আমে কিউআর কোড 

Malda News: এবার আর ঠকবেন না! এক ক্লিকেই সমস্যার সমাধান, শুধুমাত্র স্ক্যান করেই চিনে নিন মালদহের সেরা আম

মালদহ: মালদহের আম চিনতে আর কোনও সমস্যা থাকল না। হাতে স্মার্টফোন থাকলেই এবার এক ক্লিকে চিনে ফেলুন মালদহের আম। আমের প্রজাতি থেকে কৃষকের নাম এমনকি কি পদ্ধতিতে চাষ হয়েছে সমস্ত কিছুই জানতে পারবেন। এই প্রথম মালদহের আম চিনতে ব্যবহার করা হচ্ছে আধুনিক কিউআর কোড। আমের গায়ে আটকানো থাকবে এই কিউআর কোড। সেখানে মোবাইল স্ক্যান করলেই বেরিয়ে আসবে আমের সমস্ত তথ্য।

মালদহ জেলা উদ্যান পালন দফতরের পক্ষ থেকে এই বছর থেকেই এই কিউআর কোড ব্যবহার করা শুরু হয়েছে। ইতিমধ্যে মালদহের লক্ষণভোগ, ফজলি ও হিমসাগর আম জিআই পেয়েছে। এই তিন প্রজাতির আমে প্রথম কিউ আর কোড ব্যবহার করা হচ্ছে। মালদহের রতুয়ার দেব নারায়ন ঘোষ নামে এক আমচাষী প্রথম কিউআর কোড ব্যবহারে এগিয়ে এসেছেন। উদ্যান পালন দফতরের সহযোগিতা এই প্রথম তিনি তিনটি প্রজাতির আমে এই কিউআর কোড ব্যবহার করছেন।

আরও পড়ুন-     বলুন তো, পৃথিবীর কোন দেশে Jeans পরা নিষেধ? ৯০% মানুষই জানেন না সঠিক উত্তর, নাম শুনলে চমকে যাবেন গ্যারান্টি!

মালদহ জেলা উদ্যানপালন দফতরের আধিকারিক সামন্ত লায়েক বলেন, এই প্রথম মালদহের আমে কিউআর কোড ব্যবহার করা হচ্ছে। জিআই পাওয়ার তিনটি আমে প্রথম চালু করা হয়েছে। স্ক্যান করলেই সাধারণ ক্রেতারা ওই আম সম্পর্কে সমস্ত তথ্য পেয়ে যাবেন। আমের প্রজাতির নাম কৃষকের নাম কিভাবে চাষ করা হয় এছাড়া অন্যান্য তথ্য মিলবে।

আরও পড়ুন-     গরমে গোলাপ গাছ শুকিয়ে কাঠ হচ্ছে? এই ৬ জিনিস ‘ধন্বন্তরি’! গোড়ায় দিলেই থোকা থোকা ফুলে ভরবে গাছ, গ্যারান্টি!

দিল্লি আম মেলায় তিনি আম নিয়ে গিয়েছেন। সেখানে তাঁর বাগানের আম কিউআর কোড ব্যবহার করে বিক্রি হচ্ছে। আগামীতে উদ্যান পালন দফতরের উদ্যোগে জেলার সমস্ত কৃষকদের আমে এই কিউআর কোড ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। এতে করে খুব সহজেই মালদহের আম চিনতে পারবেন সাধারণ ক্রেতারা। মালদহের আমের সুনাম সহজে নষ্ট হবে না। বিদেশে আম পাঠানোর পক্ষে অনেকটাই সুবিধা হবে। এমনকি দেশের বিভিন্ন প্রান্তের বাজারে মালদহের আমের দাম মিলবে এই আধুনিক পদ্ধতি ব্যবহার করলে।

হরষিত সিংহ