মতে বিশেষ গুরুত্বপূর্ণ। এই তিথিতে পালনীয় কিছু রীতি নীতি ও নিয়ম আছে।

Makar Sankranti 2024: আজ মকর সংক্রান্তিতে এই কাজগুলি করলেই রসাতলে যাবে ভাগ্য! এখনই জানুন, সতর্ক হোন

মকর সংক্রান্তি প্রাচীন বিশ্বাস মতে বিশেষ গুরুত্বপূর্ণ। এই তিথিতে পালনীয় কিছু রীতি নীতি ও নিয়ম আছে।
মকর সংক্রান্তি প্রাচীন বিশ্বাস মতে বিশেষ গুরুত্বপূর্ণ। এই তিথিতে পালনীয় কিছু রীতি নীতি ও নিয়ম আছে।

 

জ্যোতির্বিদ পণ্ডিত ইন্দ্রমণি ঘনসিয়াল জানিয়েছেন এই তিথিতে কোন কোন কাজ করলে ভাগ্য সুপ্রসন্ন হয়। জীবনে সোনায় সোহাগা হয়।
জ্যোতির্বিদ পণ্ডিত ইন্দ্রমণি ঘনসিয়াল জানিয়েছেন এই তিথিতে কোন কোন কাজ করলে ভাগ্য সুপ্রসন্ন হয়। জীবনে সোনায় সোহাগা হয়।

 

তবে এই তিথিতে কোনও কোনও কাজ সম্পূর্ণ বর্জনীয়। সেই কাজগুলি করলে রসাতলে যাবে জীবন ও ভাগ্য। জেনে নিন সেগুলি কোন কোন কাজ। বলেছেন পণ্ডিত ইন্দ্রমণি ঘনসিয়াল।
তবে এই তিথিতে কোনও কোনও কাজ সম্পূর্ণ বর্জনীয়। সেই কাজগুলি করলে রসাতলে যাবে জীবন ও ভাগ্য। জেনে নিন সেগুলি কোন কোন কাজ। বলেছেন পণ্ডিত ইন্দ্রমণি ঘনসিয়াল।

 

এই তিথিতে মাছ, মাংস, ডিম, মুসুরডাল, পেঁয়াজ, রসুনের মতো তামসিক খাবার গ্রহণ করবেন না। পবিত্র ও পুণ্যদিনে বিরত থাকুন সুরাপান থেকেও।
এই তিথিতে মাছ, মাংস, ডিম, মুসুরডাল, পেঁয়াজ, রসুনের মতো তামসিক খাবার গ্রহণ করবেন না। পবিত্র ও পুণ্যদিনে বিরত থাকুন সুরাপান থেকেও।

 

মকর সংক্রান্তিতে দরিদ্রদের কখনওই খালি হাতে ফিরিয়ে দেবেন না। দরজায় আগত ভিক্ষাজীবীকে নিরাশ করবেন না। কাউকে অপমান করবেন না।
মকর সংক্রান্তিতে দরিদ্রদের কখনওই খালি হাতে ফিরিয়ে দেবেন না। দরজায় আগত ভিক্ষাজীবীকে নিরাশ করবেন না। কাউকে অপমান করবেন না।

 

স্নানের পর সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন। তবে লোহা, স্টিল বা প্লাস্টিকের ঘটিতে অর্ঘ্য দান করবেন না।
স্নানের পর সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন। তবে লোহা, স্টিল বা প্লাস্টিকের ঘটিতে অর্ঘ্য দান করবেন না।

 

নোংরা অপরিষ্কার কাপড় এই দিন পরবেন না।
নোংরা অপরিষ্কার কাপড় এই দিন পরবেন না।

 

এই তিথিতে ভুল করেও তুলসিপাতা তুলবেন না।
এই তিথিতে ভুল করেও তুলসিপাতা তুলবেন না।