জল জমে রয়েছে মার্কেট চত্বরে

Malda News: নেই আলো,নিকাশি ব্যবস্থা,চরম সমস্যায় ব্যবসায়ীরা! জেলার রেগুলেটেড মার্কেটের বেহাল দশা

মালদহ: জেলার ব্যবসার একমাত্র জায়গা রেগুলেটেড মার্কেটে। পাইকারি থেকে খুচরো সমস্ত রকমের দোকান রয়েছে এখানে। গোটা মালদহ জেলার নির্ভরশীল এই রেগুলেটেড মার্কেটের উপর। কয়েক হাজার মানুষের সমাগম হয় এই বাজারে। তারপরও দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে মালদহ রেগুলেটেড মার্কেট। যার ফলে সমস্যায় পড়ছেন ক্রেতা থেকে বিক্রেতারা।

মার্কেটে এখনো তৈরি হয়নি সম্পূর্ণ রাস্তা, নিকাশি ব্যবস্থা থেকে নেই আবর্জনা জঞ্জাল পরিষ্কার এর কোন পরিকাঠামো। ফলে অল্প বৃষ্টিতেই গোটা মার্কেট চত্বরে জল জমে যায়। মাঝে প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হলেও নির্বাচনী বিধি থাকায় থমকে গিয়েছিল মালদহ জেলার অন্যতম রেগুলেটেড মার্কেটের উন্নয়ন। অবশেষে নির্বাচন পর্ব মিটতেই জেলাশাসকের নির্দেশ মতো বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম করতে উদ্যোগী হল রেগুলেটেড মার্কেট কর্তৃপক্ষ।

আরও পড়ুন:ট্রেন নয় যেন ফাইভ স্টার হোটেল! যাত্রাপথেই হবে প্রকৃতি দর্শন, ভাড়া মধ্যবিত্তের নাগালের মধ্যেই, প্ল্যান করুন জলদি

বাজার চত্বরের কী কী সমস্যা রয়েছে কীভাবে তার সমাধান করা হবে সেই সমস্ত বিষয় নিয়ে স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে একটি বৈঠক করা হয়। এই বৈঠকেই বিভিন্ন বিষয়ে আলোচনা ও সমস্যার সমাধানের পথ বার করা হয়েছে। এই আলোচনা সভায় রেগুলেটের মার্কেটের বিভিন্ন সমস্যা যেমন রাস্তা, নিকাশি ব্যবস্থা, পানীয় জলের সমস্যা,পর্যাপ্ত আলো, আবর্জনা পরিষ্কার সহ মার্কেটের ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা উঠে আসে এবং কিভাবে তার সমাধান করা হয় তা নিয়ে বিস্তর আলোচনা হয়।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

হরষিত সিংহ