সনাতনী বিশ্বাসে মকর সংক্রান্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্বণ৷ এই বিশেষ তিথিতে সূর্য ধনুরাশি ত্যাগ করে প্রবেশ করে মকর রাশিতে৷ পবিত্র এই তিথিতে কোনও কোনও কাজ করলে জীবনে অর্থাভাব থাকে না৷ শান্তি ও সৌভাগ্য বর্ষিত হয় অকাতরে৷

Makar Sankranti 2024: আজ মকর সংক্রান্তিতে ১৪ টি গরুকে খাওয়ান এই বিশেষ খাদ্য! নিজে খান অন্য একটি খাবার, শনিদেবের আশীর্বাদে জীবন সোনায় সোহাগা

সনাতনী বিশ্বাসে মকর সংক্রান্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্বণ৷ এই বিশেষ তিথিতে সূর্য ধনুরাশি ত্যাগ করে প্রবেশ করে মকর রাশিতে৷ পবিত্র এই তিথিতে কোনও কোনও কাজ করলে জীবনে অর্থাভাব থাকে না৷ শান্তি ও সৌভাগ্য বর্ষিত হয় অকাতরে৷
সনাতনী বিশ্বাসে মকর সংক্রান্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্বণ৷ এই বিশেষ তিথিতে সূর্য ধনুরাশি ত্যাগ করে প্রবেশ করে মকর রাশিতে৷ পবিত্র এই তিথিতে কোনও কোনও কাজ করলে জীবনে অর্থাভাব থাকে না৷ শান্তি ও সৌভাগ্য বর্ষিত হয় অকাতরে৷

 

জ্যোতিষী পণ্ডিত ইন্দ্রমণি ঘনস্যাল জানিয়েছেন এই তিথিতে কী করা উচিত৷ তাহলে জীবনে অর্থসুখ ও শান্তি বজায় থাকবে৷
জ্যোতিষী পণ্ডিত ইন্দ্রমণি ঘনস্যাল জানিয়েছেন এই তিথিতে কী করা উচিত৷ তাহলে জীবনে অর্থসুখ ও শান্তি বজায় থাকবে৷

 

মকর সংক্রান্তির পবিত্র তিথি সূর্যদেবের প্রতি উৎসর্গীকৃত৷ এই দিনে সূর্যদেবের উপাসনা করা হয়৷ কুমকুম এবং কালো তিল জলে নিবেদন করা হয় সূর্যদেবের প্রতি৷ আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করা হয়৷ তাহলে সূর্যদেবের আশীর্বাদে খ্যাতি, যশ ও অর্থ লাভ করা যায়৷
মকর সংক্রান্তির পবিত্র তিথি সূর্যদেবের প্রতি উৎসর্গীকৃত৷ এই দিনে সূর্যদেবের উপাসনা করা হয়৷ কুমকুম এবং কালো তিল জলে নিবেদন করা হয় সূর্যদেবের প্রতি৷ আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করা হয়৷ তাহলে সূর্যদেবের আশীর্বাদে খ্যাতি, যশ ও অর্থ লাভ করা যায়৷

 

এই তিথিতে দান অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ এই তিথিতে অকাতরে দান করুন দরিদ্রদের৷ দানসামগ্রীতে রাখুন কালো তিল, গুড় এবং খিচুড়ি৷ তাহলে জীবনে যশ ও খ্যাতি লাভ করা যায়৷
এই তিথিতে দান অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ এই তিথিতে অকাতরে দান করুন দরিদ্রদের৷ দানসামগ্রীতে রাখুন কালো তিল, গুড় এবং খিচুড়ি৷ তাহলে জীবনে যশ ও খ্যাতি লাভ করা যায়৷

 

 মকর সংক্রান্তিতে পুণ্যমুহূর্তে স্নান করলে পাপমুক্ত হওয়া যায় বলেই বিশ্বাস৷ ব্রাহ্মণকেও দান করুন পুণ্যমনে৷ জীবনে সুখশান্তি ও সমৃদ্ধি বর্ষিত হবে৷
মকর সংক্রান্তিতে পুণ্যমুহূর্তে স্নান করলে পাপমুক্ত হওয়া যায় বলেই বিশ্বাস৷ ব্রাহ্মণকেও দান করুন পুণ্যমনে৷ জীবনে সুখশান্তি ও সমৃদ্ধি বর্ষিত হবে৷

 

মকর সংক্রান্তি তিথি পূর্বজদের তর্পণের জন্যেও আদর্শ৷ এই তিথিতে পুণ্যস্নানের পর তর্পণ করলে পিতৃদোষ কেটে যায়৷
মকর সংক্রান্তি তিথি পূর্বজদের তর্পণের জন্যেও আদর্শ৷ এই তিথিতে পুণ্যস্নানের পর তর্পণ করলে পিতৃদোষ কেটে যায়৷

 

এই তিথিতে সূর্যদেব, মালক্ষ্মীর পাশাপাশি পুজো করবেন শনিদেবেরও৷ সূর্যাস্তের পর পশ্চিম দিকে মুখ করে পাঠ করুন শনিদেবের মন্ত্র৷ এতে শনিদেবের কৃপাদৃষ্টি লাভ করবেন৷ দুঃখ দুর্দশা ও অর্থনৈতিক কষ্ট দূর হবে৷
এই তিথিতে সূর্যদেব, মালক্ষ্মীর পাশাপাশি পুজো করবেন শনিদেবেরও৷ সূর্যাস্তের পর পশ্চিম দিকে মুখ করে পাঠ করুন শনিদেবের মন্ত্র৷ এতে শনিদেবের কৃপাদৃষ্টি লাভ করবেন৷ দুঃখ দুর্দশা ও অর্থনৈতিক কষ্ট দূর হবে৷

 

এই তিথিতে গুড় এবং কালো তিলের নাড়ু সেবন করলে যথাক্রমে সূর্যদেব ও শনিদেব তুষ্ট হন৷ খিচুড়ি খাওয়ার চেষ্টাও অবশ্যই করবেন৷
এই তিথিতে গুড় এবং কালো তিলের নাড়ু সেবন করলে যথাক্রমে সূর্যদেব ও শনিদেব তুষ্ট হন৷ খিচুড়ি খাওয়ার চেষ্টাও অবশ্যই করবেন৷

 

এই তিথিতে নিজের হাতে তৈরি রুটি খাওয়ান ১৪ টি গরুকে৷ তাহলে সব বিপদ কেটে জীবন হয়ে উঠবে মসৃণ৷
এই তিথিতে নিজের হাতে তৈরি রুটি খাওয়ান ১৪ টি গরুকে৷ তাহলে সব বিপদ কেটে জীবন হয়ে উঠবে মসৃণ৷