Mamata Banerjee: কর্মবিরতি নয়! দেব-প্রসেনজিৎদের শ্যুটিং শুরু করার বার্তা মমতার, জট কি অবশেষে খুলবে

কলকাতা: মঙ্গলে থমথমে টলিপাড়া। নেই কর্মব্যস্ততা। ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’-এর হাঁকডাকও থেমেছে। সেই অচলাবস্থা কাটাতে অবশেষে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করলেন। সেখানে উপস্থিত ছিলেন দেব, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং পরিচালক গৌতম ঘোষ।

ফেডারেশনের সঙ্গে প্রযোজক-পরিচালকদের দ্বন্দ্বের কারণে সোমবার থেকে টলিপাড়ায় ধারাবাহিক-সিনেমার সমস্ত শ্যুটিং বন্ধ। নবান্ন সূত্রে খবর, বৈঠকে মমতা শ্যুটিং শুরু করার নির্দেশ দেন। দেব, প্রসেনজিৎদের কর্মবিরতি প্রত্যাহারের বার্তা দেন তিনি। পাশাপাশি ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে বসে কথা বলার পরামর্শও দেওয়া হয় বলে জানা গিয়েছে। টেকনিক্যাল সব  সমস্যা দেখতে বলা হয়েছে অরূপ বিশ্বাসকে।

পরিচালকদের কর্ম বিরতির জেরে আপাতত সব শ্যুটিং বন্ধ।  টেকনিশিয়ান, NT1, দাসানি-সহ অন্যান্য স্টুডিওগুলোও থমথমে।সোমবার রাত  পর্যন্ত কোনও সমাধান সূত্র বের হয়নি। ফেডারেশন নিজেদের সিদ্ধান্তে অনড়। পরিচালকরাও তাঁদের দাবি থেকে পিছপা হননি।

আরও পড়ুন: মঙ্গলেও বন্ধ শ্যুটিং! টলিপাড়ার জট খুলতে বৈঠক শুরু মমতার, দেব-প্রসেনজিৎ ছাড়া আর কারা এলেন?

আরও পড়ুন: টলিপাড়ায় অচলাবস্থা! ভুক্তভোগী চিরঞ্জিৎ! বাতলে দিলেন সমাধানের পথ, বিবাদ কি মিটবে

নবান্ন সূত্রে খবর, টলিপাড়ার জট কাটাতে মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেন দেবকে। তার পরই  প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ি গিয়ে দেব  তাঁকে মুখ্যমন্ত্রীর কাছে নিয়ে আসেন। আপাতত যাতে শ্যুটিং শুরু করা যায়, তেমনই চেষ্টা চলছেন। মন্ত্রী অরূপ বিশ্বাসও বৈঠকে উপস্থিত।